শ্বেতাশ্বতরোপনিষৎ ৩/১১ - ধর্ম্মতত্ত্ব

ধর্ম্মতত্ত্ব

ধর্ম বিষয়ে জ্ঞান, ধর্ম গ্রন্থ কি , হিন্দু মুসলমান সম্প্রদায়, ইসলাম খ্রীষ্ট মত বিষয়ে তত্ত্ব ও সনাতন ধর্ম নিয়ে আলোচনা

धर्म मानव मात्र का एक है, मानवों के धर्म अलग अलग नहीं होते-Theology

সাম্প্রতিক প্রবন্ধ

Post Top Ad

স্বাগতম

09 June, 2019

শ্বেতাশ্বতরোপনিষৎ ৩/১১

 সর্বাননশিরোগ্রীবঃ সর্বভূতগুহাশয়ঃ।

সর্বব্যাপী স ভগবাংস্তস্মাৎ সর্বগতঃ শিবঃ।।
শব্দার্থঃ (সর্বাননশিরোগ্রীবঃ = সর্ব + আনন + শিরঃ + গ্রীবঃ) সর্বত্র মুখ,শির বা গ্রীবধারী [অর্থ্যাৎ সবার উপদেষ্টা,সর্বজ্ঞ, বা সর্বব্যাপক] অথবা যাহাতে সব প্রাণীর মুখ,শির বা গ্রীবা স্থিত [এবং] (সর্বভূতগূহাশয়ঃ) সব প্রাণীর হৃদয় গুহায় শরণ কারী [অর্থ্যাৎ অন্তর্যামী রুপে ব্যাপক] (সর্বব্যাপী) সর্বব্যাপক (সঃ) তিনি (ভগবান্)ভগবান [ঐশ্বর্যবান্] (তস্মাত্) এই কারণ [তিনি] (সর্বগতঃ) সব জায়গায় পৌছায় এবং (শিবঃ) কল্যানকারী [ঐহিক ও পারমার্থিক সুখের দানকারী]।।
সরলার্থঃ সর্বত্র মুখ,শির বা গ্রীবধারী [অর্থ্যাৎ সবার উপদেষ্টা,সর্বজ্ঞ, বা সর্বব্যাপক] অথবা যাহাতে সব প্রাণীর মুখ,শির বা গ্রীবা স্থিত [এবং] সব প্রাণীর হৃদয় গুহায় শরণ কারী [অর্থ্যাৎ অন্তর্যামী রুপে ব্যাপক] সর্বব্যাপক তিনি ভগবান [ঐশ্বর্যবান্] এই কারণ [তিনি] সব জায়গায় পৌছায় এবং কল্যানকারী [ঐহিক ও পারমার্থিক সুখের দানকারী]।

No comments:

Post a Comment

ধন্যবাদ

বৈশিষ্ট্যযুক্ত পোস্ট

ব্রহ্মচর্যের সাধনা ভোজন

  নবম ভাগ ভোজন ভূমিকা - "ধর্মার্থকামমোক্ষাণামারোগ্যম্ মূলমুত্তমম্" . ধর্ম-অর্থ-কাম আর মোক্ষ এই পুরুষার্থচতুষ্টয় হল মানব জীবনের উ...

Post Top Ad

ধন্যবাদ