বৃহস্পতে প্রথমং বাচো অগ্রং য়ৎপ্রৈরৎ নামধেয়ং দধানাঃ।
য়দেষাং শ্রেষ্ঠং য়দরিপ্রমাসীৎ প্রেনা তদেষাং নিহিতং গুহাভিঃ।।
(ঋগ্বেদ, ১০/৭১/১)
য়দেষাং শ্রেষ্ঠং য়দরিপ্রমাসীৎ প্রেনা তদেষাং নিহিতং গুহাভিঃ।।
(ঋগ্বেদ, ১০/৭১/১)
बृहस्पते प्रथमं वाचो अग्रं यत्प्रैरत नामधेयं दधानाः । यदेषां श्रेष्ठं यदरिप्रमासीत्प्रेणा तदेषां निहितं गुहाविः ॥
- পদার্থঃ— (বৃহস্পতে প্রথমং বাচো অগ্রং) বৃহস্পতি পরমাত্মা সর্বপ্রথম বেদবাণীকে প্রেরণা করেন। সৃষ্টির আদিতে সর্বশ্রেষ্ঠ (নামধেয়ং) সুনাম খ্যাতিবান যশস্বী যে মুনি ঋষি ছিলেন, সেই নামধারী ঋষিদের হৃদয় মন্দিরে (প্রৈরৎ) প্রেরণা করে (য়ৎ) যে বেদ জ্ঞানকে (দধানা) ধারণ করবার উপলক্ষে ঋষি মুনি ছিলেন (এষাং) তাহাদের মধ্যে (শ্রেষ্ঠং) যিনি সর্বশ্রেষ্ঠ ছিলেন (য়ৎ) যিনি (রিপ্রম্) বিশেষ ঐশ্বর্যশালী পরিপক্ক জ্ঞানী (আসীৎ) ছিলেন (প্রেনা) তাহাদের হৃদয় মন্দিরেই (নিহিতং গুহাভিঃ) পরমেশ্বর বেদ বাণীকে স্থাপনা করেন।
অর্থাৎ— পরমাত্মা থেকে সৃষ্টির আদিতে সর্বশ্রেষ্ঠ হৃদয় মধ্যে বেদবাণী প্রকাশ করেছিল আর তাদের দ্বারা বেদবাণীর প্রচার হয়।
ঋগ্বেদ মন্ডল ১০ সূক্ত ৭৩ মন্ত্র ১
ReplyDeleteমন্ত্রটি বাংলায় সঠিক অনুবাদ সহ সঠিক ব্যাখ্যা জানতে চাই,,,,🙏