বৈদিক গননা - ধর্ম্মতত্ত্ব

ধর্ম্মতত্ত্ব

ধর্ম বিষয়ে জ্ঞান, ধর্ম গ্রন্থ কি , হিন্দু মুসলমান সম্প্রদায়, ইসলাম খ্রীষ্ট মত বিষয়ে তত্ত্ব ও সনাতন ধর্ম নিয়ে আলোচনা

धर्म मानव मात्र का एक है, मानवों के धर्म अलग अलग नहीं होते-Theology

সাম্প্রতিক প্রবন্ধ

Post Top Ad

স্বাগতম

12 July, 2020

বৈদিক গননা

সংখ্যাতত্ত্বঃ

বৈদিক গননা

বৈদিক সময়ের সাথে আধুনিক যুগের সময়ের তুলনা
১) এক ত্রুটি = ৮/১৩৫০০ সেকেন্ড
২) এক বেধ = ৮/১৩৫ সেকেন্ড
৩) এক লব = ৮/৪৫ সেকেন্ড
৪) এক নিমেষ = ৮/১৫ সেকেন্ড
৫) এক ক্ষণ = ৮/৫ সেকেন্ড
৬) এক কাষ্ঠা = ৮ সেকেন্ড
৭) এক লঘু = ২ মিনিট
৮) এক দন্ড = ৩০ মিনিট
৯) এক প্রহর = ৩ ঘন্টা
১০) এক দিন = ১২ ঘন্টা
১১) এক রাত্রি = ১২ ঘন্টা (অর্থাৎ ১ দিন ও রাত্রি = ২৪ ঘন্টা)
১২) এক পক্ষ = ১৫ দিন
১৩) এক মাস = ৩০ দিন
১৪) ১২ মাস = ১ বছর
যুগ বিষয়ক গণনা
১) সত্য যুগের আয়ু = ১৭২৮০০০০ বছর
২) ত্রেতা যুগের আয়ু = ১২৯৬০০০ বছর
৩) দ্বাপর যুগের আয়ু = ৮৬৪০০০ বছর
৪) কলি যুগের আয়ু = ৪৩২০০০ বছর
৫) মহাযুগ বা চতুর্যুগের আয়ু = ৪৩,২০,০০০ বছর
৬) সত্য যুগে মানুষের আয়ু = ১ লক্ষ বছর
৭) ত্রেতা যুগে মানুষের আয়ু = ১০ হাজার বছর
৮) দ্বাপর যুগে মানুষের আয়ু = ১ হাজার বছর
৯) কলি বা বর্তমান যুগে মানুষের আয়ু = ১০০ বছর
ব্রহ্মা ও মনু বিষয়ক গণনা
১) ব্রহ্মার ১ দিন (১২ ঘন্টা) = পৃথিবীর ৪৩২ কোটি বছর
২) ব্রহ্মার রাত্রি (বাকি ১২ ঘন্টা) = পৃথিবীর ৪৩২ কোটি বছর
৩) ব্রহ্মার ১ দিন রাত (২৪ ঘন্টা) = পৃথিবীর ৮৬৪ কোটি বছর
৪) ব্রহ্মার ১ দিনে মনুর সংখ্যা = ১৪ জন
৫) প্রত্যেক মনুর আয়ু = ৭১ চতুর্যুগ বা ৩০৬৭২০০০০ বছর
৬) ব্রহ্মার ১ মাসে মনুর সংখ্যা = ৪২০ জন
৭) ব্রহ্মার ১ বছরে মনুর সংখ্যা = ৫০৪০ জন
৮) ব্রহ্মার জীবনে বা ১০০ বছরে মনুর সংখ্যা = ৫০৪০০০ জন
৯) বর্তমান মনুর বয়স = ১২০৫৩৩০৯৮ বছর
১০) স্বর্গের ১ দিন রাত্রি (২৪ ঘন্টা) = পৃথিবীর ১ বছর
মহাবিশ্ব বিষয়ক গণনা
১) মহাবিশ্বের ১ দিন (১২ ঘন্টা) = পৃথিবীর ৪৩২ কোটি বছর
২) মহাবিশ্বের জীবনীতে দিনের সংখ্যা = ৩৬০০০ টি
৩) মহাবিশ্বের জীবনীতে রাতের সংখ্যা = ৩৬০০০ টি
৪) মহাবিশ্বের জীবনীতে মোট দিনরাত = ৭২০০০ টি
৫) মহাবিশ্বের আয়ু = পৃথিবীর ৩১১০৪০০০ কোটি বছর
৬) বর্তমান বিশ্বের বয়স = ১৫৫৫২০১৯৬০৮৫৩০৯৮ বছর
৭) বর্তমান বিশ্ব আর অবস্থান করবে = ১৫৫৫১৯৮০৩৯১৪৬৯০২ বছর
৮) বর্তমানে আমরা মহাবিশ্বের = ১৮০০১ তম দিনে বসবাস
৯) বিশ্বের এই দিনটি শুরু হয়েছে = ১৯৬০৮৫৩০৯৮ বছর আগে
১০) বর্তমান সূর্য এবং পৃথিবীর নতুন জীবন প্রাপ্ত হয় = ১৯৬০৮৫৩০৯৮ বছর আগে
১১) আমাদের ব্রহ্মান্ডের আয়তন = ৫০ কোটি যোজন বা ৪০০ কোটি (ভাগবত ৩/১১/৪০)
১২) আমাদের ব্রহ্মান্ডের পদার্থের আয়তন = ৪০,০০০০০ কোটি বর্গ মাইল
জগতে আমরা কোথায়
সূর্য থেকে চন্দ্রের দূরত্ব ১ লক্ষ যোজন বা ১২ লক্ষ কিলোমিটার ।
চন্দ্র থেকে ১ লক্ষ যোজন বা ৮ লক্ষ মাইল ঊর্ধ্বে নক্ষত্রমন্ডল অবস্থিত
নক্ষত্রমন্ডল থেকে ২ লক্ষ যোজন বা ২৪ লক্ষ কিলোমিটার ঊর্ধ্বে বুধ গ্রহ অবস্থিত
বুধ গ্রহ থেকে ২ লক্ষ যোজন বা ২৪ লক্ষ কিলোমিটার ঊর্ধ্বে শুক্রগ্রহ অবস্থিত
শুক্রগ্রহ থেকে ২ লক্ষ যোজন বা ২৪ লক্ষ কিলোমিটার ঊর্ধ্বে মঙ্গলগ্রহ অবস্থিত
মঙ্গলগ্রহ থেকে ২ লক্ষ যোজন বা ২৪ লক্ষ কিলোমিটার ঊর্ধ্বে বৃহস্পতিগ্রহ অবস্থিত
বৃহস্পতিগ্রহ থেকে ২ লক্ষ যোজন বা ২৪ লক্ষ কিলোমিটার ঊর্ধ্বে শনিগ্রহ অবস্থিত
শনিগ্রহের ১২ লক্ষ কিলোমিটার উপরে সপ্তর্ষিমন্ডল অবস্থিত
সপ্তর্ষিমন্ডলের১২ লক্ষ কিলোমিটারের উপরে ধ্রুবলোক অবস্থিত
ভৃগুমুনিদের লোক মহর্লোক থেকে ধ্রুবলোকের দূরত্ব ১ কোটি যোজন অর্থাৎ ১২ কোটি কিলোমিটার ।
মহর্লোক থেকে চতুষ্কুমারদের লোক জনলোকের দূরত্ব ১ কোটি যোজন অর্থাৎ ১২ কোটি কিলোমিটার
জনলোক থেকে বৈরাজ দেবগনের বাসস্থান তপলোকের দূরত্ব ৮ কোটি যোজন বা ৯৬ কোটি কিলোমিটার ঊর্ধ্বে
তপলোক থেকে ৪ কোটি যোজন ঊর্ধ্বে অর্থাৎ ৪৮ কোটি কিলোমিটার দূরত্বে সত্যলোক (ব্রহ্মার স্থান) অবস্থিত
সূর্যমন্ডলের ১০ হাজার অর্থাৎ ৮০ হাজার মাইল নিচে রাহুগ্রহ অবস্থিত
রাহুগ্রহের ১০ হাজার অর্থাৎ ৮০ হাজার মাইল নিচে ভুবর্লোক অবস্থিত
ভুর্বলোকের ১০০ যোজন অর্থাৎ ১২০০ কিলোমিটার নিচে ভূলোক বা পৃথিবী ।
পৃথিবী নীচে রয়েছে সপ্ত পাতাল লোক ।
প্রতি ১০ হাজার যোজন অর্থাৎ ৮০ হাজার মাইল
  
অন্তর অন্তর যথাক্রমে
অতল (ময়দানবের পুত্র বলের অবস্থান),
বিতল(হরগৌরীর অবস্থান),
সুতল(বলি মহারাজ),
তলাতল(ময়দানবের অবস্থান),
মহাতল(দৈত্য ও দানবদের বাস),
রসাতল(বহু ফণাযুক্ত জ্যোতির্ময় মণি সম্পন্ন সর্পদের বাসস্থান) ও
পাতাল(বাসুকীরাজের অবস্থান)
গ্রহলোক অবস্থিত
পৃথিবী থেকে পাতাললোকের দূরত্ব ৭০ হাজার যোজন বা ৫,৬০,০০০ মাইল
পাতাল থেকে ৩০ হাজার যোজন অর্থাৎ ২,৪০,০০০ মাইল নিচে অনন্ত ধাম
পৃথিবী থেকে নরক গ্রহের দূরত্ব ৭ লক্ষ ৯২ হাজার মাইল ।
আমাদের ব্রহ্মান্ডের ১৪টি ভুবন
১। সত্যলোক
২। তপোলোক
৩। জনলোক
৪। মহর্লোক
৫। স্বর্গলোক
৬। ভুবর্লোক
৭। ভূলোক(পৃথিবী)
৮। অতল
৯। বিতল
১০। সুতল
১১। তলাতল
১২। মহাতল
১৩। রসাতল
১৪। পাতাল
রামায়নে বৃহৎ গননার সবচেয়ে আধুনিক পদ্ধতি আমরা পেয়ে থাকি
১ লক্ষ কোটি ( ১ ট্রিলিয়ন ) কে বলা হয় ১ সংখু ,
১ লক্ষ কোটি সংখু কে বলা হয় ১ মহাসংখু ,
১ লক্ষ কোটি মহাসংখু কে বলা হয় ১ টি বৃন্দ ,
এইরকম ১ লক্ষ কোটি বৃন্দ কে বলা হয় ১ টি পদ্ম ,
এইরকম ১ লক্ষ কোটি পদ্ম কে বলা হয় ১ টি মহা পদ্ম ,
এইরকম ১ লক্ষ কোটি মহা পদ্ম কে বলা হয় খর্ব ।
এইরকম ১লক্ষ কোটি খর্ব কে বলা হয় ১ মহাখর্ব ,
এইরকম ১ লক্ষ কোটি মহাখর্ব কে বলা হয় ১ টি সমুদ্র ,
এইরকম ১ লক্ষ কোটি মহা সমুদ্র কে বলা হয় ১ টি ওগ ,
এইরকম ১ লক্ষ কোটি ওগ কে বলা হয় এক মহাওগ
সূর্য ও চন্দ্র সম্পর্কে সংক্ষিপ্ত ডাটা
পৃথিবী থেকে সূর্যের দূরত্ব – ১ কোটি যোজন বা ৮ কোটি মাইল ।
সূর্যের ব্যাস – ১০,০০০ যোজন বা ৮০,০০০ মাইল
সূর্যের বেগ – ১৩৪ মাইল
সেকেণ্ডেবর্তমান সূর্যের বয়স – ১৯৬,০৮,৫৩,০৯৮ বছর
বর্তমান সূর্যের বাকী বয়স -২৩৫,৯১,৪৬,৯০২ বছর
পৃথিবী থেকে চন্দ্রের দূরত্ব – ২,৩১,০০০ মাইল
চন্দ্রের ব্যাস – ২৪০০ মাইল
চন্দ্রের কক্ষপথের দৈর্ঘ্য –১৬,২০,০০০ মাইল
৮৪ লক্ষ রকম প্রজাতির বর্ণনা
জলচর – ৯ লক্ষ
কীটপতঙ্গ – ১১ লক্ষ
উদ্ভিদ – ২০ লক্ষ
পাখী – ১০ লক্ষ
পশু – ৩০ লক্ষ
মানুষ – ৪ লক্ষ
সংগ্রহিত – বেদ, শ্রীমদ্ভাগবতম, সূর্যসিধান্ত, রামায়ন —
১ কল্প =১০০০ মহাযুগ (চতুর্যুগ)

সত্যযুগের বয়স ১৭ লক্ষ ২৮ হাজার বৎসর, (বৈশাখ মাসের শুক্ল পক্ষে তৃতীয়া তিথিতে রবিবারে সত্যযুগের উৎপত্তি)। ত্রেতা যুগের বয়স ১২ লক্ষ ৯৬ হাজার বৎসর, (ত্রেতা যুগের শুরু কার্তিক মাসের শুক্ল পক্ষের নবমী তিথিতে সোমবার)। দ্বাপর যুগের বয়স ৮ লক্ষ ৬৪ হাজার বৎসর, (ভাদ্র মসের কৃষ্ণ পক্ষের ত্রয়োদশী তিথিতে বৃহস্পতিবার দ্বাপর যুগের শুরু)। কলি যুগের বয়স ৪ লক্ষ ৩২ হাজার বৎসর (মাঘ মাসের শুক্ল পক্ষের পুর্ণিমা তিথিতে শুক্রবার কলিযুগের শুরু)।

 মোট চতুর্যুগের বয়স ৪৩ লক্ষ ২০ হাজার বৎসর (১৭২৮০০০+১২৯৬০০০+৮৬৪০০০+৪৩২০০০)। ৭১ চতুর্যুগে একটি মন্বন্তর বা মনু বলা হয়। যার মোট বয়স (৭১ x ৪৩২০০০০) ৩০ কোটি ৬৭ লক্ষ ২০ ০০০ হাজার বৎসর। এই ভাবে ১৪ টি মন্বন্তর/মনু আছে-যথা ১.সায়ম্ভব মনু,২.স্বরোচিস মনু,৩.ঔত্ত্বমি মনু,৪.তামস মনু,৫.রৈবত মনু,৬.চাক্ষুষ মনু,৭.বৈবস্বত মনু,৮.সারর্ণি মনু,৯.দক্ষ মনু,১০.ব্রহ্মসাবর্ণি মনু,১১.ধর্মসাবর্ণি মনু,১২.রুদ্রসাবর্ণি মনু,১৩.দেবসাবর্ণি মনু ও ১৪.ইন্দ্র সাবর্ণি মনু প্রত্যেক মন্বন্তরের পূর্বে একটি সন্ধিকাল থাকে যা এক সত্যযুগের পরিমাণ। অর্থাৎ ১৭ লক্ষ ২৮ হাজার বৎসর। অতএব ১৪ টি মন্বন্তরের মধ্যে হিসাব অনুযায়ী ১৫ টি সন্ধিকাল থাকে, অর্থাৎ ১৭ লক্ষ ২৮ হাজার x ১৫= ২কোটি ৫৯ লক্ষ ২০ হাজার বৎসর মোট সন্ধিকাল। এই চতুর্যুর্গীয় ১৪ টি মন্বন্তর এবং ১৫ টি সন্ধিকাল একত্রে যোগ করলে মোট ৪৩২ কোটি বৎসর।

যাকে মহা প্রলয় বলে, আবার ১০০০ চতর্যুগ সমান ৪৩২ কোটি বৎসর হয়। আবার ১০ টি চতর্যুগ সমান এক পঞ্চভৌতিক খন্ডপ্রলয় হয়, যার পরিমাণ ৪ কোটি ৩২ লক্ষ বৎসর, এই ভাবে ১০টি খন্ড প্রলয় হলে অর্থাৎঃ ৪৩২০০০০০১০ x ১০= ৪৩২ কোটি বৎসর হয় যা একটি মহাপ্রলয় বা মহা সৃষ্টির পরিমাণ। বর্তমানে সপ্ত মনু অর্থাৎ বৈবস্বত মন্বন্তর চলছে যার বয়স এখন প্রায় ১২ কোটি ৫ লক্ষ ৩৩ হাজার ৯৮ বৎসরের অধিক। এখন কলিযুগ যার বয়স ৫১১৫ বৎসরের অধিক চলছে।বাকি এখনও ভোগ হবে ৪ লক্ষ ২৭ হাজার বৎসরের কাছাকাছি এবং সপ্তম মনু বৈবস্বত মন্বন্তরের কলির ২৭ চতুর্যুগী শেষ হয়ে ২৮ চতুর্যুগী চলছে। এখনও কলির ৪৩ চতুর্যুগী ৭ মন্বন্তর এবং ৮ টি সন্ধিকাল পূর্ণ হতে বাকি আছে।

তথ্যঃ

  1.  মনু সংহিতা, অধ্যায় প্রথম, শ্লোক ৮৩
  2.  মনু সংহিতা, অধ্যায় প্রথম, শ্লোক ৮৬

No comments:

Post a Comment

ধন্যবাদ

বৈশিষ্ট্যযুক্ত পোস্ট

অথর্ববেদ ২/১৩/৪

  ह्यश्मा॑न॒मा ति॒ष्ठाश्मा॑ भवतु ते त॒नूः। कृ॒ण्वन्तु॒ विश्वे॑ दे॒वा आयु॑ष्टे श॒रदः॑ श॒तम् ॥ ত্রহ্যশ্মানমা তিষ্ঠাশ্মা ভবতুতে তনূঃ। কৃণ্বন্তু...

Post Top Ad

ধন্যবাদ