মন্ত্রের প্রকৃত অর্থ - ধর্ম্মতত্ত্ব

ধর্ম্মতত্ত্ব

ধর্ম বিষয়ে জ্ঞান, ধর্ম গ্রন্থ কি , হিন্দু মুসলমান সম্প্রদায়, ইসলাম খ্রীষ্ট মত বিষয়ে তত্ত্ব ও সনাতন ধর্ম নিয়ে আলোচনা

धर्म मानव मात्र का एक है, मानवों के धर्म अलग अलग नहीं होते-Theology

সাম্প্রতিক প্রবন্ধ

Post Top Ad

স্বাগতম

23 October, 2020

মন্ত্রের প্রকৃত অর্থ

সংস্কৃতে মন্ত্র শব্দের বুৎপওিগত অর্থ হলো_____" মননাৎ ত্রায়তে ইতি মন্ত্রঃ"।
কৌশল-বিচার-উপায়-যুক্তিই হ'ল মন্ত্র

।। অং বং শং রাম রাম কৃষ্ণ কৃষ্ণ এগুলো কোন দিনই মন্ত্র নয় ।।
 ঋষিদের ভাষায় মন্ত্র বলতে
                                  " মননং বিশ্ববিজ্ঞানং ত্রাণং সংসাব বন্ধনাৎ
                             যতঃ করোতি সংসিদ্ধৈ মন্ত্র ইত্যুচ্যতে ততঃ।"(ছন্দোমঞ্জরি)
যারা দ্বারা বিশ্বের সমস্ত বিষয়ে জ্ঞানলাভ হয় আর সংসার বন্ধন হতে মুক্ত হওয়া যায় তাকেই বলা হয় মন্ত্র।
মন্ত্র বলতে কানে ফুঁ দিয়ে কোন বর্ণাত্মক কথা যা লেখা বা পড়ার সময় ব্যবহার করা হয়,যা বৈখরিতে অর্থাৎ জিহ্বাতে জিহ্বাতে উচ্চারণ করা যায়, তা কখনই মন্ত্র নয়। 
ঋষিদের ভাষায় মন্ত্র বলতে
                                  " মননং বিশ্ববিজ্ঞানং ত্রাণং সংসাব বন্ধনাৎ
                             যতঃ করোতি সংসিদ্ধৈ মন্ত্র ইত্যুচ্যতে ততঃ।"(ছন্দোমঞ্জরি)
যারা দ্বারা বিশ্বের সমস্ত বিষয়ে জ্ঞানলাভ হয় আর সংসার বন্ধন হতে মুক্ত হওয়া যায় তাকেই বলা হয় মন্ত্র।মন্ত্র বলতে কানে ফুঁ দিয়ে কোন বর্ণাত্মক কথা যা লেখা বা পড়ার সময় ব্যবহার করা হয়,যা বৈখরিতে অর্থাৎ জিহ্বাতে জিহ্বাতে উচ্চারণ করা যায়, তা কখনই মন্ত্র নয়।শাস্ত্রে নামের বা মন্ত্রের মহিমা আছে, নাম আছে সদ্ গুরুর হাতে। এই নাম বা মন্ত্র দান কোন সোহাং সোহাং জপ কিংবা জিহ্বাতে,মনে মনে বারবার Repetition এর জন্য রাং রামায় নমঃ, হরেকৃষ্ণ হরেকৃষ্ণ কিংবা 'ক্রীং কালিকায়ৈ স্বাহা' নয়। 


চলবে...


No comments:

Post a Comment

ধন্যবাদ

বৈশিষ্ট্যযুক্ত পোস্ট

कात्‍यायन श्रौतसूत्रम्

  Cont>>

Post Top Ad

ধন্যবাদ