ন তস্য কার্য্যং করণং চ বিদ্যতে,ন তৎসমশ্চাভ্যধিকশ্চ দৃশ্যতে।
পরাস্য শক্তির্বিবিধৈব শ্রূয়তে,স্বাভাবিকী জ্ঞানবলক্রিয়া চ।।
ব্যাখ্যাঃ ঈশ্বর কোন বাহ্যিক সমর্থন ছাড়াই তাঁর কর্ম পালন করতে পারেন। তিনি অতুলনীয় এবং কেউ তার চাইতে শ্রেয়তর নয়। তিনি তাঁর অসীম শক্তি ও অসীম গতিশীলতা গুনধারী সর্ব শ্রেষ্ট। যদি তিনি গতিশীল ও বলশীল না হতেন তাহলে তাঁর পক্ষে সৃষ্টি, পালন ও বিনাশ করা অসম্ভব হতো। তিনি জাগ্রত, সর্বব্যাপি ও সক্রিয়।
ভাবার্থঃঅর্থঃ- পরমাত্মার ন্যায় কোনও তদ্রুপ কার্য্য এবং উহার কারন অর্থাৎ সার্থকতম অপর কেহ আপেক্ষিকত নাই।তাদার সাদৃশ অথবা তদপেক্ষা মহান কেহই নাই।তাঁহারা সর্বোত্তম শক্তি অর্থাৎ তাঁহাতে অনন্ত জ্ঞান অনন্ত বল এবং অনন্ত ক্রিয়া আছে,তাহা স্বাভাবিক।
No comments:
Post a Comment
ধন্যবাদ