সর্বেন্দ্রিয়গুণাভাসং সর্বেন্দ্রিয়বিব র্জিতম্।
সর্বস্য প্রভুমীশানং সর্বস্য শরণং বৃহৎ।।
শব্দার্থঃ [সেই ব্রহ্ম] (সর্বেন্দ্রিয়গুণাভাসম্= সর্ব+ ইন্দ্রিয়+গুণ+আভাসম্) [বিনা ভৌতিক ইন্দ্রিয়ের] সব ইন্দ্রিয়ের গুণের আভাসবিশিষ্ট [জ্ঞান অর্থ্যাৎ শোনা দেখা আদির শক্তি বিশিষ্ট] (সর্বেন্দ্রিয়বিবর্জিতম্) সব ইন্দ্রিয় রহিত (সর্বস্য) সবার (প্রভূম্) স্বামী [অধিষ্ঠাতা] (ঈশানম্) পরমঐশ্বর্যবান [এবং] (সর্বস্য) সবার (বৃহত্) মহান (শরণম্) আশ্রয় স্থান।।
সরলার্থঃ [সেই ব্রহ্ম] [বিনা ভৌতিক ইন্দ্রিয়ের] সব ইন্দ্রিয়ের গুণের আভাসবিশিষ্ট [জ্ঞান অর্থ্যাৎ শোনা দেখা আদির শক্তি বিশিষ্ট] সব ইন্দ্রিয় রহিত সবার স্বামী [অধিষ্ঠাতা] পরমঐশ্বর্যবান [এবং] সবার মহান আশ্রয় স্থান।
No comments:
Post a Comment
ধন্যবাদ