সর্বাননশিরোগ্রীবঃ সর্বভূতগুহাশয়ঃ।
সর্বব্যাপী স ভগবাংস্তস্মাৎ সর্বগতঃ শিবঃ।।
শব্দার্থঃ (সর্বাননশিরোগ্রীবঃ = সর্ব + আনন + শিরঃ + গ্রীবঃ) সর্বত্র মুখ,শির বা গ্রীবধারী [অর্থ্যাৎ সবার উপদেষ্টা,সর্বজ্ঞ, বা সর্বব্যাপক] অথবা যাহাতে সব প্রাণীর মুখ,শির বা গ্রীবা স্থিত [এবং] (সর্বভূতগূহাশয়ঃ) সব প্রাণীর হৃদয় গুহায় শরণ কারী [অর্থ্যাৎ অন্তর্যামী রুপে ব্যাপক] (সর্বব্যাপী) সর্বব্যাপক (সঃ) তিনি (ভগবান্)ভগবান [ঐশ্বর্যবান্] (তস্মাত্) এই কারণ [তিনি] (সর্বগতঃ) সব জায়গায় পৌছায় এবং (শিবঃ) কল্যানকারী [ঐহিক ও পারমার্থিক সুখের দানকারী]।।
সরলার্থঃ সর্বত্র মুখ,শির বা গ্রীবধারী [অর্থ্যাৎ সবার উপদেষ্টা,সর্বজ্ঞ, বা সর্বব্যাপক] অথবা যাহাতে সব প্রাণীর মুখ,শির বা গ্রীবা স্থিত [এবং] সব প্রাণীর হৃদয় গুহায় শরণ কারী [অর্থ্যাৎ অন্তর্যামী রুপে ব্যাপক] সর্বব্যাপক তিনি ভগবান [ঐশ্বর্যবান্] এই কারণ [তিনি] সব জায়গায় পৌছায় এবং কল্যানকারী [ঐহিক ও পারমার্থিক সুখের দানকারী]।
No comments:
Post a Comment
ধন্যবাদ