সর্বতঃ পাণিপাদন্তৎ সর্বতোহক্ষিশেরোমুখম্।
সর্বতঃ শ্রুতিমল্লোকে সর্বমাবৃত্য তিষ্ঠতি।।
শব্দার্থঃ[এই ব্রহ্মঃ] (সর্বতঃ) সব দিকে [সর্বত্র] (পাণিপদয়) হাত [অনন্ত বল] বা পাদ [সর্বগত অনন্ত বিদ্যমানতা] সম্পন্ন (সর্বতঃ) সব দিকে (অক্ষিশিরোমুখম্= অক্ষি + শিরঃ + মুখম্) চক্ষুসম্পন্ন [সর্বদ্রষ্টা], শির [অনন্ত জ্ঞান সম্পন্ন], মুখ [অন্তর্যামীরুপ সবার উপদেশ দানকারী (সর্বতঃ) সব দিকে (শ্রুতিমত্) কান [শ্রবণ শক্তি সম্পন্ন] সম্পন্ন (লোকে) সংসারে (সর্বম্) সবাইকে (আবৃতা) ঢেকে [ঘিরে] [অর্থ্যাৎ সবার মধ্যে ব্যাপক হয়ে] (তিষ্ঠতি) স্থিত হয়ে রয়েছেন।।
সরলার্থঃ [এই ব্রহ্মঃ] সব দিকে [সর্বত্র] হাত [অনন্ত বল] বা পাদ [সর্বগত অনন্ত বিদ্যমানতা] সম্পন্ন সব দিকে চক্ষুসম্পন্ন [সর্বদ্রষ্টা], শির [অনন্ত জ্ঞান সম্পন্ন], মুখ [অন্তর্যামীরুপ সবার উপদেশ দানকারী সব দিকে কান [শ্রবণ শক্তি সম্পন্ন] সম্পন্ন সংসারে সবাইকে ঢেকে [ঘিরে] [অর্থ্যাৎ সবার মধ্যে ব্যাপক হয়ে] স্থিত হয়ে রয়েছেন।
No comments:
Post a Comment
ধন্যবাদ