প্রাপ্তে কলাবহহ দুষ্টতরে চ কালে ন ত্বাং ভজন্তি মনুজা ননু বঞ্চিতাস্তে।
ধূর্ত্তৈঃ পুরাণচতুরৈহরিশঙ্করাণাং সেবাপরাশ্চ বিহিতাস্তব নিৰ্ম্মিতানাম্ ॥
দেবী ভাগবতস্কন্দ 5 অধ্যায় 19 শ্লোক 12
অর্থ-- দেবী!!এই ঘোর কলিযুগে যে সমস্ত মানুষেরা আপনাকে আরাধনা না করে অন্যান্য দেবগণদের আরাধনা করে,পুরাণ রচয়িতা ধূর্তেরা নিশ্চয়ই তাদেরকে বঞ্চিত করে( অর্থাৎ পুরাণ রচনা করে),বিষ্ণু ও শংকরের পূজার ব্যবস্থা করেছেন। পুরাণ রচয়িতাদের এইরকম ধূর্ততার ফলে সাধারণ জনগণের কি দুর্ভাগ্যই না সংঘটিত হয়েছে!!!
অর্থাৎ, পুরাণ রচয়িতারা, অত্যন্ত চতুর বা ধূর্ত।শিব ও বিষ্ণু পূজার শ্রেষ্ঠতা নিজেদের উদরপূর্তি করার জন্য লিখেছেন।
No comments:
Post a Comment
ধন্যবাদ