ডিম পাড়ে ও সন্তানকে দুধ খাওয়ায় এমন প্রাণী - ধর্ম্মতত্ত্ব

ধর্ম্মতত্ত্ব

ধর্ম বিষয়ে জ্ঞান, ধর্ম গ্রন্থ কি , হিন্দু মুসলমান সম্প্রদায়, ইসলাম খ্রীষ্ট মত বিষয়ে তত্ত্ব ও সনাতন ধর্ম নিয়ে আলোচনা

धर्म मानव मात्र का एक है, मानवों के धर्म अलग अलग नहीं होते-Theology

সাম্প্রতিক প্রবন্ধ

Post Top Ad

স্বাগতম

29 May, 2019

ডিম পাড়ে ও সন্তানকে দুধ খাওয়ায় এমন প্রাণী

মনোট্রেম গোত্রের প্রাণীরা ডিম পাড়ে এবং সন্তানকে দুধ খাওয়ায়। এরা স্তন্যপায়ী প্রাণীদের প্রধান তিনটা ভাগের একটা। অন্য দুইটা হল প্লাসেন্টাল (মানুষ এই দলে) এবং মারসুপিয়াল (ক্যাংগারু এই দলে)।
মনোট্রেম দলে পড়ে হংসচঞ্চু প্লাটিপাস এবং কয়েক প্রজাতির একিডনা। বর্তমানে অস্ট্রেলিয়া এবং নিউগিনিতে এদের দেখা যায়, অতীতে অন্যান্য এলাকায়ও তারা বসবাস করত বলে প্রমাণ পাওয়া গেছে।
একিডনা
প্লাটিপাস
এই প্রাণীগুলোর দুধ এবং ডিম হয়, কিন্তু "দুধ ও ডিম পাওয়া যায়" বলতে যেমন বোঝানো হয়ে থাকে, মানে গৃহপালিত জন্তু হিসেবে বাড়িতে বা খামারে লালন-পালন করে তার থেকে দুধ ও ডিম আহরণ করা হয় না। এর কয়েকটা কারণ হল:
  • এই প্রাণীগুলো মানুষের দ্বারা পোষ মানিয়ে গৃহপালিত করা হয়নি
  • এরা বন্দী অবস্থায় খুব একটা ভাল থাকে না, যেসব চিড়িয়াখানায় এদের রাখা হয়ছে সেখানে প্রচুর কাঠ খড় পুড়িয়ে এদের সুস্থ রাখার চেষ্টা করা হয়
  • এরা প্রচুর দুধ ও ডিম উৎপাদন করে না, যেমন মুরগি একের পর এক ডিম পাড়তেই থাকে এবং গরু দৈনিক প্রচুর দুধ দেয়
  • বন্যপ্রাণী সংরক্ষণ আইনের দ্বারা এই প্রাণীগুলো সংরক্ষিত

No comments:

Post a Comment

ধন্যবাদ

বৈশিষ্ট্যযুক্ত পোস্ট

অথর্ববেদ ২/১৩/৪

  ह्यश्मा॑न॒मा ति॒ष्ठाश्मा॑ भवतु ते त॒नूः। कृ॒ण्वन्तु॒ विश्वे॑ दे॒वा आयु॑ष्टे श॒रदः॑ श॒तम् ॥ ত্রহ্যশ্মানমা তিষ্ঠাশ্মা ভবতুতে তনূঃ। কৃণ্বন্তু...

Post Top Ad

ধন্যবাদ