শ্বেতাশ্বতরোপনিষৎ ৩/১৬ - ধর্ম্মতত্ত্ব

ধর্ম্মতত্ত্ব

ধর্ম বিষয়ে জ্ঞান, ধর্ম গ্রন্থ কি , হিন্দু মুসলমান সম্প্রদায়, ইসলাম খ্রীষ্ট মত বিষয়ে তত্ত্ব ও সনাতন ধর্ম নিয়ে আলোচনা

धर्म मानव मात्र का एक है, मानवों के धर्म अलग अलग नहीं होते-Theology

সাম্প্রতিক প্রবন্ধ

Post Top Ad

স্বাগতম

21 May, 2019

শ্বেতাশ্বতরোপনিষৎ ৩/১৬

 সর্বতঃ পাণিপাদন্তৎ সর্বতোহক্ষিশেরোমুখম্।

সর্বতঃ শ্রুতিমল্লোকে সর্বমাবৃত্য তিষ্ঠতি।।
শব্দার্থঃ[এই ব্রহ্মঃ] (সর্বতঃ) সব দিকে [সর্বত্র] (পাণিপদয়) হাত [অনন্ত বল] বা পাদ [সর্বগত অনন্ত বিদ্যমানতা] সম্পন্ন (সর্বতঃ) সব দিকে (অক্ষিশিরোমুখম্= অক্ষি + শিরঃ + মুখম্) চক্ষুসম্পন্ন [সর্বদ্রষ্টা], শির [অনন্ত জ্ঞান সম্পন্ন], মুখ [অন্তর্যামীরুপ সবার উপদেশ দানকারী (সর্বতঃ) সব দিকে (শ্রুতিমত্) কান [শ্রবণ শক্তি সম্পন্ন] সম্পন্ন (লোকে) সংসারে (সর্বম্) সবাইকে (আবৃতা) ঢেকে [ঘিরে] [অর্থ্যাৎ সবার মধ্যে ব্যাপক হয়ে] (তিষ্ঠতি) স্থিত হয়ে রয়েছেন।।
সরলার্থঃ [এই ব্রহ্মঃ] সব দিকে [সর্বত্র] হাত [অনন্ত বল] বা পাদ [সর্বগত অনন্ত বিদ্যমানতা] সম্পন্ন সব দিকে চক্ষুসম্পন্ন [সর্বদ্রষ্টা], শির [অনন্ত জ্ঞান সম্পন্ন], মুখ [অন্তর্যামীরুপ সবার উপদেশ দানকারী সব দিকে কান [শ্রবণ শক্তি সম্পন্ন] সম্পন্ন সংসারে সবাইকে ঢেকে [ঘিরে] [অর্থ্যাৎ সবার মধ্যে ব্যাপক হয়ে] স্থিত হয়ে রয়েছেন।

No comments:

Post a Comment

ধন্যবাদ

বৈশিষ্ট্যযুক্ত পোস্ট

জাতিবাদ ও ভগবান মনু

  সম্পাদকীয় বর্তমান সময়ে দেশ অনেক গম্ভীর সমস্যায় গ্রস্ত আছে, তারমধ্যে একটা হল - জাতিবাদ। এই জাতিবাদের কারণে আমাদের দেশের অনেক বড় হানি হ...

Post Top Ad

ধন্যবাদ