ততঃ পরং ব্রহ্মপরং বৃহন্তং যথানিকায়ং সর্বভূতেষু গূঢ়ম্।
বিশ্বস্যৈকং পরিবেষ্টিতারম্ ঈশং তং জ্ঞাত্বাহমৃতা ভবন্তি।।
শব্দার্থঃ (ততঃ) সেই [ব্রহ্মান্ড] থেকে (পরম্) পরে অর্থ্যাৎ ব্রহ্মান্ডের অতিরিক্ত]ব্রহ্ম [যিনি] (পরম্) সর্বোৎকৃষ্ট [বা] (বৃহতম্) মহান (যথানিকায়ম্) [শরীরে] যথা স্থান (সর্বভূতেষু) সব [চর-অচর] ভূতের মধ্যে (গূঢ়ম্) নিগূঢ় ভাবে বর্তমান অন্তর্যামী (বিশ্বস্য) জগতের (একম্) এক [স্বামী] (পরিবেষ্টিতারম্) সব বিশ্বকে পরিবেষ্টনকারী [এবং] (ঈশাম্) স্বামী (তম্) সেই [ব্রহ্ম] কে (জ্ঞাত্বা) জেনে [ধার্মিক বিদ্বান যোগী লোক] (অমৃতাঃ) অমৃত [মুক্ত] (ভবন্তি) হয়ে যান।।
সরলার্থঃ সেই [ব্রহ্মান্ড] থেকে পরে অর্থ্যাৎ ব্রহ্মান্ডের অতিরিক্ত]ব্রহ্ম [যিনি] সর্বোৎকৃষ্ট [বা] মহান [শরীরে] যথা স্থান সব [চর-অচর] ভূতের মধ্যে নিগূঢ় ভাবে বর্তমান অন্তর্যামী জগতের এক [স্বামী] সব বিশ্বকে পরিবেষ্টনকারী [এবং] স্বামী সেই [ব্রহ্ম] কে জেনে [ধার্মিক বিদ্বান যোগী লোক] অমৃত [মুক্ত] হয়ে যান।।
No comments:
Post a Comment
ধন্যবাদ