চার যুগ বিন্যাস - ধর্ম্মতত্ত্ব

ধর্ম্মতত্ত্ব

ধর্ম বিষয়ে জ্ঞান, ধর্ম গ্রন্থ কি , হিন্দু মুসলমান সম্প্রদায়, ইসলাম খ্রীষ্ট মত বিষয়ে তত্ত্ব ও সনাতন ধর্ম নিয়ে আলোচনা

धर्म मानव मात्र का एक है, मानवों के धर्म अलग अलग नहीं होते-Theology

সাম্প্রতিক প্রবন্ধ

Post Top Ad

স্বাগতম

11 February, 2018

চার যুগ বিন্যাস

চার যুগ

 সত্যযুগের বয়স ১৭ লক্ষ ২৮ হাজার বৎসর, (বৈশাখ মাসের শুক্ল পক্ষে তৃতীয়া তিথিতে রবিবারে সত্যযুগের উৎপত্তি)। ত্রেতা যুগের বয়স ১২ লক্ষ ৯৬ হাজার বৎসর, (ত্রেতা যুগের শুরু কার্তিক মাসের শুক্ল পক্ষের নবমী তিথিতে সোমবার)। দ্বাপর যুগের বয়স ৮ লক্ষ ৬৪ হাজার বৎসর, (ভাদ্র মসের কৃষ্ণ পক্ষের ত্রয়োদশী তিথিতে বৃহস্পতিবার দ্বাপর যুগের শুরু)। কলি যুগের বয়স ৪ লক্ষ ৩২ হাজার বৎসর (মাঘ মাসের শুক্ল পক্ষের পুর্ণিমা তিথিতে শুক্রবার কলিযুগের শুরু)।

মোট চতুর্যুগের বয়স ৪৩ লক্ষ ২০ হাজার বৎসর(১৭২৮০০০+১২৯৬০০০+৮৬৪০০০+৪৩২০০০)। ৭১ চতুর্যুগে একটি মন্বন্তর বা মনু বলা হয়। যার মোট বয়স (৭১ x ৪৩২০০০০) ৩০ কোটি ৬৭ লক্ষ ২০ ০০০ হাজার বৎসর।
এই ভাবে ১৪ টি মন্বন্তর/মনু আছে-যথা ১.সায়ম্ভব মনু,২.স্বরোচিস মনু,৩.ঔত্ত্বমি মনু,৪.তামস মনু,৫.রৈবত মনু,৬.চাক্ষুষ মনু,৭.বৈবস্বত মনু,৮.সারর্ণি মনু,৯.দক্ষ মনু,১০.ব্রহ্মসাবর্ণি মনু,১১.ধর্মসাবর্ণি মনু,১২.রুদ্রসাবর্ণি মনু,১৩.দেবসাবর্ণি মনু ও ১৪.ইন্দ্র সাবর্ণি মনু
প্রত্যেক মন্বন্তরের পূর্বে একটি সন্ধিকাল থাকে যা এক সত্যযুগের পরিমাণ। অর্থাৎ ১৭ লক্ষ ২৮ হাজার বৎসর। অতএব ১৪ টি মন্বন্তরের মধ্যে হিসাব অনুযায়ী ১৫ টি সন্ধিকাল থাকে,
অর্থাৎ ১৭ লক্ষ ২৮ হাজার x ১৫= ২কোটি ৫৯ লক্ষ ২০ হাজার বৎসর মোট সন্ধিকাল। এই চতুর্যুর্গীয় ১৪ টি মন্বন্তর এবং ১৫ টি সন্ধিকাল একত্রে যোগ করলে মোট ৪৩২ কোটি বৎসর।
যাকে মহা প্রলয় বলে, আবার ১০০০ চতর্যুগ সমান ৪৩২ কোটি বৎসর হয়। আবার ১০ টি চতর্যুগ সমান এক পঞ্চভৌতিক খন্ডপ্রলয় হয়, যার পরিমাণ ৪ কোটি ৩২ লক্ষ বৎসর, এই ভাবে ১০টি খন্ড প্রলয় হলে অর্থাৎঃ
৪৩২০০০০০১০ x ১০= ৪৩২ কোটি বৎসর হয় যা একটি মহাপ্রলয় বা মহা সৃষ্টির পরিমাণ।
বর্তমানে সপ্ত মনু অর্থাৎ বৈবস্বত মন্বন্তর চলছে যার বয়স এখন প্রায় ১২ কোটি ৫ লক্ষ ৩৩ হাজার ৯৮ বৎসরের অধিক। এখন কলিযুগ যার বয়স ৫১১৫ বৎসরের অধিক চলছে।বাকি এখনও ভোগ হবে ৪ লক্ষ ২৭ হাজার বৎসরের কাছাকাছি এবং সপ্তম মনু বৈবস্বত মন্বন্তরের কলির ২৭ চতুর্যুগী শেষ হয়ে ২৮ চতুর্যুগী চলছে। এখনও কলির ৪৩ চতুর্যুগী ৭ মন্বন্তর এবং ৮ টি সন্ধিকাল পূর্ণ হতে বাকি আছে।
অথর্ব ৮/২/২১ঃ-
চার যুগ - সত্যত্রেতাদ্বাপর এবং কলি

No comments:

Post a Comment

ধন্যবাদ

বৈশিষ্ট্যযুক্ত পোস্ট

तैत्तिरीय ब्राह्मणम्

  Conti..... Conti........ Conti..........

Post Top Ad

ধন্যবাদ