বৈশেষিক ৩/২/৪ সূত্র অনুসারে যখন আত্মা মরণশীল শরীরে থাকে তখন আত্মার বিস্তারিত বৈশিষ্ট গুলি হল -


আত্মা এবং ঈশ্বর উভয়ই চেতন এবং পবিত্র । উভয়ই অমর , অজাত এবং অনমনীয় । কিন্তু মহা বিশ্বের সৃষ্টি কর্তা , মহাবিশ্বের ব্যবস্থাপক , মহাবিশ্বের ধ্বংসকারী , অসীম জ্ঞান , অসীম শক্তি , অসীম সুখ ইত্যাদি মত অতিরিক্ত বৈশিষ্ট ঈশ্বরের আছে ।
No comments:
Post a Comment
ধন্যবাদ