গায়ত্রী মন্ত্রের সবিতা কে - ধর্ম্মতত্ত্ব

ধর্ম্মতত্ত্ব

ধর্ম বিষয়ে জ্ঞান, ধর্ম গ্রন্থ কি , হিন্দু মুসলমান সম্প্রদায়, ইসলাম খ্রীষ্ট মত বিষয়ে তত্ত্ব ও সনাতন ধর্ম নিয়ে আলোচনা

धर्म मानव मात्र का एक है, मानवों के धर्म अलग अलग नहीं होते-Theology

সাম্প্রতিক প্রবন্ধ

Post Top Ad

স্বাগতম

18 June, 2020

গায়ত্রী মন্ত্রের সবিতা কে

‌মন্ত্রের ঋষি কি, দেবতা কি, গায়ত্রী মন্ত্রের সবিতা দেবতার অর্থ কি তার ব্যাখ্যা

মন্ত্রের ঋষি হল প্রাণ রশ্মি।
এই ঋষির সংমিশ্রনে মন্ত্রের দেবতার সৃষ্টি হয়। রশ্মি সকলকে সবিতা বলা হয়।
ব্রাহ্মণগ্রন্থের আলোকে প্রমানঃ-


১) সবিতা বৈ দেবানং প্রসবিতা (শতপথ ১/১/২/১৭)।।
২) সবিতা বৈ প্রসবানামীশ (ঐ ১/৩০)।।
৩)প্রজাপতিবৈ সবিতা ( তান্ড ব্রাঃ ১৬/৫/১৭)
৪) মনো বৈ সবিতা ( শতপথ ৬/৩/১/১৩)।।
৫) বিদ্যুদেব সবিতা (গো পু ১/৩৩)
৬) পশবো বৈ সবিতা ( শতপথ ৩/২/৩/১১)
৭) প্রাণো বৈ সবিতা ( ঐতরেয় ১/১৯)
৮) বেদা এব সবিতা ( গো পু ১/৩৩)।।
৯) সবিতা রাষ্ট্রং রাষ্ট্রপতিঃ ( তৈ ব্রা ২/৫/৭/৪)

মোট কথা সবিতা সকলের উৎপত্তি বা প্রকাশের স্থান স্ত্রোত বা সাধন।।
সবিতার বাংলা অর্থঃ-

১) এই সব প্রকাশিত কামনা অর্থাৎ অাকর্ষণ অাদি বল দ্বারা যুক্ত কনার উৎপাদক বা প্রেরক।

২) এই সকল উৎপাদিত পদার্থের নিয়ন্ত্রক।
৩) ওম্ রশ্মি, মনস্তত্ব, ছন্দ রশ্মি, মরুত রশ্মিই সবিতা।

৪) বিদ্যুতের নাম সবিতা।
৫)তারা অাদি নক্ষত্রের কেন্দ্রী ভাগের নাম রাষ্ট্র। এই রাষ্ট্র তারাকে পালন করে বলে তারার অারেক নাম সবিতা।।

✍️মাননীয় নৈষ্ঠিকজীর কৃত ব্যাখা

No comments:

Post a Comment

ধন্যবাদ

বৈশিষ্ট্যযুক্ত পোস্ট

সূর্য কি স্থির না গতিশীল?

  সূর্য ও পৃথিবী সম্পর্কে জানুন ... সূর্যের অবস্থান আকাশগঙ্গা ছায়াপথের কেন্দ্র থেকে প্রায় ২৫,০০০ - ২৮,০০০ আলোকবর্ষ দূরে, এবং এটি অবিরত ছায...

Post Top Ad

ধন্যবাদ