বিশ্বতশ্চক্ষুরুত বিশ্বতোমুখো বিশ্বতোবাহুরুত বিশ্বতস্পাৎ।
সং বাহুভ্যাং ধমতি সম্পতত্রৈ- র্দ্যাবাভূমী জনয়ন্ দেব একঃ।।
শ্বেতাশ্বতরোপনিষৎ ৩/৩
শব্দার্থঃ [যে] (বিশ্বতচক্ষুঃ) সব সংসারের দ্রষ্টা (উত্) এবং (বিশ্বতোমুখঃ) সর্ববক্তা অর্থাৎ সবার অন্তর্যামী রুপে উপদ্রেষ্টা [বা] (বিশ্বতোবাহুঃ) সর্বধারক বা সব প্রকার অনন্ত বল বা পরাক্রম যুক্ত (উত্) তথা(বিশ্বতস্পাত্) সর্বত্র পদবান অর্থাৎ,সর্বগত বা সর্বব্যাপক [তিনি] (একঃ) এক 'অসহায় অদ্বিতীয়' (দেবঃ)স্বপ্রকাশস্বরুপ পরমাত্মা (দ্যাবাভ্যাম্) সূর্যপৃথিব্যাদি লোককে (জনয়ন) উৎপন্ন করে (বাহুভ্যাম্) অনন্তরুপ বল বা পরাক্রমরুপ বাহু দ্বারা (পতত্রঃ) [সব জীব কে] সুখদুঃখরুপ বল দ্বারা (সংঘমতি) সম্যক [যথাযোগ্য] কম্পমান অর্থাৎ,জন্মমরণাদি কে প্রাপ্ত করায়। ।।
সরলার্থঃ [যে] সব সংসারের দ্রষ্টা এবং সর্ববক্তা অর্থাৎ সবার অন্তর্যামী রুপে উপদ্রেষ্টা [বা] সর্বধারক বা সব প্রকার অনন্ত বল বা পরাক্রম যুক্ত তথা(বিশ্বতস্পাত্) সর্বত্র পদবান অর্থাৎ,সর্বগত বা সর্বব্যাপক [তিনি] (একঃ) এক 'অসহায় অদ্বিতীয়' (দেবঃ)স্বপ্রকাশস্বরুপ পরমাত্মা (দ্যাবাভ্যাম্) সূর্যপৃথিব্যাদি লোককে (জনয়ন) উৎপন্ন করে (বাহুভ্যাম্) অনন্তরুপ বল বা পরাক্রমরুপ বাহু দ্বারা (পতত্রঃ) [সব জীব কে] সুখদুঃখরুপ বল দ্বারা (সংঘমতি) সম্যক [যথাযোগ্য] কম্পমান অর্থাৎ,জন্মমরণাদি কে প্রাপ্ত করায়। ।।
No comments:
Post a Comment
ধন্যবাদ