অঙ্গুষ্ঠমাত্রঃ পুরুষোহন্তরাত্মা সদা জনানং হৃদয়ে সন্নিবিষ্টঃ।
হৃদা মন্বীশো মনসাহভিক্লপ্তো য এতদ্বিদুরমৃতাস্তে ভবন্তি।।
শব্দার্থঃ (জনানাম্) মনুষ্যের (অঙ্গুষ্ঠমাত্রঃ) অঙ্গুষ্ঠমাত্র (হৃদয়ে) হৃদয়ে (অন্তরাত্মা) জীবাত্মার ভিতরে (সদা) সর্বদা (পুরুষঃ) পূর্ণব্রহ্ম (সন্নিবিষ্টঃ) স্থিত [বিদ্যমান] [তিনি] (হৃদা) হৃদয় (মনীষা), বুদ্ধি ও (মনসা) মন দ্বারা (অভিকলৃপ্তঃ) প্রাপ্ত [জানার যোগ্য] (যে) যিনি (এতত্) ইহা (বিদুঃ) জানেন (তে) তিনি (অমৃতাঃ) অমর [মুক্ত] (ভবন্তি) হয়ে যান ।।
সরলার্থঃ মনুষ্যের অঙ্গুষ্ঠমাত্র হৃদয়ে জীবাত্মার ভিতরে সর্বদা পূর্ণব্রহ্ম স্থিত [বিদ্যমান] [তিনি] হৃদয়, বুদ্ধি ও মন দ্বারা প্রাপ্ত [জানার যোগ্য] যিনি ইহা জানেন তিনি অমর [মুক্ত] হয়ে যান ।
No comments:
Post a Comment
ধন্যবাদ