মন্ত্রের ঋষি কি, দেবতা কি, গায়ত্রী মন্ত্রের সবিতা দেবতার অর্থ কি তার ব্যাখ্যা
✅মন্ত্রের ঋষি হল প্রাণ রশ্মি।
এই ঋষির সংমিশ্রনে মন্ত্রের দেবতার সৃষ্টি হয়। রশ্মি সকলকে সবিতা বলা হয়।
ব্রাহ্মণগ্রন্থের আলোকে প্রমানঃ-
মোট কথা সবিতা সকলের উৎপত্তি বা প্রকাশের স্থান স্ত্রোত বা সাধন।।
সবিতার বাংলা অর্থঃ-
১) এই সব প্রকাশিত কামনা অর্থাৎ অাকর্ষণ অাদি বল দ্বারা যুক্ত কনার উৎপাদক বা প্রেরক।
২) এই সকল উৎপাদিত পদার্থের নিয়ন্ত্রক।
৩) ওম্ রশ্মি, মনস্তত্ব, ছন্দ রশ্মি, মরুত রশ্মিই সবিতা।
৪) বিদ্যুতের নাম সবিতা।
৫)তারা অাদি নক্ষত্রের কেন্দ্রী ভাগের নাম রাষ্ট্র। এই রাষ্ট্র তারাকে পালন করে বলে তারার অারেক নাম সবিতা।।
✍️মাননীয় নৈষ্ঠিকজীর কৃত ব্যাখা
ব্রাহ্মণগ্রন্থের আলোকে প্রমানঃ-
১) সবিতা বৈ দেবানং প্রসবিতা (শতপথ ১/১/২/১৭)।।
২) সবিতা বৈ প্রসবানামীশ (ঐ ১/৩০)।।
৩)প্রজাপতিবৈ সবিতা ( তান্ড ব্রাঃ ১৬/৫/১৭)
৪) মনো বৈ সবিতা ( শতপথ ৬/৩/১/১৩)।।
৫) বিদ্যুদেব সবিতা (গো পু ১/৩৩)
৬) পশবো বৈ সবিতা ( শতপথ ৩/২/৩/১১)
৭) প্রাণো বৈ সবিতা ( ঐতরেয় ১/১৯)
৮) বেদা এব সবিতা ( গো পু ১/৩৩)।।
৯) সবিতা রাষ্ট্রং রাষ্ট্রপতিঃ ( তৈ ব্রা ২/৫/৭/৪)
মোট কথা সবিতা সকলের উৎপত্তি বা প্রকাশের স্থান স্ত্রোত বা সাধন।।
সবিতার বাংলা অর্থঃ-
১) এই সব প্রকাশিত কামনা অর্থাৎ অাকর্ষণ অাদি বল দ্বারা যুক্ত কনার উৎপাদক বা প্রেরক।
২) এই সকল উৎপাদিত পদার্থের নিয়ন্ত্রক।
৩) ওম্ রশ্মি, মনস্তত্ব, ছন্দ রশ্মি, মরুত রশ্মিই সবিতা।
৪) বিদ্যুতের নাম সবিতা।
৫)তারা অাদি নক্ষত্রের কেন্দ্রী ভাগের নাম রাষ্ট্র। এই রাষ্ট্র তারাকে পালন করে বলে তারার অারেক নাম সবিতা।।
✍️মাননীয় নৈষ্ঠিকজীর কৃত ব্যাখা
No comments:
Post a Comment
ধন্যবাদ