অহং বৈশ্বানরো ভূত্বা প্রাণিনাং দেহমাশ্রিতঃ।
প্রাণাপানসমাযুক্তঃ পচাম্যন্নং চতুর্বিধম্।।
অর্থাৎঃ আমিই প্রাণিগণের দেহে বৈশ্বানর অগ্নিরূপে স্থিত হয়ে প্রাণ ও অপান বায়ুর সঙ্গে সংযুক্ত চতুর্বিধ অন্নকে পরিপাক করি।
গীতা ১৫ অধ্যায়ের ১৪ শ্লোক
সাধারনত আমরা ভাত কে অন্ন বলে থাকি।কিন্তু আমরা খাদ্য হিসাবে যা গ্রহন করি তাকে অন্ন বলা হয়।
অন্ন কে চার ভাগে ভাগ করা হয়েছেঃ
১.চব্য(যা আমরা চিবিয়ে চিবিয়ে খাই)
২. চোষ্য (যা আমরা চুষে চুষে খাই)
৩.লেহ্য (যা আমরা জিহ্বা দ্বারা চেটে খাই)
৪. পেয় (যা আমরা পান করি)
No comments:
Post a Comment
ধন্যবাদ