মাসের নামের উৎপত্তি - ধর্ম্মতত্ত্ব

ধর্ম্মতত্ত্ব

ধর্ম বিষয়ে জ্ঞান, ধর্ম গ্রন্থ কি , হিন্দু মুসলমান সম্প্রদায়, ইসলাম খ্রীষ্ট মত বিষয়ে তত্ত্ব ও সনাতন ধর্ম নিয়ে আলোচনা

धर्म मानव मात्र का एक है, मानवों के धर्म अलग अलग नहीं होते-Theology

সাম্প্রতিক প্রবন্ধ

Post Top Ad

স্বাগতম

05 January, 2019

মাসের নামের উৎপত্তি

 মূলত প্রতিটা মাসের নামকরণই হয়েছে কোনও না কোনও নক্ষত্র থেকে৷ বিশাখা নক্ষত্রের নামানুসারে প্রথম মাসের নাম হয়েছে বৈশাখ ৷

চাঁদের ২৭টি নক্ষত্র, সেই একেকটি নক্ষত্রের নাম অনুযায়ী নামকরণ করা হয়েছে বাংলা মাসের৷ জেষ্ঠা নক্ষত্রের নাম থেকে দ্বিতীয় মাসের নাম হয়েছে জৈষ্ঠ৷ তৃতীয় মাসে চলে অষধা নক্ষত্রের সময়কাল৷ তাই এই মাসের নাম আষাঢ়৷

চাঁদের একবার পৃথিবীকে প্রদক্ষিণ করতে ২৮ দিন সময় লাগে ৷ এই সময়কালে চাঁদ বিভিন্ন নক্ষত্রের কক্ষপথে অবস্থান করে ৷ শ্রাবণ মাসের নাম হয়েছে শ্রবণা নক্ষত্রের নাম থেকে ৷ শ্রাবণ মাসের পর চাঁদ ভদ্রা নক্ষত্রে অবস্থান করে৷ তাই পঞ্চম মাসের নাম হয়েছে ভদ্রা৷

শরৎকালে চাঁদ অশ্বিনী নক্ষত্রের কক্ষপথে অবস্থান করায় এই মাসের নাম হয়েছে আশ্বিন ৷ হেমন্তকালে চাঁদ কৃত্তিকা নক্ষত্রে অবস্থান করে৷ তাই এই মাসের নাম কার্তিক ৷ মৃগশিরা নক্ষত্রের অপর নাম অগ্রহায়ণী৷ একদিকে চাঁদ এই সময় মৃগশিরায় অবস্থান করে বলে এই মাসের নাম অগ্রহায়ণ৷ অন্যদিকে এই সময় ধান পাকার সুবাস বা আঘ্রাণে আকাশ বাতাস ম ম করে বলেও এই মাসকে আদর করে অঘ্রাণ বলে ডাকা হয়৷

পৌষ মাস মানেই পৌষ পার্বণের সময়৷ এই সময় চাঁদ পুষ্যা নক্ষত্রে অবস্থান করায় এই মাসের নাম হয়েছে পৌষ ৷ দশম মাসে চাঁদ অবস্থান করে মঘা নক্ষত্রে তা থেকে হয় মাঘ মাস ৷ 

ফাল্গুন মানেই পলাশের রঙে, বসন্তের হাওয়ায় মন ভাল করা এক সময়৷ চাঁদ এই সময় ফাল্গুনি নক্ষত্রে অবস্থান করায় এই মাসের নাম হয়েছে ফাল্গুন৷ সবশেষে চাঁদ অবস্থান করে চিত্রা নক্ষত্রে তাই এই মাসের নাম চিত্রা বা চৈত্র ৷

মাসের নামের উৎপত্তি

এইভাবে

বাংলা বছরের ১২টি মাসের নামের উৎপত্তি প্রাচীন জ্যোতির্বিদ্যা থেকে। ১২টি মাসের নাম এসেছে ১২টি নক্ষত্রের নাম থেকে।

● বৈশাখ - বিশাখা

● জ্যৈষ্ঠ - জ্যেষ্ঠা

● আষাঢ় - উত্তর ও পূর্ব আষাঢ়া

● শ্রাবণ - শ্রবণা

● ভাদ্র -উত্তর ও পূর্ব ভাদ্রপদ

● আশ্বিন - অশ্বিনী

● কার্তিক - কৃত্তিকা

● অগ্রহায়ণ (মার্গশীর্ষ) - মৃগশিরা

● পৌষ - পুষ্যা

● মাঘ - মঘা

● ফাল্গুন - উত্তর ও পূর্ব ফাল্গুনী

● চৈত্র - চিত্রা

No comments:

Post a Comment

ধন্যবাদ

বৈশিষ্ট্যযুক্ত পোস্ট

অথর্ববেদ ২/১৩/৪

  ह्यश्मा॑न॒मा ति॒ष्ठाश्मा॑ भवतु ते त॒नूः। कृ॒ण्वन्तु॒ विश्वे॑ दे॒वा आयु॑ष्टे श॒रदः॑ श॒तम् ॥ ত্রহ্যশ্মানমা তিষ্ঠাশ্মা ভবতুতে তনূঃ। কৃণ্বন্তু...

Post Top Ad

ধন্যবাদ