সহস্রশীর্ষা পুরুষঃ সহস্রাক্ষঃ সহস্রপাৎ।
স ভূমিং বিশ্বতো বৃত্বাহত্যতিষ্ঠদ্দশাঙ্গুলম্।।
শব্দার্থঃ (সহস্রশীর্ষা) হাজার [অর্থ্যাৎ অসংখ্য] জীবের শীর যাহার মধ্যে অথবা যিনি সর্বজ্ঞ (সহস্রাক্ষঃ) [অর্থ্যাৎ অসংখ্য] জীবের চক্ষু যাহাতে অথবা যিনি সর্বদ্রষ্টা(সহস্রপাত্) হাজার [অর্থ্যাৎ অসংখ্য] জীবের পাদ যাহাতে অথবা যিনি সর্বগত,সর্বব্যাপক (সঃ) তিনি (পুরুষঃ) পূর্ন ব্রহ্ম (সর্বতঃ) সব প্রকার (ভূমিয়) ভূগোল অর্থ্যাৎ সমস্ত প্রকৃতিরূপ জগৎকে (স্পৃত্বা) ব্যাপক হয়ে (দশাঙ্গুলম্) দশাঙ্গুল [অর্থ্যাৎ পাঁচ স্থুল বা পাঁচ সূক্ষ্ম ভূতবান জগৎ কে] (অত্যতিষ্ঠত্= অত্য+ অতিষ্ঠত্) উলঙ্ঘন করে স্থিত অর্থ্যাৎ এই সকল জগৎ এর এর ভিতর বাহিরেও পরিপূর্ন ব্যাপক হয়ে রয়েছেন ।।
সরলার্থঃ হাজার [অর্থ্যাৎ অসংখ্য] জীবের শীর যাহার মধ্যে অথবা যিনি সর্বজ্ঞ [অর্থ্যাৎ অসংখ্য] জীবের চক্ষু যাহাতে অথবা যিনি সর্বদ্রষ্টা হাজার [অর্থ্যাৎ অসংখ্য] জীবের পাদ যাহাতে অথবা যিনি সর্বগত,সর্বব্যাপক তিনি পূর্ন ব্রহ্ম সব প্রকার ভূগোল অর্থ্যাৎ সমস্ত প্রকৃতিরূপ জগৎকে ব্যাপক হয়ে দশাঙ্গুল [অর্থ্যাৎ পাঁচ স্থুল বা পাঁচ সূক্ষ্ম ভূতবান জগৎ কে] উলঙ্ঘন করে স্থিত অর্থ্যাৎ এই সকল জগৎ এর এর ভিতর বাহিরেও পরিপূর্ন ব্যাপক হয়ে রয়েছেন ।
No comments:
Post a Comment
ধন্যবাদ