সগুণ এবং নির্গুণ উপাসনাঃ
পরমাত্মা সর্বত্র ব্যাপক, অনন্ত শক্তিশালী, শুদ্ধ, নিষ্পাপ, সর্বজ্ঞ, অন্তর্যামী, দুষ্টের দমন কর্তা, অনাদি সর্বোপরি বিরাজমান, সনাতন। তিনি তাহার শ্বাশত প্রজা জীবের জন্য যথাযথ ফলের বিধান করেন। ইহা হচ্ছে "সগুণ স্তুতি" এই সকল গুণের সহিত পরমেশ্বরের উপাসন করাকে "সগুণ"
পরমেশ্বর শরীর ধারণ অথবা জন্মগ্রহণ করেন না, তাহার ছিদ্র নাই, তিনি নাড়ী প্রভৃতি বন্ধনে আবদ্ধ রহিত, তিনি কখনও পাপাচারণ করেন না; তার মধ্যে ক্লেশ,দুঃখ ও অজ্ঞানতা কখনও সম্ভব হয় না; তাকে রোগ, রাগ, দ্বেষ, রুপ, রস, গন্ধ ও স্পর্শাদি গুণ হইতে পৃথক জানিয়া ঈশ্বরের স্তুতি করা কে নির্গুণ স্তুতি বা নির্গুণ উপাসনা বলে।
No comments:
Post a Comment
ধন্যবাদ