কঠোপনিষদ ১/২/১৫ - ধর্ম্মতত্ত্ব

ধর্ম্মতত্ত্ব

ধর্ম বিষয়ে জ্ঞান, ধর্ম গ্রন্থ কি , হিন্দু মুসলমান সম্প্রদায়, ইসলাম খ্রীষ্ট মত বিষয়ে তত্ত্ব ও সনাতন ধর্ম নিয়ে আলোচনা

धर्म मानव मात्र का एक है, मानवों के धर्म अलग अलग नहीं होते-Theology

সাম্প্রতিক প্রবন্ধ

Post Top Ad

স্বাগতম

10 February, 2020

কঠোপনিষদ ১/২/১৫

সর্বে বেদা যৎ পদমামনন্তি তপাংসি সর্বাণি চ যদ্ বদন্তি।
যদিচ্ছন্তো ব্রহ্মচর্যং চরন্তি তত্তে পদং সংগ্রহেণ ব্রবীমি, ওমিত্যেতৎ।।

 (কঠোপনিষদ- বল্লি ১ অধ্যায় ২ শ্লোক ১৫)
পদার্থঃ- (যৎ) যেই (পদম্) প্রাপণীয় ব্রহ্মের (সর্বে বেদাঃ) ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ তথা অথর্ববেদ এই সকল চারো বেদ (আমনন্তি) বারংবার প্রতিপাদন করে (চ) এবং (সর্বাণি তপাংসি) সকল সত্যভাষণাদি ধর্মানুষ্ঠানরূপ তপ (যৎ) যাঁহাকে (বদন্তি) বলে থাকে অর্থাৎ যাঁকে প্রাপ্তির জন্য সকল তপস্যা করা হয় (যম্) যাঁহাকে (ইচ্ছন্তঃ) প্রাপ্তির ইচ্ছা করে (ব্রহ্মচর্যম্) ব্রহ্মচর্যাদি আশ্রমের নিয়ম (চরন্তি) অনুষ্ঠান করা হয় (তৎ পদম্) সেই = পূর্বোক্ত গুণবিশিষ্ট প্রাপণীয় ব্রহ্ম সম্পর্কে (তে) তোমাকে (সংগ্রহেণ) সংক্ষেপে (ব্রবীমি) আমি যমাচার্য বলতেছি (এতৎ) এই (ওম্ ইতি) 'ওম' তাঁহার মূখ্য নাম, এই প্রকার সকলের জানা উচিত।
অনুবাদঃ- বেদ সমূহে বারংবার, যে প্রাপণীয় ব্রহ্মের প্রতিপাদন করা হয়েছে, যাঁহাকে প্রাপ্তির জন্য সকল তপস্যা করা হয়, যাহাঁকে প্রাপ্তির জন্য ব্রহ্মচর্য আশ্রমের নিয়ম অনুষ্ঠান পালন করা হয় সেই ব্রহ্ম সম্পর্কে আমি তোমায় সংক্ষেপে বলতেছি, এই "ওম" তাঁহার মূখ্য নাম, ইহাই সকলের জানা উচিত।

No comments:

Post a Comment

ধন্যবাদ

বৈশিষ্ট্যযুক্ত পোস্ট

वैदिक रश्मिविज्ञानम्

EBooks Download – Vaidic Physics

Post Top Ad

ধন্যবাদ