ছান্দগ্যো উপনিষদ ১/১/৫ |
তদ্বা এতন্মিথুনম্ যদ্ বাক্ চ প্রাণশ্চর্ক চ সাম চ।।
ছান্দগ্যো উপনিষদ অধ্যায় ০১ অনুঃ ১ পরিঃ ০৫
ভাষ্যঃ (বাগেব ঋগ্) বাক্ রশ্মি তথা ওম্ রশ্মি জাত সকল পশ্যন্তি,মধ্যমা,বৈখরী বানী রশ্মি সকলই ঋক রূপ রশ্মি। এক ওম্ রশ্মি জাত সকল সূক্ষ স্থূল ছন্দরশ্মি ই পদার্থ রূপ ঋকরূপ রশ্মি ( প্রাণঃ সাম) প্রানরশ্মিই সামরশ্মি বা ফোটন,অগ্নি,সূর্য আদি পদার্থ ( এতত্) এ সকল পদার্থের ( ওম্ ইতি) রক্ষক কাল রশ্মি তথা ওম্ রশ্মি। কারন ওম্ রশ্মি দ্বারাই সকল পদার্থের সৃজন রক্ষণ এবং প্রলয় হয় ( অক্ষরম্) অক্ষর রশ্মি ই (উদ্গীথঃ) কম্পনস্বরূপ বা উত্থান স্বরূপ যদ্বারা সকল মন্ত্র সকল উৎপন্ন হয় ( তদ্বা এতত্) ওই এই ( মিথুনম্) পরস্পর সংযোজন বিয়োজন কার্য ই মন্ত্ররশ্মি ( যত্) যে ( বাক্ চ,প্রাণঃ চ) ওম্ রশ্মি এবং প্রাণ রশ্মি বিদ্যমান তাহা সবই ( চ) এবং (ঋক্,সাম,চ) ঋকরূপ রশ্মি এবং সামরশ্মি। ওম্ রশ্মির দ্বারাই ঋগ্বেদ,সামবেদ সকল মন্ত্ররূপ রশ্মির নির্মান হয়ে।
সৃষ্টির উপর উক্ত রশ্মির প্রভাব:
ওম্ নামক কাল রশ্মি ই সর্বপ্রথম অ্যাকটিভ হয় সেই ওম্ রশ্মির প্রভাবেই ভূর্ভস্বঃ নাম তিন রশ্মির সৃজন হয়। ভূঃ রশ্মি দ্বারা ঋকমন্ত্র সকল সৃষ্টি হয়। ঋক মন্ত্রের প্রভাবে যাবতীয় সূক্ষ ও স্থূল পদার্থের নির্মান হতে থাকে। র্ভূবঃ রশ্মি দ্বারা যজু র্বেদ তথা যজু রশ্মির নির্মান হয় যার প্রভাবে সৃষ্টিতে আকাশ তত্বের নির্মান হতে থাকে। স্বঃ রশ্মির দ্বারা সাম বেদের মন্ত্রসকল সৃষ্টি হয় যার প্রভাবে সৃষ্টতে অগ্নিতত্ব সমৃদ্ধ হতে থাকে। পার্টিকেল, ইলিমেন্টারি পার্টিকেল, ফোটন,তারা,বা ইলেকট্রিক বা ম্যাগনেটিক ফোর্সের নির্মান হতে থাকে। বেদ মন্ত্র সকল রশ্মিরূপী এক পদার্থ যদ্বারা পুরো ইউনির্ভাসের নির্মান হয়েছে। কিন্তু এই সাকল রশ্মিদের মূল ওম্ রশ্মি।
( ছান্দগ্যো উপনিষদ ১/১/৫)
ব্রাহ্মণ অন্তর্গত সকল উপনিষদই বেদ মন্ত্র সকলের অাখ্যান ও ব্যাখ্যান। এই সকল গ্রন্থের বেতের সৃষ্টতত্ব বিদ্যা আলোচিত হয়েছে। এই শ্লোকে বাক্ রশ্মি,প্রাণরশ্মি,সামরশ্মি,ঋক্ রশ্মি সম্পর্কে খুব সংক্ষেপে আলোচনা করা হয়েছে। সৃষ্টির উপর সেই কসমিক রশ্মি সকলের প্রভাব ও বর্ণনা করা হয়েছে।
No comments:
Post a Comment
ধন্যবাদ