বাল্মীকি রামায়ণ vs কৃত্তিবাসী রামায়ণ - ধর্ম্মতত্ত্ব

ধর্ম্মতত্ত্ব

ধর্ম বিষয়ে জ্ঞান, ধর্ম গ্রন্থ কি , হিন্দু মুসলমান সম্প্রদায়, ইসলাম খ্রীষ্ট মত বিষয়ে তত্ত্ব ও সনাতন ধর্ম নিয়ে আলোচনা

धर्म मानव मात्र का एक है, मानवों के धर्म अलग अलग नहीं होते-Theology

সাম্প্রতিক প্রবন্ধ

Post Top Ad

স্বাগতম

07 October, 2021

বাল্মীকি রামায়ণ vs কৃত্তিবাসী রামায়ণ

মূল বাল্মীকি রামায়ন আর কৃত্তিবাস ওঝা প্রবর্তিত বাংলা রামায়ন নিয়ে অনেকের মাঝে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে।প্রকৃতপক্ষে এ দুটোর মধ্যে অনেক পার্থক্য বিদ্যমান।সেই ধোঁয়াশা দূরীকরণই এই আর্টিকেল এর মুল উপজীব্য।
এখন আমরা স্বল্প পরিসরে আলোচোনা করবো—বাল্মীকি রামায়ন vs কৃত্তিবাসী রামায়ন।




১) মুল বাল্মীকি রামায়নে দেখা যায় প্রাচেতস বাল্মীকি নারদকে জিজ্ঞাসা করলেন ,এই ভূ-মন্ডলের শ্রেষ্ঠ রাজা কে? জ্ঞানে-গুণে সত্যনিষ্ঠা এবং চরিত্রবত্তায় আদর্শ চরিত্র কার?
নারদ তখন একাত্তরটি শ্লোকে রাম চরিত্র বর্ণনা করলেন—
“ স চ সর্বগুণোপেতঃ কৌশল্যানন্দ বর্ধনঃ
সমুদ্র ইব গাম্ভীর্যে স্থৈর্যে চ হিমবানিব”। [ মূল বাল্মীকি,বালকান্ড]
ইত্যাদি। কিন্তু ক্রমে ক্রমে মূল বাল্মীকি রামায়নের কলেবর বাড়তেই থাকে। খ্রিষ্টপূর্ব পঞ্চম শতাব্দীতে বাল্মীকি রামায়ণের যে প্রথম সংস্করন বের হয় তাতে সংখ্যা কিছু বেড়েছিল। দ্বিতীয় সংস্করণে দেখা গেলো শ্লোক সংখ্যা এসে দাড়িয়েছে চব্বিশ হাজারে এবং বহু বিক্ষিপ্ত ঘটনায় পরিপূর্ণ। আর তৃতীয় সংস্করনে পরিশিষ্ঠ ভাগে উত্তরাকান্ডসহ কলেবর আরও বৃদ্ধিপ্রাপ্ত হয়। আর বর্তমানে বাজারে সুলভ বাল্মিকি রামায়নের শ্লোক সংখ্যা পঞ্চাশ হাজারের মত। ( মনে হচ্ছে দিন কে দিন দিন শ্লোকগুলো প্রজননের মাধ্যমে বৃদ্ধি পাচ্ছে।
বাল্মীকির রামচন্দ্র আদর্শ মানব, প্রেম-পিতৃভক্তি পরাক্রম এবং প্রজানুরঞ্জনে গরীয়ান পুরুষ, কোন দেবোপম দেবতা বা পূর্ন পরমাত্মা নন। শ্রী রামের নাম তারকব্রহ্ম মুক্তিপদ নাম—একথা বাল্মীকি মুণি বলেন নি। বলেছেন কৃত্তিবাস—
“শমন দমন রাবণ রাজা রাবন দমন রাম
শমন ভবন না হয় গমন,যে লয় রামের নাম’।
বাল্মীকির পরে যত রকমের রামায়ন সম্প্রদায়ীরা লিখেছেন তাদের প্রত্যেকটিতে রামকে পুর্ন ষড়ৈশ্বর্য প্রতিপাদন করে পরমেশ্বর প্রতিপাদন করার চেষ্টা এবং miracles করার ক্ষমতা দিয়ে বলীয়ান করার চেষ্টা পুরোদমে করা হয়েছে যা কখোনোই গ্রহনযোগ্য নয়। এমনকি ব্রহ্মান্ড পুরানের অন্তর্গত অধ্যাত্ম রামায়ন ব্যাসের নামে লিখা হয়েছে। আর অধ্যাত্ম রাম্আয়নে দেবতারা তো বটেই এমনকি মাতা কৌশল্যাকে নিয়েও রামকে পূর্ন ব্রহ্মজ্ঞানে ভক্তি করানো হয়েছে। অথচ বাল্মীকি রামায়নে এর বিন্দু বিসর্গ নেই। বাল্মীকির রামচন্দ্র-
“ সর্বগুণোপেতঃ, নিয়তাত্মা মহাবীর্যো দ্যুতিমান ধৃতিমান বশী,ধর্মজ্ঞ সত্যসন্দশ্চ প্রজানাং চ হিতে রতঃ” একজন আদর্শ মানব। কোন পরমেশ্বর বা ভগবান নন। রাম মূর্তি গরে ,রাম নাম জপ করে রামের পূজা কর একথা বাল্মীকি মুনি কস্মিনকালেও বলে যান নি।
অদ্ভূতাচার্যের অদ্ভুত রামায়নে কোথাও দশ স্কন্ধ রাবনের পরিবর্তে হাজার স্কন্ধওয়ালা রাবনের উল্লেখ আছে। আর রাবন সীতাকে হরন করার সময় নাকি সীতা দুর্গা রূপ ধারন করে ৯৯০ টা মুন্ডু ছেদন করেন আর তারপর রামের হাতে রাবন বধের দৈববাণী শুণে ক্ষান্ত দেন। অনেক রাময়নকার তো আবার বলেন, দশানন রাবণ মা সীতাকে হরন করে নিয়ে যাবে একথা কেউ লিখেন কি করে।রাবন নাকি মায়া রাবন হরনকালে ব্রহ্মা এসে সীতাকে নিয়ে গেলেন আর মায়া সীতাকে রেখে গেলেন যাকে রাবন হরন করল।
এত এত মত পার্থক্য এবং অলীক ঘটনা নিশ্চয়ই কোন জ্ঞানী মুনি ঋষি বা প্রজ্ঞাবান মুনি বাল্মীকির হতে পারে না!!!!
২)বাল্মীকি পূর্বজন্মে দস্যু রত্নাকর ছিলেন , মরা মরা জপ করে বাল্মীকি হয়েছিলেন –এসব কথার বিন্দুবিসর্গও মূল রামায়নে নেই।
৩) কৃত্তিবাস বর্ণিত রামের দূর্গাপূজা বা অকালবোধনাদির কথা সত্যদর্শী বাল্মীকি মুনির রামায়নে নেই।
৪) রামের জন্মের ৬০০০০ বছর পূর্বে বাল্মীকি রামায়ন রচনা করেছিলেন – একথা ডাহা মিথ্যা।
“কোন্বস্মিন সাম্প্রতং লোকে গুণবান কশ্চ বীর্যবান”- নারদকে করা বাল্মীকির এ ধরনের প্রশ্নে স্পষ্ট বোঝা যায় যে, রাম তখন রাজত্ব করছেন।
মুল রামায়নে স্পষ্ট বলা আছে-
“ প্রাপ্ত রাজস্য রামস্য বাল্মীকির্ভগবান ঋষিঃ।
চকার চরিতং কৃৎস্মং বিচিত্র পদর্থবৎ” । [ আদিকান্ড, ৪র্থ সর্গ, ১ম শ্লোক]
যা থেকে স্পষ্ট বোঝা যায়, শ্রী রাম এবং বাল্মীকি মুনি সমসাময়িক ছিলেন।
৫) যজ্ঞ রক্ষার জন্য রাম লক্ষনকে পাঠানোর ব্যাপারে বিশ্বামিত্রের সঙ্গে রাজা দশরথ ছলনা করেছিলেন বলে কৃত্তিবাস যে রসালো বর্ননা দিয়েছেন বাল্মীকি রামায়নে তা নেই। বরংচ বশষ্ঠের কথা শুনে রাজা দশরথ প্রসন্ন চিত্তে রাম-লক্ষণকে যেতে দিলেন।
৬) গৌতমপত্নী অহল্যা পাথর হয়েছিলেন ,রামের চরনস্পর্শে তিনি মনুষ্য শরীর ধারন করল্রন, রামের চরণস্পর্শে কাঠের নৌকা সোনা হয়ে গিয়েছিল-এমন অলীক বর্ণনা কৃত্তিবাস যেসব দিয়েছেন তার বিন্দু-বিসর্গও মূল রামায়নে নেই। বাল্মীকির রামায়নে আছে- কাউকে দেখা না দিয়ে লোকচক্ষুর আড়ালে থেকে অহল্যা কঠোর ব্রহ্মচারিণী জ়িবোণ-যাপন করছিলেন। বাল্মীকি রামায়নে এমনটাই লিখা আছে-“ বাতভ্যক্ষা নিরাহারা তপ্যন্তী ভস্মশায়িনী”-ইত্যাদি।
৭) রাবন বিভীষনকে পদাঘাত করেছিলেন এমন কথা বাল্মীকি রামায়নে নেই। রাবন শুধুমাত্র তিরস্কার করেছিলেন এবং ধিক্কার জানিয়েছিলেন। আর সেই ধিক্কার আর ভর্ৎসনা শুনে কৃতঘ্ন বিভীষনই রামের কাছে চলে এসেছিলেন।
৮) বাল্মীকি রামায়নে হনুমান কোন বানর নন। হনুমান কর্তৃক গন্ধমাদন পর্বত মাথায় করে আনা , এক লাফে সমুদ্র পার হওয়ার কথা বাল্মিকি রামায়নে নেই।হনুমান বিভিন্ন মশা-মাছির রূপ ধারন করতে পারতেন এমন কথাও নেই।
বাল্মিকি রামায়নে পাওয়া যায়, সীতা হরনের পরে ,রাম-লক্ষন-সুগ্রীব-হনুমান সেখানে ছিলেন। সুগ্রীব হনুমানকে রামের সাথে কথা বলতে বললেন। হনুমান বুদ্ধিমত্তা ও শিষ্টাচারসহ রামের সাথে অনেক কতাহ বললেন। হনুমান্র কথায় মুগ্ধ হয়ে রাম বললেন-----
“ অভিভাষস্ব সোমিত্রে সুগ্রীব সচিবং কপিম,
বাক্যজ্ঞং মধুরৈর্বাকৈঃ স্নেহযুক্তমরিন্দম”। [কিষ্কিন্ধাস কান্ড,৩য় সর্গ, ২৭ শ্লোক]
ভাষ্য- হনুমানের কথায় মিগ্ধ হয়ে রামচন্দ্র লক্ষনকে বললেন-হনুমানজী মহাপন্ডিত। ঋগবেদ,সামবেদ ও যজুর্বেদে পারদর্শি না হলে কেহ এমন জ্ঞানপূর্ন বাক্য প্রয়োগ করতে পারেন না। ইনি নিশ্চয়ই সমগ্র ব্যাকরন শাস্ত্র অভগত আছেন। আমার সারহে এত কথা বললেও একটি অপশব্দ প্রয়োগ করেন নি।
                                 “ তদ যথা লভ্যতে সীতা তত্ত্ব মেবোপপাদয়,
                                  তথ্যেব হনুমন অস্তি বলং বুদ্ধিঃ পরাক্রম।
                                 দেশ কালানুবৃত্তিশ্চ নয়শ্চ নয়পন্ডিত”। [ কিষিন্ধা কান্ড]
ভাষ্যঃ বীর হনুমান যাতে সীতার অনুসন্ধান পাওয়া যায় সেই চেষ্টা কর। তুমি রাজনীতিবিদ,বল,বিক্রম,বুদ্ধি, সৌন্দর্য সবই তোমার আছে। দেশ, কাল ,পাত্রানুযায়ী কখন কি করতে হবে এ সকল নীতিতে তুমি সর্বজ্ঞানী।
কাজেই আমরা বেদজ্ঞানী হনুমানের প্রমান পাই বাল্মীকি রামায়নে। লেজযুক্ত গেছো হনুমান যার পূজা হিন্দু সমাজ করে আসছে তা ভিত্তিহীন,সম্পুর্ন ভিত্তিহীন।
একইভাবে মূর্খ পৌরানিকের দল রামায়নে বর্নিত দক্ষ,রক্ষ,গন্ধর্ব,কিন্নর, গরুর,সুপর্ন, নাগ এদের সবাইকে বন্যজীব হিসেবে বুঝে নিয়েছে। পিতা মহামুনি কশ্যপ হতে জন্ম যক্ষ,রক্ষ ও সুপর্নদের। তারা ছিল সৌর্য,বীর্য,পান্ডিত্য ও তপোবলের বাহক। তার পশু-জানয়ার,পাখি,সাপ হয় কিভাবে?? মূর্খ পুরানকার আর রামায়ন রচয়িতা আর মূর্খ পাথকের দল তা একবারেও ভেবে দেখলো না!!!!! মনুষ্য বাবা-মা হতে জানোয়ার পশু-পাখি কিভাবে জন্মে???? হনুমান,বানর,গড়ুর,পক্ষী,তক্ষক এরা মানুষ ছিলেন,কেবল গুণগত,আচরনগত পার্থক্যছিল যেমন আমাদের সবার মাঝে আছে। বাল্মীকি রামায়নে বানরগণ একজনের সাথে অপরের পরিচয় দিচ্ছে—“ ইক্ষাকুনাং কুলে জাতঃ”—অর্থাৎ ইক্ষাকু সৎ বংশে এদের জন্ম।
আরো পরিষ্কার করে বলি… অশোক বনে হনুমান সীতাকে প্রশ্ন করেছিলেন –
“ সুরানাম অসুনারাঞ্চ,নাগ গন্ধর্ব রাক্ষসাম
যক্ষনাং কিন্নবানাঞ্চ কা ত্বং ভবসি শোভনে”। [ সুন্দরকান্ড , ৩৩ নিসর্গ, ৫ শ্লোক]
ভাষ্যঃ ঐয়ি শোভনে সীতে। সুর,অসুর,নাগ,গন্ধর্ব,যক্ষ,রক্ষ,কিন্নর, কোনকুলে আপনি জন্মেছেন?
এর অর্থ কোন বংশে আপনার জন্ম। অর্থাৎ এগুলো সবগুলো ই ছিল মনুষ্য বংশ।তাই হনুমান কোন বোকার মত প্রশ্ন করেন নি সীতাকে। যেমনঃ দেশভেদে চীনা,জাপানী,আমেরিকান,ভারতীয়,বাংলাদেশী বললেও সবাই মানুষ। তেমনি ঐ সকল প্রকাশটাও সেভাবে হয়েছে।
আর হনুমানের সমুদ্র পারাপার সম্পর্কে যে গল্পটি রয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহিন এবং অলীক। সঠিক ব্যাখ্যা মহামুনি বাল্মীকির রামায়নে এভাবে বিধৃত হয়েছে—
“ লাঙ্গুলং হর্ষাৎ বলমুপেয়িবান”—অর্থাৎ সাগর পার হতে হনুমানজি লেজের মত কিছু একটা পেছনে লাগিয়ে নিলেন যাতে সহজে সমুদ্র পার হওয়া যায়। আর এটাকে পৌরানিকরা তাদের অনুর্ভর মস্তিষ্ক দিয়ে হনুমানের লেজ ভেবে প্রচারনা চালিয়েছেন।
হনুমানের সাগর লঙ্ঘন নিয়ে বাল্মিকি বলেন-
“ উৎপাপাতাথ বেগেন বেগবান বিচারয়ন সুপর্ণ্মিব চাত্মানং মেনে স কপি কুঞ্জরঃ’
ভাষ্যঃ বেগশালী হনুমান তখন মহাবেগে আকাশে উড়লেন এবনহ নিজেকে গরুড়ের মত ভাবলেন।আমরা জানি পবিত্র ঋগ্বেদ,রামায়ন,মহাভারত প্রভৃতিতে বিভিন্ন ধরনের বিমান এর উল্লেখ রয়েছে।কে জানে হনূমান এই ধরনের কোন প্রযুক্তি ব্যাবহার করেছিলেন কিনা!
এটা একটা উন্নত বিজ্ঞানের নিদর্শন সেই যুগে।বাল্মীকির রামায়নে পাওয়া যা সুষেন নামক চিকিৎসকের কথা যিনি প্রায় মৃত্যু পথযাত্রী মানুষকে তার সঞ্জীবনী ঔষধ খাইয়ে জীবনে ফিরিয়ে এনেছেন। বিশ্বকর্মার পুত্র নীল সেতু নির্মানে ইঞ্জিনিয়ারিং এর বুদ্ধি দিয়েছিল। অথচ এসব কথা কৃত্তিবাসের রামায়নে miracle এবং রঙ চং দিয়ে পুরো অলীক বানানো হয়েছে।
৯) কালনেমি সংবাদ, নন্দীগ্রামে ভরতের সাথে হনুমানের সাক্ষাৎ,গরুড়-পবনের যুদ্ধ ইত্যাদি মূল রামায়নে নেই।
১০)হনুমানের প্রার্থনায় উগ্রচন্ডা দেবীর লঙ্কা ত্যাগ, সমুদ্র লঙ্ঘন কালে সিংহিকা রাক্ষসি প্রসঙ্গ ,জান্তব কাক সীতাকে আক্রমন করায় রামের নিক্ষিপ্ত ত্রিশিরাশর কাকটিকে দেবলোক,ব্রহ্মলোক,শিবলোক পর্যন্ত ধাওয়া করে তার চক্ষু বিদ্ধ করে আনা-- এমন সব ঘটনা বাল্মীকি মুনির মূল রামায়নে নেই।
১১) রাবনের স্বর্গ বিজয়কালে কুম্ভকর্নের গমন, চৌষোট্টী যোগিনী সহ যুদ্ধ,তরনীসেন বধ,মহীরাবন-অহীরাবন বধ,অতীকায় বীরবাহু তরনসেন প্রভৃতির কাটামুন্ডের রাম উচ্চারনের অতি মিথ্যা কাহিনীও বাল্মীকি রামায়নে নেই।
১২) লক্ষনের চৌদ্দ বছরের ফল আনয়ন কাহিনী, লবকুশের যুদ্ধাদিসহ সমগ্র উত্তরকান্ডই বাল্মিকি রামায়নে নেই।

রামায়ণ সম্পর্কে আর একটা কথা বহুলভাবে প্রচলিত যে, সাতকাণ্ড রামায়ণ। কিন্তু রামায়ণ কি প্রকৃতপক্ষে সাতকাণ্ড ? যে সাত কাণ্ডের কথা বলা হয়, সেই নামগুলো হলো-

১। বালকাণ্ড
২। অযোধ্যাকাণ্ড
৩। অরণ্যকাণ্ড
৪। কিষ্কিন্ধ্যাকাণ্ড
৫। সুন্দরকাণ্ড
৬। যুদ্ধকাণ্ড এবং
৭। উত্তরকাণ্ড।

এ প্রসঙ্গে রাজশেখর বসু, যিনি বাল্মীকির সংস্কৃত রামায়ণকে বাংলায় গদ্যে অনুবাদ করেছেন, তিনিতার গ্রন্থের ভূমিকায় বলেছেন,

বর্তমান বাল্মীকি রামায়ণের কতক অংশ পরে জুড়ে দেওয়া হয়েছে, যেমন উত্তরকাণ্ড। যুদ্ধকাণ্ডের শেষে রামায়ণ মাহাত্ম্য আছে, তাতেই প্রমান হয় যে মূল গ্রন্থ সেখানেই সমাপ্ত।

এই উত্তরকাণ্ডেই আছে সীতার বনবাস এবং পরে যখন রাম আবার সীতাকে নিতে চায় তখন সবার প্রতি অভিমানে সীতার ভূগর্ভে প্রবেশ; এই বিষয়গুলোকে সত্য বলে মনে হয় না এই কারণে যে, একবার সীতার অগ্নিপরীক্ষা নিয়ে রাম তাকে গ্রহন করেছিলেন, তাহলে পরে আবার কেনো রাম, সীতাকে বনবাস দেবেন ? রাম চরিত্রের এই দ্বিচারিতাই প্রমান করে, রামায়ণের উত্তরকাণ্ড, বাল্মীকি কর্তৃক রচিত নয়, পরে এগুলো কেউ রচনা করে বাল্মীকির মূল রামায়ণের সাথে জুড়ে দিয়েছে এবং তখন থেকে চলছে বাল্মীকির নামে সাত কাণ্ড রামায়ণ। উত্তরকাণ্ড যে পরে রচিত, এমন কি সেটা মহাভারতেরও পরে, তার প্রমান আছে মহাভারতেই; কারণ, মহাভারতে যে রাম উপাখ্যান আছে, তারও কাহিনী, রামের সীতা উদ্ধার পর্যন্তই শেষ। সুতরাং যুদ্ধ শেষে অযোধ্যায় ফেরার পর সীতার প্রতি রামের সন্দেহ এবং সীতার বনবাস পরবর্তী কাহিনী, যার জন্য রামকে অনেকেইঅভিযুক্ত করে এবং তার সমালোচনা করে, সেটা সত্য নয় বলেই প্রমাণিত হয়।

যা হোক, সংস্কৃত থেকে বাংলা গদ্যে অনুবাদ করা সময় কৃত্তিবাস ওঝা, রামায়ণের কী কী সর্বনাশ করেছেন এবার সেদিকে নজর দেওয়া যাক :

কৃত্তিবাস, রামায়ণ অনুবাদ করার সময় মূল রামায়ণ থেকে অনেক দূরে সরে গিয়ে যা খুশি তাই রামায়নের মধ্যে ঢুকিয়ে দিয়ে হিন্দু সমাজের বারোটা বাজিয়ে দিয়ে গেছে। অহিরাবণ মহীরাবনের পাতালের ঘটনা, বীরবাহুর বীরত্ব ও যুদ্ধ, তরণীসেনের কাহিনী, রামের অকাল বোধন, হনুমান কর্তৃক রাবণের মৃত্যুবাণ হরণ, সীতার রাবণমূর্তি অঙ্কন, মৃত্যুপথযাত্রী রাবণের কাছে রামের শিক্ষা, লব ও কুশের যুদ্ধ সব কৃত্তিবাসের বানানো, এগুলোর একটিও সংস্কৃত রামায়ণে নেই। এভাবে কৃত্তিবাসের রাম, ত্রেতাযুগের কোনো ত্রাতা নয়, বিষ্ণুর কোনো অবতার নয়, এক পিতৃপরায়ণ সন্তান ও স্নেহপরায়ণ পিতা এবং একই সঙ্গে দ্বিধাগ্রস্ত ও সন্দেহে পর্যুদস্ত এক স্বামী । এ থেকে খুব সহজেই উপলবব্ধি করা যায় যে, কৃত্তিবাস- রামায়ণ অনুবাদ কালে বাল্মীকির প্রধান প্রধান কয়েকটি আখ্যান ও উপাখ্যান গ্রহণ করলেও সেগুলোকে ব্যাখ্যা বিশ্লেষণ করতে গিয়ে রচনার শুরু থেকেই অগাধ স্বাধীনতা নিয়েছে এবং নিজের প্রয়োজনে বাল্মীকি থেকে বহু দূরে সরে গিয়ে নিজের ইচ্ছা মতো যা খুশি তাই লিখেছেন। কৃত্তিবাসের এই স্বেচ্ছাচারী মনোভাবকে বুঝতে পেরেই মনে হয় রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করেছিলেন,

‘সেই সত্য যা রচিবে তুমি, ঘটে যাহা তাহা সব সত্য নহে।
কবি, তব মনোভূমি, রামের জন্মস্থান, অযোধ্যার চেয়ে সত্য জেনো।’

যদিও এই কথাটি বলেছিলেন, নারদ, বাল্মীকিকে; কারণ, রাম-রাবনের যুদ্ধ শেষ হলে নারদ এই ইতিহাসটি বাল্মীকিকে রচনা করার জন্য অনুরোধ জানালে, বাল্মীকি বলেছিলেন, আমি তো সবটা জানি না, যদিও তার নাম এবং তার কীর্তিকাহিনী শুনেছি, কিন্তু সবটা না জেনে লিখে যদি সত্যভ্রষ্ট হই ? সেই ভয় আমার আছে, তখন নারদ বাল্মীকিকে বলেছিলেন,

‘সেই সত্য যা রচিবে তুমি,….’

এই একই কথা কৃত্তিবাস সম্পর্কেও সত্য।

এর মাধ্যমে এখানে আরেকটি বিষয় স্পষ্ট হয় যে, রত্নাকর দস্যুর বাল্মীকি হয়ে উঠার কাহিনী সম্পূর্ণ মিথ্যা; কারণ, বাল্মীকিকে নারদ যখন রামের ইতিহাস লিখতে বলেন, তখন বাল্মীকি বলেন, “আমি রামের নাম এবং তার কীর্তিকথা শুনেছি, কিন্তু সবটা জানি না”, রত্নাকর দস্যু যদি রাম নাম জপ করে বাল্মীকি মুনিতে পরিণত হতেন, তাহলে কি তিনি এই কথা বলতে পারতেন ?

কৃত্তিবাস তো নিজের ইচ্ছামতো রামায়ণকে অনুবাদ করে যা তা কাহিনী ঢুকিয়েছেই, কিন্তু কৃত্তিবাস যেখানে মূল রামায়ণের কাহিনীকেই অনুসরণ করেছেন, সেখানেও তিনি কিভাবে রামায়ণকে বিকৃত করার চেষ্টা করেছেন, তার একটি উদাহরণ দেখুন নিচে-

সংস্কৃত রামায়ণে, সীতাকে যখন রাবন ধরে নিয়ে যায়; তখন সীতা, রাবনের সাথে ভয়ংকরভাবে সাহসের সাথে তর্ক বিতর্ক করে। কিন্তু কৃত্তিবাসী রামায়ণে ঐ সময়ে সীতা একজন ভীরু ও দুর্বল মহিলা। কৃত্তিবাসী রামায়ণে রামের চরিত্রও দুর্বল করে দেখানো হয়েছে এবং তাকে নপুংসক হিসেবে তুলে ধরা হয়েছে। কেননা, কৃত্তিবাসী রামায়ণে, রামের চরিত্র নিয়ে এই প্রশ্ন উত্থাপন করার সুযোগ দেওয়া হয়েছে যে, রাম-সীতা বনে ১২ বছর এক সাথে থাকার পরেও কেনো সীতা গর্ভবতী হলো না ? কিন্তু সংস্কৃত রামায়ণের এই তথ্যকে সুকৌশলে এড়িয়ে যাওয়া হয়েছে যে, বনবাসে যাওয়ার আগেই রাম সীতা প্রতিজ্ঞা করেছিলো, বনে গিয়ে তারা কোনো ভোগ-বিলাসে মত্ত হবে না; তারা বনবাসকালীন ব্রহ্মচর্য পালন করবে। তো যারা ব্রহ্মচর্য পালন করবে, তাদের সন্তান হবে কিভাবে ?

মাইকেল মধুসূদন দত্ত, ‘মেঘনাদবধ’ কাব্য লিখে বাংলা সাহিত্যে অমর হয়ে আছেন। কিন্তু তিনি এই কাব্য লিখেছিলেন হিন্দু সমাজ ও রামের প্রতি ভালোবাসা থেকে নয়, রাবন ও মেঘনাদের প্রতি ভালোবাসা থেকে; কারণ, তার কাছে রাবন ও মেঘনাদ ছিলো হিরো এবং রাম-লক্ষ্মণ ছিলেন ভিলেন; তাই রাম লক্ষ্মণের প্রতি প্রতিশোধ নেওয়ার জন্য তিনি রচনা করেন মেঘনাদবধ কাব্য।মাইকেলের এই যে ভুল বুঝে ভিলেন কে নায়ক আর নায়ককে ভিলেন ভাবা বা বানানো, এর কারণও কৃত্তিবাস।

ঘটনাটি এরকম : মাইকেল তখন হিন্দু ধর্ম ত্যাগ করে খ্রিষ্টান ধর্ম গ্রহন করে বাড়ি তথা কোলকাতা থেকে বিতাড়িত, খ্রিষ্টান পাদ্রীদের প্রতারণায় তখন তার ইংল্যান্ড যাওয়াও হয় নি; এখানে উল্লেখ্য যে, মাইকেলের খ্রিষ্টান হওয়ার মূল কারণই ছিলো ইংল্যান্ড নিয়ে যাওয়া বা পাঠানোর শর্ত। কারণ, মাইকেলের বাপের সামর্থ্য থাকলেও, মাইকেল বিদেশে গেলেই কোনো ইংরেজ মেয়েকে বিয়ে করবে, এই ভয়ে তার বাপ তাকে বিদেশ পাঠাতে রাজী ছিলো না; কিন্তু মাইকেলের আজীবনের লালিত স্বপ্ন সে ইংল্যান্ড যাবে এবং ইংরেজিতে কাব্য চর্চা করে সারা পৃথিবীতে বিখ্যাত হবে; এই জন্যই মাইকেল খ্রিষ্ট ধর্ম গ্রহণ করে, যার মূল শর্তই ছিলো তাকে ইংল্যাল্ড পাঠাতে হবে; কিন্তু খ্রিষ্ট ধর্মে দীক্ষা দেওয়ার পর পাদ্রীদের সেই ব্যাপারে আর কোনো আগ্রহ ছিলো না; শেষ পর্যন্ত মাইকেল গিয়ে স্থিতু হয় গুজরাটে এবং সেখানে অন্য এক পাদ্রীর মেয়েকে বিয়ে করে সংসার করার এবং ইংরেজিতে সাহিত্য চর্চার চেষ্টা করে।

এই চেষ্টারই ফল স্বরূপ মাইকেল ইংরেজিতে রচনা করে ‘দ্য ক্যাপটিভ লেডি’ এবং আরো কিছু সনেট। কিন্তু সেগুলোর সমালোচনা করতে গিয়ে ইংরেজরা যখন বলে, মাইকেলের মতো লোকেদের উচিত মাতৃভাষায় কাব্য রচনা করা, তখন ইংরেজিতে কাব্য চর্চা করে কিছু করা যাবে না মনে করে মাইকেল বাংলার দিকে মন দেয় এবং কোলকাতায় থাকা তার এক বন্ধুকে চিঠি লিখে কিছু বাংলা বই পাঠাতে বলে; তখন বাংলা সাহিত্যের তেমন বইও ছিলো না; কারণ, তখন না ছিলো রবীন্দ্রনাথ, না ছিলো বঙ্কিম; তাই বই বলতে মধ্যযুগে অনুবাদ করা কিছু বই এবং মঙ্গলকাব্য। সেজন্য কোলকাতার সেই বন্ধু যেসব বই তাকে পাঠিয়েছিলো, তার মধ্যে একটি ছিলো এই কৃত্তিবাসী রামায়ণ এবং এই কৃত্তিবাসী রামায়ণের সকল কথা বিশ্বাস ক’রে অন্য সকল হিন্দুর মতো মাইকেলও হয়েছিলো বিভ্রান্ত; তাই বই পাঠানোর পরে, সেই বন্ধুকে মাইকেল চিঠি লিখে জানিয়েছিলো, লক্ষ্মণ যেভাবে কাপুরুষের মতো বিভীষণের সহায়তায় আড়াল থেক তীর মেরে মেঘনাদকে হত্যা করেছে, এর প্রতিশোধ আমি নেবো; আমি এই ঘটনা নিয়ে একটি মহাকাব্য লিখবো।

সেই মহাকাব্যই হলো মেঘনাদবধ কাব্য, এটা এক দিকে বাংলা সাহিত্যের প্রথম মহাকাব্য এবং এখন পর্যন্ত একমাত্র সার্থক মহাকাব্য; এছাড়াও এটির মাধ্যমে রাম লক্ষ্মণের চরিত্রকে খাটো করে হিন্দু সমাজকে দমন করা যায় ব’লে বিশ্ববিদ্যালয় লেভেলে বাংলা বিভাগে পড়ানোর জন্য মুসলমানদের কাছে এটি একটি পছন্দের কাব্য, যেমন পছন্দের কাব্য বড়ুচণ্ডীদাসের শ্রীকৃষ্ণকীর্তন কাব্য; কারণ, এর মাধ্যমে হিন্দু ধর্মের প্রধা্ন পুরুষ কৃষ্ণকে লম্পট হিসেবে প্রমান করা যায়।
যা হোক, মাইকেলের কেনো এত রাগ ছিলো লক্ষ্মণের উপর, যে কারণে ভিলেন রাবন এবং তার ছেলে মেঘনাদ তথা ইন্দ্রজিৎ তার কাছে হয়ে উঠলো হিরো এবং রাম লক্ষ্মণ তার কাছে হয়ে গেলোভিলেন ?

কৃত্তিবাসের রামায়ণ পড়ে, বাংলাদেশের নাস্তিকজগতের একটি বিখ্যাত নাম এবং নাস্তিকদের গুরু আরজ আলী মাতুব্বর, তার একটি লেখা ‘রাবনের প্রতিভা’য় এই সিদ্ধান্তে পৌঁছেছে যে, রাম ছিলো সন্তান জন্ম দানে অক্ষম, কারণ বনবাসে এক সাথে ১২ বছর থাকলেও সীতার গর্ভে রাম কোনো সন্তানের জন্ম দিতে পারে নি; কিন্তু সীতাকে উদ্ধার করে আনার পর অগ্নিপরীক্ষা, যাকে আরজ আলী বিবেচনা করেছে কঠোর জিজ্ঞাসাবাদ হিসেবে, যাতে সীতা কিছুতেই স্বীকার করে নি যে রাবন তার সাথে কী করেছে, সেই অগ্নিপরীক্ষা দিয়ে সীতা নিজেকে নিষ্কলঙ্ক প্রমান করলেও পরে যখন সীতার গর্ভলক্ষণ প্রকাশ পায়, তখন রাম প্রকৃত সত্য অর্থাৎ সীতার গর্ভের সন্তান যে রাবনের ই এটা বুঝতে পেরে সীতাকে আবার বনবাসে পাঠায়।

কিন্তু প্রকৃত ব্যাপার হচ্ছে, সীতাকে উদ্ধার করে আনার পর প্রায় বছর খানেক কেটে গেছে, রাম এই ফাঁকে রাজ্যটাকে গুছিয়ে নেবার চেষ্টা করছে, কিন্তু তখনও সীতার গর্ভের লক্ষ্মণের কোনো খবর নেই, রাবন যদি সীতার সন্তানের পিতা হতো, তাহলে অযোধ্যায় ফেরার পর পরই তা অবশ্যই প্রকাশ পেয়ে যেতো। কিন্তু রাম, জনরবকে পাত্তা দিয়ে সীতাকে বনবাসে পাঠিয়ে দিলে বাল্মীকি মুনির আশ্রমে পৌঁছার পর সীতা যখন বুঝতে পারে যে তাকে বনবাস দেওয়া হয়েছে, তখন সীতা লক্ষ্মণকে বলে, তোমার ভাই আমাকে মিথ্যা সন্দেহে ত্যাগ করলেও তুমি জেনে যাও যে আমি সবে মাত্র গর্ভ ধারণ করেছি। কিনতু কৃত্তিবাসী রামায়ণে এই ছোটখাটো বিষয়গুলো উল্লেখ করা হয় নি, যাতে সূক্ষ্ম ঘটনাগুলো ধরা পরে; যেমন- উল্লেখ করা হয় নি, প্রথম বার বনবাসের পূর্বেই রাম সীতা প্রতিজ্ঞা করেছিলো যে, তারা বনবাসে গিয়ে ভোগ বিলাসে মত্ত হবে না, আর ভোগ বিলাসে মত্ত না হলে সন্তান হবে কিভাবে ? যে কথা উপরে একবার উল্লেখ করেছি। এই ভাবে কৃত্তিবাসী রামায়ণ যে কাউকে বিভ্রান্ত করতে সক্ষম, এই ভাবেই বিভ্রান্ত হয়েছিলো মাইকেল এবং সম্ভবত নিচের এই ঘটনাটা না জেনে-

কৃত্তিবাসী রামায়ণের প্রভাবে অনেকেই মনে করে লক্ষ্মণ, মেঘনাদকে বিনা যুদ্ধে অন্যায়ভাবে হত্যা করেছে। অর্থাৎ এটাকে তারা ছলনা বলেই মনে করে। কিন্তু তারও আগে মেঘনাদ যে ছলনা করে রাম-লক্ষ্মণকে হত্যা করার চেষ্টা করেছিলো, এটা অনেকেই জানে না বা বলা যায় কৃত্তিবাসী রামায়ণ তাদেরকে তা জানতে দেয় নি।

ঘটনাটি এরকম: মেঘনাদ বা ইন্দ্রজিৎ স্বয়ং যুদ্ধে নেমেও যখন কিছুতেই রাম লক্ষ্মণকে পরাস্ত করতে পারছিলো না, তখন সে একটি ছল করে; একদিন একটি মায়াসীতা তৈরি করে তার রথের উপর নিয়ে যুদ্ধ ক্ষেত্রে আসে এবং এবং রাম লক্ষ্মণকে বলে, এই সীতাকে উদ্ধারের জন্যই তো তোমরা লংকায় যুদ্ধ করতে এসেছো ? এখন দেখো, একে আমি কিভাবে হত্যা করি? বলেই সে নির্মম প্রহারে সীতাকে হত্যা করে, এটা দেখেই রাম লক্ষ্মণ মূর্ছিত হয়ে পড়ে যায়। তারপর কোনোরকমে হনুমান, সুগ্রীব তাদেরকে সেভ করে শিবিরে নিয়ে আসে। পরে শিবিরে এসে বিভীষণ যখন রাম লক্ষ্মণের মূর্ছিত হওয়ার কারণ জানতে পারে, তখন তাদেরকে বলে যে, মেঘনাদ যাকে হত্যা করেছে সেটা আসল সীতা নয়, একটা নকল সীতা; কারণ, রাবন কিছুতেই মেঘনাদকে এই কাজ করতে দিতে পারে না।

ইন্দ্রজিতের এই ছলের বিপরীতেই বিভীষণ এবং লক্ষ্মণ আরেক ছলের পরিকল্পনা করে এবং তাতেই ইন্দ্রজিৎ মারা যায়। তো এখানে দোষ কী ? ছলের ফল তো ছল ই হয়।

কিন্তু কৃত্তিবাসী রামায়ণের এই সব ভুল ভাল তথ্যের বিরুদ্ধ সেই সময় কথা বলার কোনো লোক ছিলো না, কারণ সংস্কৃত জ্ঞানের অভাবে কেউ আসল সত্য সম্পর্কে অবগত ছিলো না। একই ঘটনা ঘটেছে মাইকেলের মেঘনাদবধ কাব্য প্রকাশের পরেও, সঠিক জ্ঞানের অভাবে কেউ এর প্রতিবাদ করতে পারে নি।

কৃত্তিবাসী রামায়ণের প্রভাবে, আরজ আলী এটা মনে করতো যে, রামের চেয়ে রাবনের প্রতিভা বেশি, কেননা রাবন সেই সময় তার চলাচলের জন্য পুষ্পক রথ বানিয়েছিলেন, যাতে করে সে সীতাকে অপহরণ ক’রে সমুদ্র পারি দিয়ে তাকে লংকায় নিয়ে গিয়েছিললো; কিন্তু আরজ আলীর মতে, রামের এমন কোন বিমান ছিলো না, তাই তাকে সকলের সহায়তায় সমুদ্রের উপর সেতু নির্মান করে লংকায় যেতে হয়। কিন্তু কৃত্তিবাসী রামায়ণ এই তথ্য দেয় নি যে, রাবন যে পুষ্পক রথ ব্যবহার করতো, সেটা তার নিজের বানানো ছিলো না, ব্রহ্মা এই রথটি দিয়েছিলো কুবেরকে, কুবেরের কাছ থেকে রাবন তা ছিনতাই করে, যদিও কুবের ছিলো রাবনের সৎ ভাই।

এই ভাবে কৃত্তিবাস, রামায়ণের বহু সত্যকে চেপে গিয়ে বা কোথাও বিকৃত করে এক রামায়ণের মাধ্যমে হিন্দু সমাজের ১২টা বাজিয়ে দিয়ে গেছে।

রামায়ণের পুষ্পক রথ অর্থাৎ বিমান থেকে কিন্তু একটা বিষয় পরিষ্কার যে, হিন্দুরাই প্রথম বিমান আবিষ্কার করেছিলো বা হিন্দু ধর্মের তত্ত্ব বা প্রযুক্তিরই বাস্তব রূপায়ন আজকের বিমান যোগাযোগ ব্যবস্থা।

যা হোক, কৃত্তিবাস- রামায়ণ নিয়ে যে ছেলে খেলা খেলেছে, এটার পেছনে মধ্যযুগের মুসলিম শাসকদের ছিলো প্রত্যক্ষ বা পরোক্ষ সমর্থন। কারণ, মধ্যযুগের মুসলিম শাসকরা চায় নি যে, হিন্দুধর্ম, হিন্দুদের কাছে সঠিকভাবে উপস্থাপিত হোক। তাই মধ্যযুগে শুধু অনুবাদ করা কাব্যেরই বিকৃতি নয়, নতুন নতুন পুরাণ এবং উপনিষদও লেখা হয়েছে এবং করা হয়েছিলো বেদেরও বিকৃতি। এসবই ছিলো হিন্দুধর্মকে হিন্দুদের কাছে বিকৃতভাবে উপস্থাপন ক’রে, প্রকৃত হিন্দুত্বের রূপ হিন্দুদেরকে বুঝতে না দিয়ে, হিন্দুধর্ম ও কালচারকে ধ্বংস করার মধ্যযুগীয় ষড়যন্ত্র। কিন্তু অবাক করার ব্যাপার হলো, সেই ষড়যন্ত্র এখনও চলমান এবং তা হিন্দুদের মাধ্যমেই।

প্রাচীন ভারতীয় উপমহাদেশে ছিলো এবং এখনও আছে- বহু জাতি এবং তাদের বহু ভাষা, কিন্তু তাদের ধর্ম ও সংস্কৃতি ছিলো এক এবং তা ছিলো সনাতন এবং সনাতন ধর্মের মূল গ্রন্থগুলো লিখিত ছিলো এবং আছে সংস্কৃত ভাষায়। পরবর্তীতে বিভিন্ন জন, তাদের নিজ নিজ মাতৃভাষায় সনাতন ধর্মের এই গ্রন্থগুলোকে অনুবাদ করে; এভাবে অনুবাদ করার সময় সবার হাতেই প্রত্যেকটা গ্রন্থ কিছু না কিছু বিকৃত হয়েছেই, তাই ধর্ম এক হলেও ভারতের বিভিন্ন এলাকার কালচারে কিছু না কিছু ভিন্নতা আছেই; যেমন- কৃত্তিবাস, তার বাংলা রামায়ণে দুর্গা পূজার কথা উল্লেখ করেছিলো বলেই বাংলায় দুর্গা পূজা প্রচলিত হয়েছে, কিন্তু ভারতের আর অন্য কোনো জাতিগোষ্ঠীর মধ্যে রামায়ণ প্রচলিত থাকলেও দুর্গা পূজা প্রচলিত নেই, কারন আর কিছুই নয়, সেই সব এলাকায় যে বা যারা রামায়ণ অনুবাদ করেছে, তারা তার মধ্যে দুর্গা পূজার উল্লেখ করে নি বা হয়তো অন্য কোনো পূজার উল্লেখ করেছে, যার মাধ্যমে ঐ এলাকায় সেই ধরণের উৎসব চালু হয়ে গেছে। একারণেই সম্ভবত ভারতের একেক এলাকায়, একেক ধরণের ধর্মীয় অনুষ্ঠানের প্রাধান্য।

মধ্যযুগে যারা সংস্কৃত থেকে বিভিন্ন ধর্মীয় গ্রন্থ অনুবাদ করেছে তারা যে তাদের ইচ্ছামতো যা খুশি তা অনুবাদ করেছে, সেটা তো কৃত্তিবাসের কীর্তি দেখে কিছুটা অনুমান করতে পেরেছেন। কিন্তু এই সময়ে এসেও কেউ যদি প্রকৃত সত্যকে চাপা দেওয়ার চেষ্টা করে, তাদের উদ্দেশ্যকে আপনি কীবলবেন ? নিশ্চয়, হিন্দু ধর্মকে ধ্বংস করার নতুন ষড়যন্ত্র ? হ্যাঁ, এই কাজটিই করা শুরু করেছে ভারতের উত্তর প্রদেশের গোরক্ষপুরের গীতা প্রেস।

গীতা প্রেস শুধু গীতা ই ছাপায় না, এরা প্রায় সব হিন্দু ধর্মীয় গ্রন্থ, ভারতের প্রায় সব প্রধান ভাষায় ছাপিয়ে বিজনেস করে। এভাবে এরা বাংলা রামায়ণও সংস্কৃত থেকে অনুবাদ করে ছাপিয়ে বিক্রি করছে, কিন্তু সর্বনাশটা যেখানে করছে, তা হলো, তাদের ছাপানো গ্রন্থের মধ্যে দিয়ে তারা তাদের নিজস্ব বিশ্বাসকে মানুষের মধ্যে ছড়িয়ে দেবার অপচেষ্টা করছে।

আমি যদি মাছ মাংস অর্থাৎ আমিষ খাই, সেটা যেমন আমার ব্যক্তিগত ব্যাপার; তেমনি আমি যদি নিরামিষ খাই, সেটাও আমার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমি যখনশাস্ত্রের কথা বলবো, তখন শাস্ত্রে যেটা লিখা আছে, সেটাই আমাকে বলতে হবে; সেখানে আমি যদি আমার মতামত বা ইচ্ছাকে কৌশলে শাস্ত্রের মধ্যে দিয় প্রকাশ বা প্রমান করার চেষ্টা করি, সেটাকে আপনার কী বলবেন ? নিশ্চয় অপরাধ ? সেই অপরাধই করে চলেছে গোরক্ষপুরের গীতা প্রেস।



এবার কৃত্তিবাসী রামায়ণের কিছু মজার গল্প আপনাদের শোনাই :

“রামের লঙ্কা অভিযানের সময়, রাবনের মানসপুত্র অহিরাবনছিলো পাতাল পতি এবং অহিরাবনের পুত্রের নাম মহীরাবন। রাম যখন রাবনের সৈন্যদের মেরে ছারখার করছিলো, তখন উপায় না দেখে রাবন তার অনুগত, অহিরাবন ও মহীরাবনকে তলব ক’রে রাম লক্ষ্মনকে হত্যার নির্দেশ দেয়। অহিরাবন তার মন্ত্রের শক্তি দ্বারা পাতাল থেকে রামের শিবিরে রামের ঘর পর্যন্ত সুড়ঙ্গ তৈরি করে এবং মন্ত্রের শক্তিতে রাম লক্ষ্মণ ক’রে অজ্ঞান করে পাতালে নিয়ে যায়। হনুমান যখন বুঝতে পারে যে রাম লক্ষ্মণকে অপহরণ করা হয়েছে, তখন সেই সুড়ঙ্গ পথেই হনুমান পাতালে নেমে মহিরাবনের মন্দিরে চলে যায় এবং সেখানে রাম লক্ষ্মণকে বন্দী অবস্থায় দেখতে পেয়ে দেবী পাতাল ভৈরবীর মূর্তির পেছনে গিয়ে লুকিয়ে থাকে। এরপর মহিরাবন সেখানে আসে এবং রাম লক্ষ্মণকে দেবীর কাছে বলি হওয়ার আদেশ দিয়ে প্রণাম করার ভঙ্গিতে হাড়িকাঠে মাথা রাখতে বললে- রাম বলে,

“আমরা তো রাজপুত্র, কোনোদিন কাউকে প্রণাম করি নি, সবাই আমাদেরকেই প্রণাম করতো, তাই কিভাবে প্রণাম করতে হয় সেটা আমরা জানি না, তুমি শিখিয়ে দাও।”

শুনে মহিরাবন বলে, “এই কথা, দাঁড়াও শিখিয়ে দিচ্ছি,” এই ব’লে মহিরাবন যেই প্রণামের ভঙ্গিতে হাড়িকাঠে মাথা রেখেছে, অমনি হনুমান মূর্তির পেছন থেকে বেরিয়ে এসে হাড়িকাঠের শিক আটকে দিয়ে এক কোপে মহিরাবনের গলা কেটে ফেলেছে। মহিরাবন শেষ।

এরপর অহিরাবন সহ অন্যান্যরা এলে তাদেরকেও রাম, লক্ষ্মণ ও হনুমান মেরে সাফ করে দেয়। এরপর কৃত্তিবাস মৎস্য কন্যা বলে হনুমানের এক স্ত্রীর এবং মকরধ্বজ নামে এক পুত্রের আবির্ভাব ঘটায়, যে পুত্রের হাতে পাতাল শাসনের ভার দিয়ে রাম-লক্ষ্মন-হনুমান ফিরে আসে; এখানে রামের মুখে বলানো-“আমরা তো রাজপুত্র, কোনোদিন কাউকে প্রণাম করি নি, সবাই আমাদেরকেই প্রণাম করতো, তাই কিভাবে প্রণাম করতে হয় সেটা আমরা জানি না, তুমি শিখিয়ে দাও”- এটা পড়ার পর আমার মনে হলো, এ্যাডাল্ট সিনেমাগুলোতে যেমন সতর্কবাণী থাকে যে প্রাপ্তবয়স্ক অর্থাৎ ১৮ বছরের নিচের কারো দেখা নিষেধ, তেমনি কৃত্তিবাসের রামায়ণের উপর লিখে দেওয়া দরকার যে,

“ছোটদের রামায়ণ, ১০ বছরের উর্ধ্বের কেউ পড়বেন না।”

কারণ, কেচ্ছার মতো ঐ গল্প বড়দের জন্য নয়, শিশুদের জন্যই মানায় ভালো। বিয়ে শাদী করা প্রাপ্ত বয়স্ক একজন লোক বলছে যে, ‘প্রণাম কিভাবে করতে হয় আমরা জানি না’, আর সেটা আরেক প্রাপ্ত বয়স্ক রাজা বিশ্বাস করছে; কৃত্তিবাস এখন বেঁচে থাকলে এসব লেখার জন্য পাবলিকের মার খেয়ে হাত পা ভেঙ্গে ওকে হসপিটালে ভর্তি হতে হতো।

যা হোক, রামায়ণ নিয়ে আরো কিছু কথা না বললেই নয়- রামায়ণ, মহাভারতের মতো নির্ভুল গ্রন্থ নয়। এখানে সংখ্যাতত্ত্বের বেশ কিছু ভুল ভ্রান্তি আছে। যেমন- যুদ্ধকাণ্ডের ৪ নং উপাখ্যানে বলা আছে,

“সমুদ্রের উপর সীমন্তরেখার ন্যায় শোভমান এই সেতুপথে সহস্র কোটি বানর লাফাতে লাফাতে সগর্জনে পার হতে লাগলো।”

এই বানররা যে বানর ছিলো না, ছিলো মানুষ, সেটা একটু পরেই আপনার বুঝতে পারবেন, এখানে শুধু সংখ্যাটা খেয়াল রাখুন, সহস্র কোটি মানে হাজার কোটি; এখনও সারা পৃথিবীর মানুষের সংখ্যা ১ হাজার কোটি নয়, অথচ এই হাজার কোটি বানর সমুদ্র পার হয়ে লংকার মতো একটি ছোট দ্বীপে থাকতে পারছে! শুধু তাই নয়, রাবন যখন রামের বিরুদ্ধে যুদ্ধ করতে আসে, তখন সে কী কী নিয়ে যুদ্ধ করতে আসে দেখুন- এক নিযুত(১০ লক্ষ) রথ, তিন নিযুত (৩০ লক্ষ) হস্তী, ষাট কোটি অশ্ব, ও অসংখ্য পদাতিক সৈন্য (পৃষ্ঠা-৩৬৯)। ১০ লক্ষ রথে কমপক্ষে ২০ লক্ষ মানুষ ছিলো; কারণ, একজন রথ চালায় এবং অন্যজন যুদ্ধ করে; একইভাবে ৩০ লক্ষ হাতিতেও কমপক্ষে ৬০ লক্ষ মানুষ ছিলো, তারপর ষাট কোটি ঘোড়ায় ৬০ কোটি মানুষ; এভাবে রাবনের বাহিনীতে ছিলো প্রায় ৬১ কোটি মানুষ এবং তাদের রথ, হাতি ও ঘোড়া। খেয়াল করবেন, রাম ও রাবনের এই সমগ্র বাহিনী কিন্তু যুদ্ধ করছে লংকার মতো একটি ছোট্ট দ্বীপে, এটা কি সম্ভব ?

রাজশেখর বসুর অনুবাদের সত্যতা নিয়ে যাদের সন্দেহ আছে, তাদের জন্য এখানে আছে একটা সুস্পষ্ট ইঙ্গিত, অনুবাদ হয় এইরকমই, যেখানে ব্যক্তিগত লাভালাভ বা উদ্দেশ্য সাধনের জন্য সত্যকে বিকৃতি বা চাপা দেওয়া হয় না। বসু মহাশয় চাইলেই এই সংখ্যাগুলোকে কম করে লিখে একটা বাস্তব রূপ দিতে পারতেন, কিন্তু তিনি সেই চেষ্টা করেন নি, যা পেয়েছেন তাই লিখেছেন। এই একই কারণে কোরানের বাংলা অনুবাদ যদি আপনারা গিরিশের টা না পড়েন, প্রকৃত সত্যের নাগাল কখনো পাবেন না। কারণ, গিরিশ, কোরান অনুবাদ করেছিলেন নিজের লাভালাভের কথা চিন্তা না করে; কিন্তু পরে যে সব মুসলমান কোরান অনুবাদ করেছে, তাদের সবার মাথায় ছিলো বেহেশতের ৭২ হুরের চিন্তা।

এছাড়াও, রামায়ণ পড়লে, রামের বনবাস এবং যুদ্ধকালীন, শুধু রাম-সীতা এবং লক্ষ্মণকেই আপনি মানুষ হিসেবে পাবেন, আর তাদের আশে পাশে যাদেরকে পাবেন, তারা সবাই বানর, রাক্ষস ইত্যাদি। রাক্ষস বলতে প্রকৃতপক্ষে কিছু নেই, আছে রাক্ষস স্বভাবের মানুষ; সেই হিসেবে রাবনের পক্ষের সবাই রাক্ষস স্বভাবের মানুষ। কিন্তু বিভীষণ সেই রাক্ষস স্বভাবের উর্ধ্বে ছিলো বলেই তাকে আমরা সুসংস্কৃত মানুষ হিসেবে বিবেচনা করি, যদিও তিনি রাক্ষসকূলজাত। বিভীষণ যদি প্রকৃতই রাক্ষস হতো বা রাক্ষস বলে যদি আলা্দা প্রজাতির কোনো প্রাণী থাকতো, তাহলে বিভীষণ মানুষের মতো বিচার বুদ্ধি বা আচরণ করে কিভাবে ?

এরপর বালী- সুগ্রীবের কাহিনী যখন আপনি পড়বেন, তখন আপনার মনেই হবে না যে, তারা বানর; কারণ, তাদের রাজ্য আছে, রাজত্ব আছে, তারা মানুষের মতো কথা বলে, তাদের স্ত্রী সন্তান আছে, তাদের বসবাস করার জন্য নগর, দালান- ইমারত আছে। যদি তারা প্রকৃতপক্ষে বানর হতো, তাহলে তারা কি এসব নির্মান করতে পারতো, না তাদের জীবনে এসবের প্রয়োজন হতো ? আর বানর হিসেবে এইরকম বুদ্ধিবৃত্তিক উৎকর্ষই বা কিভাবে সম্ভব ? এই প্রশ্নের উত্তর কখনোই বুঝতে পারবেন না যতক্ষণ না আপনি, প্রাচীন যুগের মানুষের গোত্র বিভাগ কিভাবে হয়েছিলো, সেই ইতিহাস না জানবেন।

আমরা অনেক হিন্দুরই নামের শেষে পদবী হিসেবে লাগানো দেখি সিংহ (Lion), কারো নামের সাথে নাগ (সাপ) বা কারো সাথে সেন (শ্যেন, বাজ পাখি)। কিন্তু এগুলো কেনো ? যাদের নামের সাথে সিংহ লাগানো আছে তারা কি প্রকৃত পক্ষেই সিংহ, বা যাদের নামের সাথে নাগ আছে, তারা সাপ ? আসলে তারা প্রকৃত সিংহ, সাপ বা বাজপাখি নয়। প্রাচীন কালে এক গোত্রের মানুষের থেকে অন্য গোত্রের মানুষকে আলাদা করার জন্য পশু পাখিদের নামে তাদের নামকরণ করা হয়েছিলো, শুধু কোন গোত্রের মানুষ, তা আলাদা করে চিহ্নিত করার জন্য। বানর রাজ সুগ্রীব বা বালি বলতে বানরদের রাজাকে বোঝায় না, এরা আসলে বানর গোত্রের মানুষদের রাজা। তাই রামায়ণে বানর, রাক্ষস বলতে যাদেরকে বোঝানো হয়, আসলে এরা কেউ প্রকৃত অর্থে বানর বা রাক্ষস নয়, সবাই মানুষ, তবে ভিন্ন গোত্র বা ভিন্ন ধরণের।

আপনাদের সত্য জানানোর ক্ষুদ্র প্রচেষ্টা করলাম। আশা করি সবাই মনযোগ দিয়ে পড়ে যুক্তি-বুদ্ধি দিয়ে তা বিচার করবেন। আসুন আমরা সবাই মূল বাল্মীকি রামায়ন পড়ে সত্য এবং যথার্থ জ্ঞান অর্জন কতি। নিজেদের আর্যত্ব কে মহিমান্বিত করি। কুসংস্কার আর ক্রমশঃ ক্ষয়ে যাওয়া সনাতন সমাজকে বাচাতে এগিয়ে আসি সত্যের অনুসন্ধান করি। সব অপপ্রচার, কু-চক্রান্ত, আর হাজার বছরের মিথ্যা বলয়ের ধারাকে সত্য দিয়ে ভেঙে এক নতুন আলোকিত দিগন্তের উন্মোচন করি।

No comments:

Post a Comment

ধন্যবাদ

বৈশিষ্ট্যযুক্ত পোস্ট

ব্রহ্মচর্যের সাধনা ভোজন

  নবম ভাগ ভোজন ভূমিকা - "ধর্মার্থকামমোক্ষাণামারোগ্যম্ মূলমুত্তমম্" . ধর্ম-অর্থ-কাম আর মোক্ষ এই পুরুষার্থচতুষ্টয় হল মানব জীবনের উ...

Post Top Ad

ধন্যবাদ