দৃতে দৃংহ মা মিত্রস্য মা চক্ষুষা সর্বাণি ভূতানি সমীক্ষপ্তাম্ ।
মিত্রস্যাহং চক্ষুষাসৰ্ব্বাণি ভুতানি সমীক্ষে। মিত্রস্য চক্ষুষা সমীক্ষামহে।। যজুর্বেদ ৩৬/১৮
পদার্থঃ-
(দৃতে) হে দুঃখ নাশক (মা) আমাকে (দৃংহ) সুখের সহিত বর্ধন কর (মা) আমাকে (মিত্রস্য) মিত্রের (চক্ষুষা) দৃষ্টিতে (সর্বাণি) সব (ভুতানি) প্রাণী (সমীক্ষন্তাম্) দেখুক (মিত্রস্য) মিত্রের (চক্ষুষা) দৃষ্টিতে (অহম্) আমি (সর্বাণি) সব (ভুতানি) প্রাণীকে (সমীক্ষে) দেখি (মিত্রস্য) মিত্রের (চক্ষুষা) দৃষ্টিতে (সমীক্ষামহে) আমরা পরষ্পরকে দেখি। ---
বঙ্গানুবাদঃ-
হে দুঃখ নাশক পরমাত্মন! আমাকে সুখের সহিত বর্ধন কর। সব প্রাণী আমাকে মিত্রের দৃষ্টিতে দেখুক।আমি সব প্রাণীকে মিত্রের দৃষ্টিতে দেখি।আমরা(মানুষেরা) একে অন্যকে(অন্যান্য প্রাণীদের) মিত্রের দৃষ্টিকে দেখি।
No comments:
Post a Comment
ধন্যবাদ