উপাসনা কি - ধর্ম্মতত্ত্ব

ধর্ম্মতত্ত্ব

ধর্ম বিষয়ে জ্ঞান, ধর্ম গ্রন্থ কি , হিন্দু মুসলমান সম্প্রদায়, ইসলাম খ্রীষ্ট মত বিষয়ে তত্ত্ব ও সনাতন ধর্ম নিয়ে আলোচনা

धर्म मानव मात्र का एक है, मानवों के धर्म अलग अलग नहीं होते-Theology

সাম্প্রতিক প্রবন্ধ

Post Top Ad

স্বাগতম

29 October, 2020

উপাসনা কি

উপাসনা কি

 ঈশ্বরের গুণকর্ম্ম ও স্বভাব কর্ম্ম যেরূপ পবিত্র, আপনারও তদ্রূপ করা, ঈশ্বরকে সর্ব্বব্যাপক এবং আপনাকে ব্যাপ্য জানিয়া, এবং ঈশ্বরের আমরা সমীপস্থ এবং ঈশ্বর আমাদিগের সমীপস্থ এইরূপ নিশ্চয় করতঃ যোগাভ্যাস দ্বারা তাঁহার সাক্ষাৎ করণকে উপাসনা কহে..

✍ স্বামী দয়ানন্দ সরস্বতী

👉জ্ঞানের উন্নতি আদি উহার ফল

‘উপ’ অর্থ নিকটে এবং ‘আসন’ অর্থ বসা। ঈশ্বরের উপাসনা অর্থ ঈশ্বরের নিকটে বসা।
উপাসনা কি
সপর্য়্য গাচ্ছ ক্রমকায়ম ব্রণমন্নাবির শুদ্ধমপাপবিদ্ধম।
কবির্মনীষী পরিভূঃ স্বযস্তূরযাথা তথ্যতোর্থান
বদধাচ্ছাশ্বতীভ্যঃ সমাভ্যঃ।।
যজুঃ অঃ ৪০ মঃ ৮
ঈশ্বরের গুন কীর্ত্তন, শ্রবন এবং জ্ঞান কে স্তুতি করা বলে। ঐ পরমাত্বা সকল বস্তুতে ব্যাপক, শীঘ্রকারী, অনন্ত বলবান শুদ্ধ,সর্বজ্ঞ,সকলের অন্তর্য্যামী,সর্ব্বোপরি বিরাজমান, সনাতন এবং স্বয়ংসিদ্ধ, তিনি স্বয়ং জীবাদি সনাতন অনাদি প্রজাদিগকে আপনার সনাতন বিদ্যা দ্বারা বেদ প্রকাশ করতঃ অর্থবোধ করাইতেছেন ইত্যাদিকে সগুনস্তুতি বলে।
ফলপ্রাপ্তি : স্তুতি হতে ঈশ্বরের প্রীতি এবং তাহার গুন কর্ম ও স্বভাব দ্বারা নিজের গুন কর্ম ও স্বভাবের সংশোধন হয়।
ঈশ্বরের সম্বন্ধ বশতঃ আপনার সামর্থ্যের অতিরিক্ত যে সমস্ত বিজ্ঞানাদি প্রাপ্ত হওয়া যায়, তাহার জন্য ঈশ্বরের নিকট যাঞা করাকে প্রার্থনা করা বলে।
ফলপ্রাপ্তি : প্রার্থনা হতে নিরভিমানিতা,উৎসাহ এবং সাহায্য লাভ হয়
ঈশ্বরের গুনকর্ম্ম ও স্বভাব কর্ম্ম যেরুপ পবিত্র, আপনারও তদ্রুপ করা, ঈশ্বরকে সর্ব্বব্যাপক এবং আপনাকে ব্যাপ্য জানিয়া এবং ঈশ্বরেরে আমরা সমীপস্থ এবং ঈশ্বর আমাদিগের সমীপস্থ এইরুপ নিশ্চয় করতঃ যোগাভ্যাস দ্বারা তাঁহার সাক্ষাৎ করণকে উপাসনা বলে।

No comments:

Post a Comment

ধন্যবাদ

বৈশিষ্ট্যযুক্ত পোস্ট

অথর্ববেদ ২/১৩/৪

  ह्यश्मा॑न॒मा ति॒ष्ठाश्मा॑ भवतु ते त॒नूः। कृ॒ण्वन्तु॒ विश्वे॑ दे॒वा आयु॑ष्टे श॒रदः॑ श॒तम् ॥ ত্রহ্যশ্মানমা তিষ্ঠাশ্মা ভবতুতে তনূঃ। কৃণ্বন্তু...

Post Top Ad

ধন্যবাদ