অষ্ট চক্রা নব দ্বারা দেবানাং পুরযোধ্যা।
তস্যাং হিরণ্ময়ঃ কোশঃ স্বর্গো জ্যোতিষাবৃতঃ।।
পদার্থ- (অষ্ট চক্রা) আট চক্রযুক্তা (নবদ্বারা) নব দ্বারাযুক্ত (দেবানাম্) দিব্য (পুঃ) পুরী অর্থাৎ শরীর (অযোধ্যা) অতি বলশালী (তস্যাম্) তাহাতে হিরণ্ময়ঃ)প্রকাশযুক্ত (কোষঃ) কোষ (স্বর্গঃ) স্বর্গ (জ্যোতিষা)জ্যোতিস্বরূপ পরমাত্মা দ্বারা (আবৃতঃ) আবৃত।
বঙ্গানুবাদঃ- দিব্য পুরী অর্থাৎ মমনুষ্যে শরীর অত্যন্ত বলশালী। ইহা দুই চুক্ষ, দুই কর্ণ,দুই নাসিকা, এক মুখ,এক মলদ্বার,ও এক মুত্রদ্বার এই নয়টি দ্বার যুক্ত এবং ত্বক্
রক্ত মাংস মেদ অস্হি মজ্জা বীর্য ও ওজঃএই আটটি চক্রাযুক্ত। ইহাতে জ্যোতিস্মান্ কোষ আছে তাহাই স্বর্গ। কারণ ইহা জ্যোতিঃ স্বরূপ পরমাত্মা দ্বারা আবৃত।।
No comments:
Post a Comment
ধন্যবাদ