®️।।গায়ত্রী মন্ত্রের বৈজ্ঞানিক ব্যাখ্যা।।®️
✅সৃষ্টির প্রথম ঋচা ছিল গায়ত্রী মন্ত্র। গায়ত্রী মন্ত্রের পূর্বে সৃষ্টিতে অন্য কোন মন্ত্র ছিল না। গায়ত্রী মন্ত্রের সৃষ্টির সাথে সাথেই অন্য সকল ঋচা সৃষ্টি হতে আরম্ভ করে। তাই গায়ত্রী মন্ত্র সকল মন্ত্রের মাতা স্বরূপ।।
✅পদার্থঃ- (ভূঃ) ভূ নামক ছন্দ রশ্মি কিংবা অপ্রকাশিত কনা বা লোক, (ভূবঃ) ভূব নামক রশ্মি কিংবা আকাশ তত্ব,(স্বঃ) সুবঃ নামক রশ্মি কিংবা প্রকাশিত কনা ফোটন বা সূর্যাদি তারা আদিতে যুক্ত। ( তত্) সেই অগোচর বা দূরস্থ সবিতা অর্থাৎ মন, ওম্ রশ্মি, সকল ছন্দ রশ্মি,বিদ্যুৎ সূর্যাদি পদার্থকে ( বরেন্যম্ ভর্গঃ দেবস্য) সর্বত আচ্ছাদিতকারী ব্যাপক [ ভর্গঃ= অগ্নির্বৈ ভর্গঃ ( শতপথ ১২/৩/৪/৮) আদিত্য বৈ ভর্গঃ(জৈউ ৪/১২/২/২) বীর্য বৈ ভর্গহ্এষ বিষ্ণুর্যজ্ঞঃ (শতপথ ৫/৪/৫/১) অযং বৈ পৃথিবী লোক ভর্গঃ ( শতপথ ১২/৩/৪/৭)] আগ্নেয় তেজ, যাহা সম্পূর্ণ পদার্থকে ব্যাপ্ত করে সংযোজক বা সম্পীডক বল দ্বারা যুক্ত হয়ে প্রকাশিত বা অপ্রকাশিত লোকের নির্মান হেতু প্রেরিত করতে সমর্থিত হয়, (ধীমহি) প্রাপ্ত হয় অর্থাৎ এই সম্পূর্ন পদার্থ সেই আগ্নেয় তেজ, বল আদিকে ব্যাপক রূপে ধারন করে।( ধিযঃ যঃ নঃ প্রচোদয়াত্) যখন সেই উপযুক্ত আগ্নেয় তেজ সেই পদার্থকে ব্যাপ্ত করে নেয়,তখন বিশ্বামিত্র ঋষি সংজ্ঞক মন ও ওম্ রশ্মি রূপ পদার্থ [ধীঃ= কর্মনাম (নির্ঘন্টুঃ২/১) প্রজ্ঞানাম ( নির্ঘন্টুঃ ৩/৯), বাগ্ বৈ ধীঃ(ঐ আ ১/১/৪)] নানা প্রকার বাগ্ রশ্মির বিবিধ দিপ্তি ও ক্রিয়া দ্বারা যুক্ত করেেই উত্তম প্রকারে প্রেরিত ও নিয়ন্ত্রিত করতে থাকে।
✅ভাবার্থঃ- মন এবং ওম্ রশ্মি ব্যাহৃতি রশ্মিসকল দ্বারা যুক্ত হয়ে ক্রমশঃ সকল মরুদ্ ছন্দ অাদি রশ্মির অনুকূলতা দ্বারা সক্রিয় করে সকল কনা এবং অাকাশ তত্বকে উচিত বল ও নিয়ন্ত্রনে যুক্ত করে। ইহা দ্বারা সকল লোক তথা অন্তরিক্ষে বিদ্যমান পদার্থ নিয়ন্ত্রিত ঊর্জা দ্বারা যুক্ত হয়ে নিজের ক্রিয়াকে সমুচিত রূপে সম্পাদিত করতে সমর্থ হয়। ইহা দ্বারা বিদ্যুৎ বল ও সম্যক নিয়ন্ত্রিত রহে।
✅সৃষ্টিতে গায়ত্রী ঋচার প্রভাবঃ-
এই ঋচার উৎপত্তির পূর্বে বিশ্বামিত্র ঋষি অর্থাৎ ওম্ রশ্মি,ছন্দ রশ্মি বিশেষ সক্রিয় হয়ে থাকে। ইহার ছন্দ দৈবী বৃহতি+ নিচৃৎ গায়ত্রী হওয়াতে ইহার ছন্দ প্রভাব দ্বারা বিভিন্ন প্রকাশিত কনা বা রশ্মি আদি পদার্থ তীক্ষণ তেজ বা বল প্রাপ্ত করে সম্পীডত হতে থাকে। ইহার দৈবত প্রভাবে মনস্তত্ব এবং ওম, ছন্দ রশ্মি রূপ সূক্ষতম পদার্থতে নিয়ে বিভিন্ন প্রাণ, মরুদ্ ছন্দ রশ্মি,বিদ্যুতের সাথে সকল দৃশ্য কনা প্রভাবিত ও সক্রিয় হয়ে ওঠে। এই প্রক্রিয়ায় ভূঃ,ভূবঃ এবং সুবঃ নামক সূক্ষ ছন্দ রশ্মিয়া ' ওম্ ছন্দ রশ্মির দ্বারা বিশেষ সংগত বা প্রেরিত হয়ে কনা বা কনাবঢ,আকাশ তত্ব পর্যন্ত প্রভাবিত করে। ইহা হতে এই সকল কিছুতে বল এবং ঊর্জা বৃদ্ধি হয়ে সকল পদার্থ বিশেষ সক্রিয়তাকে প্রাপ্ত হয়। এই সময় ঘটমান সকল ক্রিয়াতে যে ছন্দ রশ্মি নিজে নিজের ভূমিকা নিভায়, এ সব বিশেষ উত্তেজিত হয়ে নানা কর্মকে সমৃদ্ধ করে থাকে। বিভিন্ন লোক যেমন তারা আদি প্রকাশিত লোক অথবা পৃথিবী অাদি অপ্রকাশিত লোক, সকল কিছুর রচনার সময় এই ছন্দ রশ্মি নিজের ভূমিকা নিভায়। ইহার প্রভাবে সম্পূর্ন পদার্থে বিদ্যুৎ এবং ঊষ্মার বৃদ্ধি হতে থাকে পরন্তু এই স্থিতিতে ও এই ছন্দ রশ্মি বিভিন্ন কণা বা পরামানুকে সক্রিয়তা প্রদান করে ও অনুকূলতা দ্বারা নিয়ন্ত্রনে থাকতে সাহায্য করে।।।
বেদের মধ্যে পূর্ণ ইউনির্ভাসের সৃষ্টি বিদ্যা শব্দ জালের আড়ালে গুপ্ত অবস্থায় ছিল। যে বিদ্যা মহাভারত যুগের পরে আর কেহ অনুধাবন করতে পারেন নাই। কিন্তু আচার্য অগ্নিব্রত ন্যাষ্ঠিক ও স্বামী দয়ানন্দ সরস্বতীর কৃপায় বেদার্থ সম্ভব হয়েছে এবং কুভাষ্য এবং অপভাষ্যের ও প্রতিবাদ করা গেছে।
সমগ্র সৃষ্টির মধ্যে ৯ প্রকারের বিশেষ ফোর্স কাজ করছে। যেমনঃ ইন্দ্রাবরুণঃ। মিত্রাবরুণঃ। ইন্দ্রাগ্নিঃ। সোমিন্দ্রা সোমাঃ। ইন্দ্রা পূষণঃ। ইন্দ্রা বায়ূ ইত্যাদি।
নয় প্রকারের বল সৃষ্টির মাধ্যে কাজ করছে বলে সমগ্র বিশ্বব্রহ্মন্ড টিকে আছে নতুবা সৃষ্টির প্রকাশ থাকত না।
বৈদিক ১০ রশ্মির প্রভাবে অাকর্ষণ ও বিকর্ষণ বল সৃষ্টি হয়।
ওম্ রশ্মি। মাস রশ্মি। ঋতু রশ্মি। পংক্তি রশ্মি। ত্রিষ্টুভ ছন্দ রশ্মি আদি দশ রশ্মি দিয়ে গ্রোবিটনের নির্মান হয়ে থাকে।
আমাদের বেদ বলে তিন স্থানে বিদ্যুৎ আবেশ কার্য করে থাকে। ১) পৃথিবী। ২) আকাশ। ৩) সূর্য তারা আদিতে।
বেদ অনুসারে আকাশে ও বিদ্যুৎ আবেশ সদা কাজ করছে।বৈদিক বায়ূতত্ব দুই ভাগে বিভক্ত।
বায়ু দশ রকম বা বায়ুর দশটি গুন্ - প্রাণ, অপান, সমান, উদান, ব্যান। এছাড়া আছে, নাগ, কূর্ম, কৃকর (অর্থাৎ কয়ার পাখি) দেবদত্ত্ব ও ধনঞ্জয় । এই মোট দশটি বায়ুর গুন্। প্রাণবায়ু আমাদের হৃদয়ে অবস্থিত। অপান আমাদের গুহ্যদেশে। নাভিদেশে আছে সমান, কন্ঠে উদানবায়ু, এবং সর্বশরীরে ছড়িয়ে আছে ব্যানবায়ু। এই পাঁচটি বায়ু প্রধান। নাগ, কূর্ম, কৃকর, দেবদত্ত্ব ও ধনঞ্জয় - এগুলো আমাদের নাড়ীতে অবস্থান করে। অর্থাৎ আমাদের শরীরে যে হাজার হাজার নাড়ী আছে, তার মধ্যে অবস্থান করে। তবে প্রধানত পাঁচটি নাড়ী অর্থাৎ ইড়া, পিঙ্গলা, সুষুম্না, বজ্রাক্ষ্যা ও চিত্রাণি এই পাঁচটি নাড়ীতে অবস্থান করে। মৃত্যুকালে আমাদের শ্বাস-প্রশ্বাস বন্ধ হয়ে গেলেও, এই বায়ুর ধারাবাহিকতা শেষ হতে সময় নেয়। তাই দেখবেন, ডাক্তাররা, অন্তত ৪ ঘন্টা সময় নেয়, দেহকে প্রাণহীন বলতে।
১. দিব্য বায়ূ তত্ব। ২. সাধারণ পার্থিব্য বায়ূ তত্ব।
আমাদের আলোচনার বিষয় দিব্যবায়ূ তত্ব।
দিব্যবায়ূর সংজ্ঞাঃ পশ্যন্তি ওম্ রশ্মি, মহতত্ব,অহঙ্কার তত্ব,মস্তত্ব ও ছোট ছোট বাক্ রশ্মি দ্বারা গঠিত সত্বাকে দিব্য বায়ূ বলে। দিব্য বায়ূর কোন মাচ নাই, ঘনন্ত নাই। দিব্য বায়ূ রজোগুণযুক্ত হয়। রজ,গুণযুক্ত বিধাষ বায়ূ সর্বদা গতিযুক্ত সত্বা। গতির নাম ই বায়ূ। বেদে বহু মন্ত্র সূক্তের দেবতা এই দিব্য বায়ূ।
দিব্য বায়ূ সম্পর্কে ব্রাহ্মণ গ্রন্থের ঋষিদের ব্যাখ্যান অন্যতম।
।।অয়ম্ বায়ূ অন্তরিক্ষস্য পৃষ্ঠম্।। ( জৈমিনি ব্রাহ্মণ ৩/২৫২)। এই বায়ূই অন্তরিক্ষের পৃষ্ঠ স্বরূপ। অন্তরিক্ষই দিব্য বায়ূর পৃষ্ঠ বলে জানিও।
।।অয়ম বৈ বায়ূর বিশ্বকর্মা যুযম্ পাত ইতম্ সর্বম্ করোতি।। ( শতপথ ব্রাহ্মণ ৮/৬/১/১৭)।
দিব্য বায়ূই ই বিশ্বকর্মা। দিব্য বায়ূর দ্বারাই সকল সৃষ্টির নির্মান হয়। সৃষ্টির প্রতিটি কনা দিব্য বায়ূ জাত। তাই দিব্যবায়ূ বিশ্বকর্মা বলে খ্যাত। বিশ্বকর্মা অার কিছু নয় তাহা বায়ূই।
।। ন খলু বৈ কিঞ্চন বায়ূণা নাভিগতমস্তি।। ( মৈত্রানী সংহিতা ২/২/৭)
সৃষ্টির মূল শক্তি বায়ূ। বায়ূ সৃষ্টির নাভি। নাভি যেমন সকল শক্তির মূল স্থান তদ্রুপ বায়ূ ফোর্সের নাভি স্বরূপ। বৈদিক বল ১১ প্রকারের হয়ে থাকে। সর্বপ্রকারের বল বায়ূ জাত বলে জানিও।
।। যদিদম্ সর্বময়ুতে তস্মাৎ বায়ূঃ।( জৈমিনী ব্রাহ্মণ ২/৫৬)
বায়ূ তত্ব সর্বত্র গতিশীল। সকল পদার্থকে বায়ূই গতি প্রদান করে থাকে।
।। বায়ূরস্যি অন্তরিক্ষে শ্রিতা দিবঃ প্রতিষ্ঠা। (তৈত্তিরীয় ব্রাহ্মণ ৩/১১/১/৯)।।
বায়ূ তত্ব আকাশ দ্বারা গঠিত। বায়ূই আকাশের বেজ।
।। বায়ূর বৈ তূর্নি হব্যবাট বায়ূর হৃদম সর্বম্ সদ্যস্ততরতি যদিদম্ কিঞ্চৎ।। (ঐ তরেয় ২/৩৪)।।
বায়ূ তত্বই সকল কিছুকে নির্মান করে তাহার ধারণ করে থাকে এবং সেই ধারণকৃত বস্তুতে গতিসঞ্চার করে থাকে। জল দ্বারা যেমন বরফ উৎপন্ন হয়ে জল বরফকেই ধারন করে রাখে এবং গতি ও প্রদান করে।
।। বায়ূর হি প্রাণঃ।। (ঐতরেয় ২/২৬)
বায়ূই প্রাণ রশ্মি। দশপ্রাণ বায়ূই। প্রান,অপান,উদান,সামান,ব্যান,নাগ,কূর্ম,কৃকল,দেবদত্ত,ধনঞ্জয় বায়ূ এই দশ প্রান। উক্ত বিভাজিত প্রাণরশ্মি তথা বায়ূ সকল সৃষ্টির নির্মান করে তাহার পালন পোষন ও ধারন করে থাকে। সূর্য, চন্দ্র, নক্ষত্র, গ্যালাক্সি, অগ্নি ইত্যাদি পদার্থ বায়ূর কন্ডেন্স রূপ। বায়ূই উহার সৃষ্টি করে এবং ধারন করে এবং গতি ও প্রদান করে।
।। প্রাণঃ হি বায়ূঃ।। (তান্ড্য মহাব্রাহ্মণ ৪/৬/৮)।।
প্রাণ ই বায়ূ।
।। প্রাণ উ বৈ বায়ূঃ।। ( শতপথ ৮/৪/১/৮)।।
প্রাণ রশ্মিই বায়ূ।
।। বাক্ বৈ বায়ূঃ।। (তান্ড্য মহাব্রাহ্মণ ১৮/৮/৭)।।
বাক্ রশ্মি ই বায়ূ।
দিব্য বায়ূ অহঙ্কার, মন অাদির রূপ। ছোট বড় বেদ ঋচার দ্বারা বাক্ রশ্মি গঠিত হয়। ঋচাই ঋচার সৃজন করে। মনস্তত্ব অাদি বায়ূরূপি ঋচা উক্ত ঋচার মাঝে বেদের বহু ছোট বড় ছন্দরশ্মিযুক্ত ঋচার নির্মান হয়ে থাকে। ঋচার সৃষ্টির সাথে সাথে সৃষ্টি তত্বে নতুন নতুন পদার্থের নির্মান হতে থাকে। বাক্ রশ্মিই পরা ওম্ রশ্মি বলে জানিও। প্রাণ রশ্মিই পরা ওম্ রশ্মি। উহা অভিন্ন।
।। বায়ূঃ বৈ নিকায় ছন্দশ্চ।। (শতপথ ব্রাহ্মণ ৮/৫/২/৫)।।
বেদ ঋচা অাদি ছন্দসমুহই বায়ূ। বেদ ঋচাই বিশ্বা নির্মানকর্তা বিশ্বকর্মা।
।। বায়ূর বৈ রেতসাম।। (শতপথ ব্রাহ্মণ ১৩/৩/৮/১)।।
বায়ূর স্বভাবই নির্মান করা। সৃষ্টির প্রকিটি কনার সংমিশণ বায়ূ দ্বারা হয়। বায়ূই বলস্বরূপ। বায়ূ ১১ প্রকার বলের নির্মান করে। সকল বলের তথা ফোর্সোর মূল বায়ূ।
।। ত্রিষ্টুভ হি বায়ূ।। ( শতপথ ব্রাহ্মণ ৮/৭/৩/১২)।।
ত্রিষ্টুভ ছন্দরশ্মই বায়ূ। বেদ ঋচা যাহা ত্রিষ্টুভ ছন্দযুক্ত তাহা বায়ূর রূপ। অাকাশে ত্রিষ্টুভ ছন্দরশ্মি ই বেশী। বলবান ছন্দযুক্ত প্রাণরশ্মি ই ত্রিষ্টুভ।
সৃষ্টি নির্মানে বায়ূর ভূমিকা। সূক্ষ, সূক্ষ প্রাণ এবং ছন্দরশ্মিই বায়ূ। উক্ত ছন্দঅাদি রশ্মির কন্ডেন্সরূপই বায়ূ। বায়ূর আরেক নাম অনিরুক্ত। বায়ূ সৃষ্টিতে অব্যক্তরূপে কাজ করে থাকে। সৃষ্টির প্রত্যেক বলের পিছরে এই বায়ূ। বিভিন্ন পদার্থকে জোড়ানোর ক্জ বায়ূ দ্বারাই সম্পন্ন হয়।সকল সৃষ্টির অাধার বায়ূ। ফান্ডামেন্টাল যাবতীয় ফোার্স বায়ূজাত।
ফিল্ড গঠনঃ বায়ূ কন্ডেন্স হয়ে সৃষ্টিতে প্রথম ফিল্ডস্ গঠন করে। বায়ূ রজোগুণ যুক্ত বলে উহাক্রিয়াশীল থাকে। অপর বস্তকে ক্রিয়াযুক্ত করে। ধারণ করে। বায়ূর কোন মাচ নাই। কিন্তু বায়ূ কন্ডেন্স হলে মাচ গঠিত হয়।
বিভিন্ন কন্টাজ,পার্টিকেল,ইলিমেন্টারি পার্টিকেল প্রভৃতি বায়ূ কন্ডেন্সরূপ। এসবের মাঝে যে শক্তি বা বল তাহা বায়ূর বলে জানিও। জল হতে বরফ জাত। আবার জলই বরফকে ধারণ করে থাকে এবং গতিও প্রদান করে। তদ্রুপ বায়ূ সব ফিলস অাদি গঠন করে ধারণ করে তাহাকে গতিযুক্ত করে।
নিরুক্ত ১০/১।। যাস্করাচার্যের মতে বায়ূ গতি প্রদান কারী ও ধারণকারী।
বায়ূ না থাকলো সূর্য উদয় হত না। সূর্য হতে রশ্মি বা কিরণ পৃথিবীতে অাসত না। ফোটন নির্মান হত না, পৃথিবী ঘুরত না,অাকর্ষণ বিকর্ষন ইত্যাদি হত না। গ্যালাক্সি আদি গঠিত হত না। অগ্নি,বিদ্যুৎ বল কিছুই হত না। এককথায় সৃষ্টি থাকত না। বায়ূই ধারণকারী,নির্মানকারী ও বলপ্রদানকারী। তাই বায়ূই বিশ্বকর্মা।
সৃষ্টির প্রাথমিক অবস্থা
পদার্থঃ (ইদং) এই সব জগৎ প্রলয় কালে (সর্বতঃ) সর্ব দিকে (তমোভূতম্) অন্ধকারময় (অপ্রজ্ঞাতম্) অপ্রত্যক্ষ (অলক্ষণং) লক্ষণ রহিত (অপ্রতর্ক্য) তর্ক রহিত (অবিজ্ঞেয়ং) বিশেষ জ্ঞানের অযোগ্য (প্রসুপ্তম্) সুপ্ত অবস্থার (ইব) সমান ( আসীত্) ছিল।।৫।।অfসীদিদং তমোভূতমপ্রজ্ঞাতমলক্ষণম্।অপ্রতর্কর্যমবিজ্ঞেয়ং প্রসুপ্তমিব সর্বতঃ।। মনুস্মৃতি১/৫
ভাবার্থঃ এই জগৎ প্রলয়কালে অন্ধকার হওয়ার কারনে লক্ষন রহিত ছিল, তর্ক বুদ্ধি দ্বারা জানিববর যোগ্য ছিল না। সেই মূল প্রকৃতি সুপ্ত অবস্থায় ছিল।।৫।।
সৃষ্টির প্রথম মূলপ্রকৃতি সৃষ্টির উপাদান কারণ হয়ে বিদ্যমান ছিল কিন্তু প্রকৃতির অবস্থা অবর্নীয় ছিল। প্রকৃতি তখন পরমাত্মায় আশ্রিত ছিল।
সৃষ্টির প্রথম উৎপন্ন পদার্থঃ
প্রলয়কাল শেষ হবার সাথে সাথে পরা ওম্ রশ্মির সৃষ্টি হয়। পরা ওম্ রশ্মির অপর নাম কাল রশ্মি। পরা ওম্ প্রথম সৃষ্টি হয় বলে প্রতিটি মন্ত্রের পূর্বে পরা ওম ও বাচ্য ওম্ দেখতে পাওয়া যায়। ওম্ই শব্দস্রোত। সেই শব্দস্রোত হতে সমগ্র ব্রহ্মান্ড নির্মান হতে থাকে।
পরা ওম্> মহতত্ব> অহঙ্কারতত্ব> মনস্তত্ব> সূক্ষ প্রাণ এবং ছন্দরশ্মি > মরুত রশ্মি > পার্টিকেল ইলিমেন্টারি পার্টিকেল বা কার্ক কোয়ান্টাদির নির্মান পর্যাক্রমে হয়ে থাকে।
আচার্য অগ্নিব্রত নৈষ্টিক জী, ঋগ্বেদের ব্যাখ্যা শাস্ত্র ঐতরেয় ব্রাহ্মণের ভাষ্য করেছেন যার নাম দেওয়া হয়েছে "বেদ বিজ্ঞান আলোক"। এই গ্রন্থে যে সমস্ত পদার্থ বিজ্ঞানের কথন করা হয়েছে সেখানে আজও আধুনিক বিজ্ঞান পৌঁছাতেই পারেনি, নৈষ্টিক জী আধুনিক বিজ্ঞানের অনেক ভ্রান্তিকে খণ্ডন করেছেন এবং আমাদের শাস্ত্রে থাকা সৃষ্টি বিজ্ঞানটিও তুলে ধরেছেন, তিনি এটাও বলেছেন বিগ ব্যাং তত্ত্বের সাথে আমাদের বৈদিক সৃষ্টি বিদ্যার কোনো মিল নেই।আধুনিক বিজ্ঞানের নানান বিষয়কে খণ্ডন করার ফলে তাকে দেশ বিদেশ থেকে নানান প্রকারের হুমকি দেওয়া হচ্ছে। নৈষ্টিক এখন নিরুক্ত এর ভাষ্য করছেন, তিনি বলেছেন নিরুক্ত ভাষ্য হওয়ার পর আর কোনো বেদ বিরোধীরা বেদের বিরুদ্ধে প্রশ্ন তোলার ক্ষমতা রাখবে না, ঐতরেয় ব্রাহ্মণে যা বিজ্ঞান আছে তার থেকে বেশি বিজ্ঞান আছে মহর্ষি য়াস্ক এর নিরুক্তের মধ্যে। তিনি আধুনিক পদার্থবিজ্ঞানের উপর অনেক প্রশ্ন তুলেছেন,তার মধ্যে ১০০ টা নীচে দেওয়া হলঃ- আধুনিক পদার্থ বিজ্ঞানের গুরুতর সমস্যা নিয়ে 100 টি প্রশ্ন ®️ ২৯ ই আগষ্ট ২০১৩
আচার্য অগ্নিব্রত ন্যাষ্ঠিক ভাষ্য
আচার্য অগ্নিব্রত নৈষ্টিক জী, ঋগ্বেদের ব্যাখ্যা শাস্ত্র ঐতরেয় ব্রাহ্মণের ভাষ্য করেছেন যার নাম দেওয়া হয়েছে "বেদ বিজ্ঞান আলোক"। এই গ্রন্থে যে সমস্ত পদার্থ বিজ্ঞানের কথন করা হয়েছে সেখানে আজও আধুনিক বিজ্ঞান পৌঁছাতেই পারেনি, নৈষ্টিক জী আধুনিক বিজ্ঞানের অনেক ভ্রান্তিকে খণ্ডন করেছেন এবং আমাদের শাস্ত্রে থাকা সৃষ্টি বিজ্ঞানটিও তুলে ধরেছেন, তিনি এটাও বলেছেন বিগ ব্যাং তত্ত্বের সাথে আমাদের বৈদিক সৃষ্টি বিদ্যার কোনো মিল নেই।আধুনিক বিজ্ঞানের নানান বিষয়কে খণ্ডন করার ফলে তাকে দেশ বিদেশ থেকে নানান প্রকারের হুমকি দেওয়া হচ্ছে। নৈষ্টিক এখন নিরুক্ত এর ভাষ্য করছেন, তিনি বলেছেন নিরুক্ত ভাষ্য হওয়ার পর আর কোনো বেদ বিরোধীরা বেদের বিরুদ্ধে প্রশ্ন তোলার ক্ষমতা রাখবে না, ঐতরেয় ব্রাহ্মণে যা বিজ্ঞান আছে তার থেকে বেশি বিজ্ঞান আছে মহর্ষি য়াস্ক এর নিরুক্তের মধ্যে। তিনি আধুনিক পদার্থবিজ্ঞানের উপর অনেক প্রশ্ন তুলেছেন,তার মধ্যে ১০০ টা নীচে দেওয়া হলঃ- আধুনিক পদার্থ বিজ্ঞানের গুরুতর সমস্যা নিয়ে 100 টি প্রশ্ন ®️ ২৯ ই আগষ্ট ২০১৩
1. What is the initial state of universe?
✅String Theory
2. What are strings?
3. Are they eternal entities?
4. If not, then from which are they made?
5. Are they have mass?
6. If the strings are the vibrating entities, then in which
medium they vibrate?
7. What is the source of their energy?
8. What are the Branes?
9. What is their structure?
10. Are they eternal?
11. If not, then how are they made?
✅Ekypyrotic Universe
12. What is the mechanism of Branes collision?
13. Which field is responsible for attraction and repulsion of
Branes?
14. This is a cyclic process, then will there not be any
depletion of energy in this process? If yes, then this cycle
will end in future and it must had started in past.
15. Then, what is the reason of that beginning? If there were
mass and charge already in them, then why universe not
be created by itself? Why the collision is needed?
Big Bounce |
✅Big Bounce
16. When universe collapsed completely due to gravity, then
which force is responsible for Big bang or Big bounce?
How did this force originate?
17. Did time cease to zero at Big Bounce?
18. If yes, how did it start again?
19. What was the form of matter at that time?
Cyclic Universe |
✅Cyclic Universe
20. What is the cause of very first Big Bang?
21. How will compression start after the completion of
expansion, when gravitational force is not predominant?
22. How the kinetic energy is continuously increasing in
successive evolution of the universe? Was kinetic energy
zero in the beginning?
Bubble Universe |
✅Bubble Universe
23. What is the difference between negative and positive
energy?
24. What is the mechanism of formation of negative and
positive energy from nothing?
25. How does the Laws of Physics originate?
Big Bang |
✅Big Bang Theory
35 | What is Science?
26. What was the form of matter before Big bang? How did
that matter form?
27. Which force infinitely condensed that material? What
was the source of that force?
28. How is it possible to have any type of exchange process
in zero volume?
29. Modern science considers the exchange of certain
mediator particles for the cause of all the fundamental
forces, then which particles were exchanged in that
infinitely dense material?
30. Which energy or force is responsible to do that great
explosion, even in the presence of such a most strong
force?
31. What are causes the inflation?
32. If inflation is due to anti-gravity, then what causes
gravity to act as anti-gravity?
33. When and how inflation field created and what is its
source?
34. How does symmetry break and what is its cause?
35. Is there any other force in universe responsible for
symmetry breaking?
36. What is the mechanism of separation of four
fundamental forces?
37. How did they originate?
38. In which form, energy was present before 10-43 second?
39. If it was in the form of photons, then electromagnetic
force must be present
at that time, but no one accept this, why?
40. Gravitational force is produced firstly from unified force,
while Einstein proposed that gravitational force is not a
force but only curvature of space-time, then what
exactly is gravitational force?
✅Time
41. What is time?
42. How does time originate?
43. How does it begin at the time of Big Bang?
44. Is the time an illusion or some real entity?
45. What is its role in the universe?
46. What we mean by negative and zero time?
47. Unless we know its true nature, how can we say that it
will be negative or zero?
Space
48. What is space?
49. What is its role in the universe?
50. Scientists consider and show space like a sheet or net, but
nobody knows what really its structure is?
51. What is the mechanism of its formation?
52. Is space a real thing, which bends by a massive object, in
which ripples are produced and which expands and
distorts?
53. What are its contents?
54. Why does space interact with massive and charged
objects?
55. What is the relation between space and mass/charge?
56. Is there availability of mass and charge in space?
57. We talk of space-time singularity but what is relation
between space and time and why?
58. If space is an imaginary thing, then its expansion,
distortion, bending and singularity also should be
imaginary, then how can we understand the real world
by imaginary things?
✅Red Shift and CMB
59. Are the EM waves are attached with space?
60. If yes then wave will not have its own speed, but it will
travel with the speed of space, which will be Hubble
speed in present time.
61. At the time of Big Bang, all energy will travel with space
(10 28 m/s). Then, how can energy be condensed to
form the celestial bodies?
62. Are all celestial bodies and particles also attached with
space? If yes, then they will never combine with one
another and they will travel with speed of space only.
63. If EM wave isn't attached with space, then what is the
cause of redshift?
64. Expansion of space can only affect waves not molecules, atoms etc., why?
65. Why expansion of space can only affect galaxies and not the stars, planets & satellites?
66. CMB radiation, which was released before 13 Billion
years, then how can it be received by us now, while
universe is expanding with an accelerated rate?
67. If this radiation is continuously received by us, then its
temperature cannot be same everywhere in the universe.
Elementary Particles
68. How do Graviton or other mediator particles form?
69. How do Photons and elementary particles form in the
primary stage of the universe?
70. What is their structure?
71. Why Gravitation force is weakest force?
Mass
72. What exactly the Mass is?
73. How does property of Mass originate?
74. If answer is Higgs field, then what is the cause of mass of
its’ quanta (Higgs Boson ~125 GeV/c 2)?
75. If we say that this mass is created from energy at the time of Big Bang, then question arises that if a very massive particle (Higgs boson) can be produced by that energy,
then why an electron of exceedingly small mass can’t be
produced from that energy?
Charge
76. What is the fundamental cause of showing property of
charge by matter?
77. If it is created from energy (pair production), then does it
not mean that photon has same content as of electron
and positron?
78. What are those fundamental entities, from which
property of charge originates?
79. What is the link between energy and charge?
80. If Peter Higgs imagined Higgs field for fundamental
property like mass, then why I should not imagine
another field for fundamental property like electric
charge?
81. Also, for different types of charge (color charge…), there
should be different types of field. Will you accept it?
82. What is the difference between the contents of opposite
charged particles?
83. Why do virtual photons exchange between the charges,
when these are massless and have no electric charge?
84. Why these photons cannot be seen or detected?
85. Why they exist for a short time?
86. Which force is responsible for this exchange?
87. What does an electric field consist of?
88. How charged particle creates an electric field?
89. What is the form of vacuum energy and how does it
originate?
90. What is the mechanism of origin of field particle from
vacuum energy?
91. What is the mechanism of attraction of two opposite
charged particles through the exchange of field
particles?
✅Energy and Dark Energy
92. What is energy?
93. How does it originate?
94. How does mass originate from energy?
95. What is its’ mechanism?
96. What is the mechanism of transformation of one form of energy to another?
97. What is the dark matter and how & from which is it
made?
98. What is the dark energy and how does it create?
99. What is the relation between dark matter and dark
energy?
100. What is the mechanism of holding the stars in any
galaxy by their galactic center?
No comments:
Post a Comment
ধন্যবাদ