শ্বেতাশ্বতরোপনিষৎ ৩/৩ - ধর্ম্মতত্ত্ব

ধর্ম্মতত্ত্ব

ধর্ম বিষয়ে জ্ঞান, ধর্ম গ্রন্থ কি , হিন্দু মুসলমান সম্প্রদায়, ইসলাম খ্রীষ্ট মত বিষয়ে তত্ত্ব ও সনাতন ধর্ম নিয়ে আলোচনা

धर्म मानव मात्र का एक है, मानवों के धर्म अलग अलग नहीं होते-Theology

সাম্প্রতিক প্রবন্ধ

Post Top Ad

স্বাগতম

01 May, 2021

শ্বেতাশ্বতরোপনিষৎ ৩/৩

 বিশ্বতশ্চক্ষুরুত বিশ্বতোমুখো বিশ্বতোবাহুরুত বিশ্বতস্পাৎ।

সং বাহুভ্যাং ধমতি সম্পতত্রৈ- র্দ্যাবাভূমী জনয়ন্ দেব একঃ।।

শ্বেতাশ্বতরোপনিষৎ ৩/৩
শব্দার্থঃ [যে] (বিশ্বতচক্ষুঃ) সব সংসারের দ্রষ্টা (উত্) এবং (বিশ্বতোমুখঃ) সর্ববক্তা অর্থাৎ সবার অন্তর্যামী রুপে উপদ্রেষ্টা [বা] (বিশ্বতোবাহুঃ) সর্বধারক বা সব প্রকার অনন্ত বল বা পরাক্রম যুক্ত (উত্) তথা(বিশ্বতস্পাত্) সর্বত্র পদবান অর্থাৎ,সর্বগত বা সর্বব্যাপক [তিনি] (একঃ) এক 'অসহায় অদ্বিতীয়' (দেবঃ)স্বপ্রকাশস্বরুপ পরমাত্মা (দ্যাবাভ্যাম্) সূর্যপৃথিব্যাদি লোককে (জনয়ন) উৎপন্ন করে (বাহুভ্যাম্) অনন্তরুপ বল বা পরাক্রমরুপ বাহু দ্বারা (পতত্রঃ) [সব জীব কে] সুখদুঃখরুপ বল দ্বারা (সংঘমতি) সম্যক [যথাযোগ্য] কম্পমান অর্থাৎ,জন্মমরণাদি কে প্রাপ্ত করায়। ।।

সরলার্থঃ [যে] সব সংসারের দ্রষ্টা এবং সর্ববক্তা অর্থাৎ সবার অন্তর্যামী রুপে উপদ্রেষ্টা [বা] সর্বধারক বা সব প্রকার অনন্ত বল বা পরাক্রম যুক্ত তথা(বিশ্বতস্পাত্) সর্বত্র পদবান অর্থাৎ,সর্বগত বা সর্বব্যাপক [তিনি] (একঃ) এক 'অসহায় অদ্বিতীয়' (দেবঃ)স্বপ্রকাশস্বরুপ পরমাত্মা (দ্যাবাভ্যাম্) সূর্যপৃথিব্যাদি লোককে (জনয়ন) উৎপন্ন করে (বাহুভ্যাম্) অনন্তরুপ বল বা পরাক্রমরুপ বাহু দ্বারা (পতত্রঃ) [সব জীব কে] সুখদুঃখরুপ বল দ্বারা (সংঘমতি) সম্যক [যথাযোগ্য] কম্পমান অর্থাৎ,জন্মমরণাদি কে প্রাপ্ত করায়। ।।

No comments:

Post a Comment

ধন্যবাদ

বৈশিষ্ট্যযুক্ত পোস্ট

अथर्ववेद 6/137/1

  एक वरिष्ठ वैदिक विद्वान् ने मुझे अथर्ववेद के निम्नलिखित मन्त्र का आधिदैविक और आध्यात्मिक भाष्य करने की चुनौती दी। इस चुनौती के उत्तर में म...

Post Top Ad

ধন্যবাদ