সামবেদ ১৩৬০ - ধর্ম্মতত্ত্ব

ধর্ম্মতত্ত্ব

ধর্ম বিষয়ে জ্ঞান, ধর্ম গ্রন্থ কি , হিন্দু মুসলমান সম্প্রদায়, ইসলাম খ্রীষ্ট মত বিষয়ে তত্ত্ব ও সনাতন ধর্ম নিয়ে আলোচনা

धर्म मानव मात्र का एक है, मानवों के धर्म अलग अलग नहीं होते-Theology

সাম্প্রতিক প্রবন্ধ

Post Top Ad

স্বাগতম

02 June, 2019

সামবেদ ১৩৬০

সামবেদ ১৩৬০ 

মা চিদন্যদি শংসত সখায়ো মা বিষণ্যত।

ইন্দ্ৰমিৎস্তোতা বৃষণং সচা সুতে মুহুরুত্যা চ শংসত ॥

-সামবেদ ১৩৬০ ঋক ৮।১।১, অথর্ব ২০।৮৫।১

পদার্থঃ হে (সখায়ঃ) মিত্রেরা ! তোমরা (অন্যৎ) অপর কোন জড় বস্তুকে বা বিষয়কে (মা চিৎ) কখনই না (বি শংসত) উপাস্যরূপে গ্রহণ করো, ["শংসতিঃ অর্চতিকর্মা"-নিঘ০ ৩।১৪] {মা রিষণ্যত} যা উপাসনা যোগ্য নয়, সেগুলোর উপাসনা করে বিপর্যয় প্রাপ্ত হয়ো না [দুরস্যুর্দ্রবিনস্যুর্বৃষণ্যতি রিষণ্যতি-অষ্টা০ ৭।৪।৩৬]। (সুতে) জ্ঞান, কর্ম্ম ও ভক্তির রস সঞ্চারিত হলে {সচা} একসাথে মিলে [সচা সহেত্যর্থঃ-নিরু০ ৫।৫] (বৃষণম্) সুখবর্ষক ইন্দ্রম্ ইৎ পরমেশ্বরেরই (স্তোত) স্তুতি-উপাসনা করো [তপ্তনপ্তনথচাশ্চ-অষ্টাধ্যায়ী০ ৭।১।৪৫] এবং তাঁর প্রতি [দ্ব্যচোহস্তিঙঃ-অষ্টা০ ৬।৩।১৩৫] (মুহুঃ) পুনঃপুনঃ (উক্থা চ) স্তোত্রেরও [শেশ্ছন্দসি বহুলম্- অষ্টা০ ৬।১।৭০] শংসত গান করো।

সরলার্থঃ হে মিত্রেরা ! তোমরা অপর কোন জড় বস্তুকে বা বিষয়কে কখনই উপাস্য রূপে গ্রহণ করোনা। যা উপাসনা যোগ্য নয়, সেগুলোর উপাসনা করে বিপর্যয় প্রাপ্ত হয়োনা। জ্ঞান, কর্ম ও ভক্তির রস সঞ্চারিত হলে একসাথে মিলে সুখবৰ্ষক পরমেশ্বরেরই স্তুতি-উপাসনা করো এবং তাঁর প্রতি পুনঃপুন স্তোত্রেরও গান করো ॥

ভাবার্থঃ পরিবার, সমাজ, রাষ্ট্র ও জগতে যাঁরা সম্মানীয় বা সম্মানের যোগ্য, তাঁদের সম্মান করা উচিত; কিন্তু তাঁদের মধ্যে কাউকেই পরমেশ্বর রূপে পূজা করা উচিত নয়। জড় মূর্তি, নদী, বৃক্ষ, বা পর্বত প্রভৃতি জড় পদার্থেরও উপাসনা করা উচিত নয়। ইন্দ্র, শিব, বিষ্ণু, রুদ্র, ব্ৰহ্ম প্রভৃতি নাম দ্বারা বেদে প্রসিদ্ধ এক জগদীশ্বরই পুনঃপুন স্তুতি, প্রার্থনা, অর্চনা এবং উপাসনা করার যোগ্য ॥ 

ভাবার্থঃ এক সর্বজ্ঞ, সর্বান্তর্যামী, ন্যায়কারী পরমেশ্বরের পূজা সকলের করা উচিৎ। বেদে ইন্দ্র, মিত্র, বরুনাদি বিভিন্ন নামে এক পরেশ্বরেরই প্রতিপাদন করা হয়েছে..-স্বামী রামানন্দ বিদ্যালঙ্কার

টিপ্পনীঃ মা রিষণ্যত ক্ষীণা মা ভবত-ইতি ভ০। অন্যদীয়স্তোত্রোচ্চারেণ বৃথোপক্ষীণা মা ভবত-ইতি সা০

No comments:

Post a Comment

ধন্যবাদ

বৈশিষ্ট্যযুক্ত পোস্ট

অথর্ববেদ ২/১৩/৪

  ह्यश्मा॑न॒मा ति॒ष्ठाश्मा॑ भवतु ते त॒नूः। कृ॒ण्वन्तु॒ विश्वे॑ दे॒वा आयु॑ष्टे श॒रदः॑ श॒तम् ॥ ত্রহ্যশ্মানমা তিষ্ঠাশ্মা ভবতুতে তনূঃ। কৃণ্বন্তু...

Post Top Ad

ধন্যবাদ