সুরা তাহরীমের প্রথম আয়াতটি হচ্ছে,
হে নবী, আল্লাহ আপনার জন্যে যা হালাল করছেন, আপনি আপনার স্ত্রীদেরকে খুশী করার জন্যে তা নিজের জন্যে হারাম করেছেন কেন? আল্লাহ ক্ষমাশীল, দয়াময়।
আল কোরআন সুরা আত-তাহরীম আয়াত ১
কুরআনের তাফসীর জানার ক্ষেত্রে আল্লামা জালালুদ্দীন সুয়ূতী ও জালালুদ্দীন মহল্লী প্রণীত তাফসীরে জালালাইন ইসলামের ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ তাফসীর গ্রন্থ হিসেবে স্বীকৃত। সুরা তাহরীমের এই আয়াতটি নিয়ে দীর্ঘ আলাপ আলোচনা এবং তর্ক বিতর্কের সূত্র ধরে গুরুত্বপূর্ণ রেফারেন্স হিসেবে কোরআনের প্রখ্যাত তাফসির “তাফসীরে জালালাইন” গ্রন্থ থেকে সরাসরি তুলে দেয়া হলো ওই সুরার তাফসীরের গুরুত্বপূর্ণ অংশ।
আগ্রহী পাঠকগণ পুরো গ্রন্থটি ডাউনলোড করতে পারেনঃ-
- কোরআন শরীফ – গিরিশ চন্দ্র সেন অনুদিত (১ম সংস্করণ) (৪র্থ সংস্করণ)
- বাংলা তাসফির কুর’আনুল কারিম – অনুবাদঃ প্রফেসর ডঃ মুহাম্মদ মুজীবুর রহমান
- আল কুরআনুল কারীম সরল অর্থানুবাদ – আল বায়ান ফাউন্ডেশন
- সহিহ বুখারী শরীফ (১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ ৯ ১০ খণ্ড)
- সহিহ বুখারী তাওহীদ পাবলিকেশন্স ১ ২ ৩ ৪ ৫ ৬ খণ্ড
- সহিহ মুসলিম শরীফ (১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ খণ্ড)
- সহিহ মুসলিম ইসলামিক ফাউন্ডেশন ১ ২ ৩ ৪ ৫ ৬ খণ্ড
- তাফসীরে ইবনে কাসীর- হাফেজ আল্লামা ইমাম্মুদিন ইবনু কাসীর (রহঃ) ১,২,৩ ৪,৫,৬,৭ ৮,৯,১০,১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭ ১৮
- তাফসীরে তাবারী শরীফ ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ ৯ খণ্ড
- তাফসীরে জালালাইন ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ খণ্ড (প্রতি খণ্ডের সাইজ ৪০ মেগাবাইটের কাছাকাছি)
- সীরাতুন নবী (সাঃ) – ইবনে হিশাম প্রথম খণ্ড, দ্বিতীয় খণ্ড, তৃতীয় খণ্ড
- সীরাতে রাসুলুল্লাহ (স.) – ইবনে ইসহাক। অনুবাদ শহীদ আখন্দ প্রকাশক ইসলামিক ফাউন্ডেশন
- আর-রাহীকুল মাখতূম বা মোহরাঙ্কিত জান্নাতী সূধা
- সুনানে আবু দাউদ শরীফ ১ ২ ৩ ৪
- সূনানু নাসাঈ শরীফ ১ ২ ৩ ৪ খণ্ড
- সুনানু ইবনে মাজাহ্ ১ ২ ৩ খণ্ড
- কাসাসুল কুরআন ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ ৯ ১০
উল্লেখ্য, ইসলামের ইতিহাস, কোরআনের তাফসীর, হাদিস গ্রন্থসমূহ সবই প্রখ্যাত মুসলিম স্কলারদের দ্বারাই লিখিত। তাই এগুলো নিরপেক্ষ হবে, এমনটা আশা করা যায় না। এটি বোঝা কষ্টকর নয় যে, মুসলিম স্কলারগণ নবী মুহাম্মদের চরিত্রের কালিমা পরিষ্কারের যথাসাধ্য চেষ্টাই করেছেন। তথাপি এসব গ্রন্থ থেকে যা জানা যায়, সেটুকুও ভয়াবহ।
No comments:
Post a Comment
ধন্যবাদ