"জাত্যন্তরপরিণামঃ প্রকৃত্যাপূরাৎ"
সূত্রার্থ : শরীরের এবং ইন্দ্রিয়ের অবস্থান্তর পরিনাম , শরীর এবং ইন্দ্রিয়ের উপাদান কারণ শরীর এবং ইন্দ্রিয়তে প্রবিষ্ট হওয়ায় ঘটে ।
ব্যাখ্যা : এই সূত্রে শরীর এবং ইন্দ্রিয়ের পরিবর্তন হওয়ার কারণ কি , সেই বিষয়ে বর্ণনা করা হয়েছে ।
শরীর এবং ইন্দ্রিয়ের উপাদান কারণ হল পৃথিবী ইত্যাদি ৫ টি মহাভূত । শরীরের তিনটি দোষ রয়েছে - "বায়ু" "পিত্ত" এবং "কফ"। শরীরে সাতটি ধাতু রয়েছে - "রস" , "রক্ত" , "মাংস" , "মেদ" , "অস্থি" , "মজ্জা" এবং "বীর্য" । এগুলো ছাড়াও আরো একটি ধাতুর কল্পনা করা হয় যাকে "ওজ" বলে ।
এগুলিতে দোষ উৎপন্ন হলে ধর্মাচরণ , যোগাভ্যাস , ঔষধ সেবন , ব্রহ্মচর্য পালন ইত্যাদির দ্বারা দূর করা হয় । এর ফলে শরীরে উত্তম পদার্থের সমাবেশ হয় , যার ফলে শরীর অত্যাধিক পরিবর্তন হয়ে যায় । যেমন - স্পষ্ট দেখা-শুনা ইত্যাদির সামর্থ্য বেড়ে যায় ।
No comments:
Post a Comment
ধন্যবাদ