অজামেকাং লোহিতশুক্লকৃষ্ণাং বহ্বীঃ প্রজাঃ
সৃজমানাং সরূপাঃ। অজো হ্যেকো জুষ মানো হনু
শেতে জহাত্যেনাং ভুক্তভোগামজোহন্যঃ
পদার্থঃ ( সঃ) পরমাত্মার ( রূপাঃ) সত্ব, তম,রজ প্রকৃতি( বহ্বীঃ) অনেক ( প্রজাঃ) সন্তান বা মনুষ্যাদি +অন্যান্যা প্রানীসকল ( সৃজমানাম্) সৃজনকারিনী
( লোহিত শুক্ল কৃষ্ণাম্) রক্ত, শ্বেত ও কৃষ্ণাবর্ন বিশিষ্টা (একাম্) একমাত্র ( অজাম) জন্ম রহিত প্রকৃতিক ও পরমাত্মা ( একঃ হি) কোন ( অজঃ) জন্মরহিত অবিদ্যাগ্রস্থ জীব ( জুষমাণঃ) সেবা পরায়ন হইয়া ( অনুশেতে) ভোগ করে ( অন্যঃ) মুক্ত জীব
( ভুক্ত ভোগাম্) ভোগ করে বিরত হয়েছে ( এমাম্) এই প্রকৃতিকে ( জহাতি) ত্যাগ করে।
সরলার্থঃ প্রকৃতি,জীব এবং পরমাত্মা এই তিন অজ অর্থাৎ 'যাহার কখন ও জন্ম হয় না এবং ইহারা কখনও জন্ম গ্রহন করেন না। অর্থাৎ এই তিন সমগ্র জগতের কারন নাই। অনাদিজীব, এই অনাদি প্রকৃতিকে ভোগ করিতে অাবদ্ধ হয় কিন্তু পরমাত্মা ও মুক্তপুরুষ তাহাতে অাবদ্ধ হন না এবং ভোগ করেন না। সেই পরমাত্মা বহু মনুষ্যাদি সৃজন করেছিলেন।।
No comments:
Post a Comment
ধন্যবাদ