ইমমিন্দ্র সুতং পিব জ্যেষ্ঠমমর্ত্যং মদম্।
শুক্রস্য ত্বাভ্যক্ষরন্ধারা ঋতস্য সাদনে ॥
(সামবেদ ৩৪৪)
সরলার্থঃ অধ্যাত্মসম্পত্তির প্রদাতা পরমৈশ্বর্যবান পরমাত্মা ! তুমি এই অতিশয় প্রশংসনীয়, দিব্য, স্তোতাকে আনন্দদাতা, প্রস্তুতকৃত আমাদের শ্রদ্ধারসরূপ সোমরসকে পান করো। ধ্যান-যজ্ঞের গৃহরূপ হৃদয়ে দীপ্ত, নির্মল, পবিত্র শ্রদ্ধারসের ধারা তোমার প্রতি প্রবাহিত হয় ॥ (পদার্থ প্রথম- পরমাত্মার পক্ষে)
সরলার্থঃ শিষ্যের প্রতি আচার্যের উক্তি - হে জিজ্ঞাসু এবং বিদ্যুতের মতো তীব্রবৃদ্ধিসম্পন্ন আমার শিষ্য। তুমি আমার প্রদানকৃত এই শ্রেষ্ঠ,চিরস্থায়ী, তৃপ্তিপ্রদ, অধ্যয়ন-অধ্যাপন-বিধি দ্বারা নিষ্পাদিত জ্ঞানরস পান করো। পবিত্র অধ্যায়ন-অধ্যাপন রূপ যজ্ঞের গৃহে, অর্থাৎ গুরুকুলে আমার বাণী সেই জ্ঞানরসকে তোমার প্রতি ক্ষরণ করে ॥ (পদার্থ দ্বিতীয়- গুরু-শিষ্য পক্ষে)
ভাবার্থঃ সকল মানব দুঃখবিদারক, আনন্দের সিন্ধু পরমেশ্বরের প্রতি শ্রদ্ধাকে হৃদয়ে ধারণ করে তাঁর উপাসনা করে এবং গুরুজন শিষ্যের প্রতি প্রেম দ্বারা প্রভাবিত শিক্ষা-পদ্ধতি দ্বারা বিদ্যা প্রদান করেন ॥
No comments:
Post a Comment
ধন্যবাদ