।। শতং তেহ্ যুতং হাযনান্ দ্বে যুগে ত্রীণি চত্বারি কৃণমঃ।
ইন্দ্রাগ্নী বিশ্বে দে বাস্তেনু মন্যন্তামহ্নখীয়মানাঃ।। ২১।।
পদার্থ - হে মনুষ্য! ( তে) তোমাদের জন্য ( শতম্) শত এবং (অযুতম্) দশ সহস্র ( হায়নান্) বর্ষকে[ ক্রম দ্বারা]( দ্বেযুগে) দুই যুগ, (ত্রীণি) তীন যুগ এবং ( চত্বারি) চারযুগ( কৃণম্) অামি করেছি (ইন্দ্রাগ্নী) বিদ্যুৎ বায়ূ, অগ্নি এবং ( তে) এ প্রসিদ্ধ ( বিশ্বেদেবাঃ) সর্ব দিব্য পদার্থ[ সূর্য, চন্দ্র,পৃথিবী,তারাগণ] ( অহ্নখীযমানাঃ) সংকোচ না করে ( অনু মন্যন্তাম্) অনুকূল থাকে।।২১।। ( অথর্ব ৮/২/২১)।।#অষ্টাধ্যায়ীতে ও এর ব্যাখ্যা আছে শততম্ এর অর্থ ( ৩/১০/৬)।। পাণীণি ৭/৩/৩৩।। ৭/২/১০।। ইত্যাদিতে এ প্রত্যেক পদের অর্থ বলা আছে।।
ভাবার্থ - পরমেশ্বর এই সৃষ্টির কাল চক্র মনুষ্যের উপকারের জন্য রচনা করেছেন। বিজ্ঞানী পুরুষ পরমেশ্বেরর অপার মহিমায় নিজের পরাক্রম বৃদ্ধি করিয়া নতুন নতুন আবিষ্কার করে অমর নাম প্রাপ্ত করে।।২১।।
#এই মন্ত্রের উত্তরার্ধ শেষ হয়েছে।। অঃ ১/৩৫/৪।।
এই মন্ত্রের পূর্বাদ্ধে সৃষ্টির সময় ক্রম কলিযুগ,দ্বাপার,ত্রেতা এবং সত্যযুগ এবং বর্ষের অর্থ দেববর্ষ বলে জানা যায়, তাহা এই প্রকার,
সত্য়যুগের বয়স ১৭ লক্ষ ২৮ হাজার বৎসর, (বৈশাখ মাসের শুক্ল পক্ষে তৃতীয়া তিথিতে রবিবারে সত্যযুগের উৎপত্তি)। ত্রেতা যুগের বয়স ১২ লক্ষ ৯৬ হাজার বৎসর, (ত্রেতা যুগের শুরু কার্তিক মাসের শুক্ল পক্ষের নবমী তিথিতে সোমবার)। দ্বাপর যুগের বয়স ৮ লক্ষ ৬৪ হাজার বৎসর, (ভাদ্র মসের কৃষ্ণ পক্ষের ত্রয়োদশী তিথিতে বৃহস্পতিবার দ্বাপর যুগের শুরু)। কলি যুগের বয়স ৪ লক্ষ ৩২ হাজার বৎসর (মাঘ মাসের শুক্ল পক্ষের পুর্ণিমা তিথিতে শুক্রবার কলিযুগের শুরু)।
মোট চতুর্যুগের বয়স ৪৩ লক্ষ ২০ হাজার বৎসর(১৭২৮০০০+১২৯৬০০০+৮৬৪০০০+৪৩২০০০)। ৭১ চতুর্যুগে একটি মন্বন্তর বা মনু বলা হয়। যার মোট বয়স (৭১ x ৪৩২০০০০) ৩০ কোটি ৬৭ লক্ষ ২০ ০০০ হাজার বৎসর।
এই ভাবে ১৪ টি মন্বন্তর/মনু আছে-যথা ১.সায়ম্ভব মনু ২.স্বরোচিস মনু ৩.ঔত্ত্বমি মনু ৪.তামস মনু ৫.রৈবত মনু ৬.চাক্ষুষ মনু ৭.বৈবস্বত মনু ৮.সারর্ণি মনু ৯.ব্রহ্মসাবর্ণি মনু ১০.ধর্মাসাবর্ণি মনু ১১.ধর্মসাবর্ণি মনু ১২.রুদ্রসাবর্ণি মনু ১৩.দেবসাবর্ণি মনু ১৪.ইন্দ্র সাবর্ণি মনু।
প্রত্যেক মন্বন্তরের পূর্বে একটি সন্ধিকাল থাকে যা এক সত্যযুগের পরিমাণ। অর্থাৎ ১৭ লক্ষ ২৮ হাজার বৎসর। অতএব ১৪ টি মন্বন্তরের মধ্যে হিসাব অনুযায়ী ১৫ টি সন্ধিকাল থাকে,
অর্থাৎ ১৭ লক্ষ ২৮ হাজার x ১৫= ২কোটি ৫৯ লক্ষ ২০ হাজার বৎসর মোট সন্ধিকাল। এই চতুর্যুর্গীয় ১৪ টি মন্বন্তর এবং ১৫ টি সন্ধিকাল একত্রে যোগ করলে মোট ৪৩২ কোটি বৎসর।
যাকে মহা প্রলয় বলে, আবার ১০০০ চতর্যুগ সমান ৪৩২ কোটি বৎসর হয়। আবার ১০ টি চতর্যুগ সমান এক পঞ্চভৌতিক খন্ডপ্রলয় হয়, যার পরিমাণ ৪ কোটি ৩২ লক্ষ বৎসর, এই ভাবে ১০টি খন্ড প্রলয় হলে অর্থাৎঃ
৪৩২০০০০০১০ x ১০= ৪৩২ কোটি বৎসর হয় যা একটি মহাপ্রলয় বা মহা সৃষ্টির পরিমাণ।
বর্তমানে সপ্ত মনু অর্থাৎ বৈবস্বত মন্বন্তর চলছে যার বয়স এখন প্রায় ১২ কোটি ৫ লক্ষ ৩৩ হাজার ৯৮ বৎসরের অধিক। এখন কলিযুগ যার বয়স ৫১১৫ বৎসরের অধিক চলছে।বাকি এখনও ভোগ হবে ৪ লক্ষ ২৭ হাজার বৎসরের কাছাকাছি এবং সপ্তম মনু বৈবস্বত মন্বন্তরের কলির ২৭ চতুর্যুগী শেষ হয়ে ২৮ চতুর্যুগী চলছে। এখনও কলির ৪৩ চতুর্যুগী ৭ মন্বন্তর এবং ৮ টি সন্ধিকাল পূর্ণ হতে বাকি আছে।
এই হলো ভারতীয় আর্য ঋষির উদঘোষিত বৈদিক সৃষ্টি বিজ্ঞান।
এভাবে চার যুগের সন্ধি যুগ, যোগ যুগ এবং দেব বর্ষ, সৌর বর্ষের হিসাব রাখা হয়েছে। একক-১
দশ-১০
শত-১০০
সহস্র-১,০০০
দশ সহস্র-১০,০০০
লক্ষ-১০০,০০০
নিযুত-১০০০০০০
কোটি-১০০০০০০০
অর্বুদ-১০০০০০০০০
বৃন্দ-১০০০০০০০০০
খর্ব-১০০০০০০০০০০
নিখর্ব-১০০০০০০০০০০০
শংখ-১০০০০০০০০০০০০
পদ্ম-১০০০০০০০০০০০০০
সাগর-১০০০০০০০০০০০০০০
অন্ত্য-১০০০০০০০০০০০০০০০
মধ্য-১০০০০০০০০০০০০০০০০
পরার্দ্ধ-১০০০০০০০০০০০০০০০০০
এই ভাবে সূর্য্য সিদ্ধান্তাদি শাস্ত্রানু গননা করা হয়।
তথ্যসূত্রঃ
- মনু সংহিতা, অধ্যায় প্রথম, শ্লোক ৬৭
- ↑ মনু সংহিতা, অধ্যায় প্রথম, শ্লোক ৬৯
- ↑ মনু সংহিতা, অধ্যায় প্রথম, শ্লোক ৭০
- ↑ মনু সংহিতা, অধ্যায় প্রথম, শ্লোক ৮৩
- মনু সংহিতা, অধ্যায় প্রথম, শ্লোক ৮৬
বৈদিক গননাঃ
১ যোজন =৯মাইল ১৬০গজ
১ দিনে ১ রাত্রে ৮১০০০০ আধনিমেষ
১ সেকেন্ড= ৯.৪১ অধ নিমেষ
২২০২ x ৯.১১=২০০৬০.২২ মাইল
২০০৬০.২২ x ৯.৪১ = ১৮৮৭৬৬.৬৭ মাইল
*২ পরমানুতে ১ অনু
৩ অনু =১ ত্রসরেণু
৩ ত্রসরেণু =১ ত্রুটি
১০০ ত্রুটি=১ বেধ
৩ বেধে ১ লব
৩ লবে ১ নিমেষ
৩ নিমেষে ১ ক্ষন
৫ ক্ষনে ১ কাষ্ঠা
১৫ কাষ্ঠায় ১ লঘু
১৫ লঘুতে ১ নাড়িকা
২ নাড়িকায় ১ মুহূর্ত
৩০ মুহূর্তে ১ দিন রাত
৭ দিন রাতে ১ সপ্তাহ
২ সপ্তাহে ১ পক্ষ
২ পক্ষে ১ মাস
২ মাসে ১ ঋতু
৩ ঋতুতে ১ অয়ন
2 অয়নে ১ বর্ষ
#এই ২১ নং মন্ত্রের সোজা হিসাব এরকম।।
অর্থাৎ শত অযুত বর্ষের অাগে দুই, তীন এবং চার সংখ্যা লিখিলে বর্তমান যুগের মান বের হয়ে যাবে। অযুত দশ সহস্রে হয়ে থাকে এবং শত দশ সহস্রের অভিপ্রায় দশ লাখ হয়।। দশ লাখের সাত বিন্দু লিখে তাহার আগে ২.৩.৪ লিখে এই রাশি হয়ে যাবে। ৪.৩২.০০.০০.০০০।।(অথর্ব ৮/২/২১)
ইহাই ব্রহ্মদিন অর্থাৎ জগতের আয়ূ।।
তা ছাড়া ( অথর্ব ১০-৮.৯) এ প্রতিটি গ্যালাক্সির বয়স।। এক সহস্র দেব বর্ষ বলে স্বীকার করছে।।
No comments:
Post a Comment
ধন্যবাদ