মনুস্মৃতি ১।৩১ - ধর্ম্মতত্ত্ব

ধর্ম্মতত্ত্ব

ধর্ম বিষয়ে জ্ঞান, ধর্ম গ্রন্থ কি , হিন্দু মুসলমান সম্প্রদায়, ইসলাম খ্রীষ্ট মত বিষয়ে তত্ত্ব ও সনাতন ধর্ম নিয়ে আলোচনা

धर्म मानव मात्र का एक है, मानवों के धर्म अलग अलग नहीं होते-Theology

সাম্প্রতিক প্রবন্ধ

Post Top Ad

স্বাগতম

11 May, 2019

মনুস্মৃতি ১।৩১

 তমসা বহুরূপেণ বেষ্টিতঃ কর্মহেতুনা।

অন্তঃসংজ্ঞা ভবন্ত্যেতে সুখদুঃখসমমন্বিতাঃ।
মনুস্মৃতি -১।৩১
পদার্থঃ- ( কর্মহেতুনা) পূর্বজন্মের খারাপ কর্মফলের কারণ ( বহুরূপেণ,তমসা) অনেক প্রকার অজ্ঞান তমোহুণ হইতে (বেষ্টিতাঃ) অবেষ্টিত (এতে) এই স্হাবর জীব ( সুখ, দুমখে, সমন্বিতাঃ) সুখ আর দুঃখের ভাব হইতে সংযুক্ত হয়ে ( অন্ত সংজ্ঞা, ভবন্তি) অন্তরিক্ষে চেতনা পূর্ণ হয়।অর্থাৎ ইহার ভিতর চেতনতা আছে।।
ভাবার্থ-মনুই এই বৃক্ষাদির মধ্যে চেতনতা আছে স্বীকার করেছেন।কিন্তু সেই চেতনতা বাহ্যরূপ প্রকট না হয়ে কেবল আন্তরিক মানি হয়। দ্বিতীয় কথা এই হয় অত্যাধিক তমোগুণ হইতে বেষ্টিত হয়। যদিও সুখ-দুঃখের ভাব হইতে যুক্ত চেতনা ইহার মধ্যে হয়, কিন্তু তমোগুণাধিক্যর কারণ তাহার অনুভুতি এর মধ্যে থাকেনা। যেরূপ মূচ্ছিত প্রাণীর মধ্যে চেতনা হয়ে সুখ-দুঃখের জ্ঞান হয় না। অতঃ বৃক্ষের মাধে সুখ-দুঃখের ব্যাবহার হয় না। সুখ-দুঃখের অনুভূতি তাহাদের হয় যে পঞ্চেন্দ্রিয় হইতে সংযুক্ত হয়,আর ওই ইন্দ্রয়ের সাথে তাহার বিষয় সম্বন্থ হতে হয়,অন্যথা নয়।।

No comments:

Post a Comment

ধন্যবাদ

বৈশিষ্ট্যযুক্ত পোস্ট

জাতিবাদ ও ভগবান মনু

  সম্পাদকীয় বর্তমান সময়ে দেশ অনেক গম্ভীর সমস্যায় গ্রস্ত আছে, তারমধ্যে একটা হল - জাতিবাদ। এই জাতিবাদের কারণে আমাদের দেশের অনেক বড় হানি হ...

Post Top Ad

ধন্যবাদ