প্রশ্ন উপনিষদ - ধর্ম্মতত্ত্ব

ধর্ম্মতত্ত্ব

ধর্ম বিষয়ে জ্ঞান, ধর্ম গ্রন্থ কি , হিন্দু মুসলমান সম্প্রদায়, ইসলাম খ্রীষ্ট মত বিষয়ে তত্ত্ব ও সনাতন ধর্ম নিয়ে আলোচনা

धर्म मानव मात्र का एक है, मानवों के धर्म अलग अलग नहीं होते-Theology

সাম্প্রতিক প্রবন্ধ

Post Top Ad

স্বাগতম

09 August, 2018

প্রশ্ন উপনিষদ

প্রশ্ন উপনিষদ – প্রথম প্রশ্নে – শ্লোক ১-৩
 ওঁ সুকেশা চ ভারদ্বাজঃ শৈব্যশ্চ সত্যকামঃ, সৌর্যাযণী
চ গার্গ্য্‌ কৌসল্যশ্চাশ্বলাযনঃ, ভার্গবো বৈদর্ভিঃ, কবন্ধী
কাত্যায়নঃ তে হৈতে ব্রহ্মপরা ব্রহ্মনিষ্ঠাঃ পরং
ব্রহ্মান্বেষমাণা, এষ হ বৈ তত্সর্বং বক্ষ্যতি ইতি তে হ
সমিত্পাণযো ভগবন্তং পিপ্পলাদমুপসন্নাঃ ||১||
ভরদ্বাজ-নন্দন দুদেশা, শিবিপুত্র সত্যকাম্ম গর্গবংশজাত সৌর্য্যায়ণী, অশ্বলতনয় কৌসল্য, বিদর্ভদেশীয় ভার্গব এবং কত্যপুত্র কবন্ধী, ইহারা সকলেই অপর ব্রহ্মের উপাসনায় তৎপর ও তদুচিত অনুষ্ঠান-নিরত, এবং পর তত্ত্ব জানিতে সমুৎসুক। ইনিই (পিপ্পলাদ) আমাদিগকে সেই সমস্ত বিষয় উপদেশ দিবেন; এইরূপ অবধারণ করিয়া তাঁহার হস্তে যজ্ঞীয় কাষ্ঠ গ্রহণপূর্ব্বক ভগবান্‌ পিপ্পলাদের সমীপে উপস্থিত হইলেন।।১।।
তন্ হ স ঋষিরুবচ ভূয এব তপসা ব্রহ্মচর্যেণ শ্রদ্ধযা
সংবত্সরং সংবত্স্যথ
যথাকামং প্রশ্নান্ পৃচ্ছত যদি বিজ্ঞাস্যামঃ সর্বং হ বো
বক্ষ্যাম ইতি ||২||
পিপ্পলাদ ঋষি তাঁহাদিগকে বলিলেন—তোমরা পুনশ্চ সংবৎসর কাল তপস্যা, ব্রহ্মচর্য্য ও শ্রদ্ধা বা আদরসম্পন্ন হইয়া [গুরুসমীপে] বাস কর; তাহার পর ইচ্ছানুসারে প্রশ্ন জিজ্ঞাসা করিও; আমরা যদি জানি, তাহা হইলে অবশ্যই তোমাদিগকে তাহা বলিব।।২।।
অথ কবন্ধী কত্যাযন উপেত্য পপ্রচ্ছ |
ভগবন্ কুতে হ বা ইমাঃ প্রজাঃ প্রজাযন্ত  ইতি ||৩||
কাত্যায়ন কবন্ধী এক বৎসর পরে উপস্থিত হইয়া [পিপ্পলাদকে] জিজ্ঞাসা করিলেন—ভগবন্‌! এই প্রজাগণ (উৎপত্তিশীল জীবগণ) কোথা হইতে জন্মলাভ করে?।।৩।।

No comments:

Post a Comment

ধন্যবাদ

বৈশিষ্ট্যযুক্ত পোস্ট

মনুস্মৃতি প্রথম অধ্যায়

স্মৃতি শাস্ত্রের মধ্যে মনুস্মৃতিকেই প্রাধান্য দেওয়া হয়েছে। যেমন বৃ্হস্পতিস্মৃতিতে বলা হয়েছে- বেদার্থপ্রতিবদ্ধত্বাত্ প্রাধাণ্যং তু মনো: স্মৃত...

Post Top Ad

ধন্যবাদ