অগ্নিহোত্র - ধর্ম্মতত্ত্ব

ধর্ম্মতত্ত্ব

ধর্ম বিষয়ে জ্ঞান, ধর্ম গ্রন্থ কি , হিন্দু মুসলমান সম্প্রদায়, ইসলাম খ্রীষ্ট মত বিষয়ে তত্ত্ব ও সনাতন ধর্ম নিয়ে আলোচনা

धर्म मानव मात्र का एक है, मानवों के धर्म अलग अलग नहीं होते-Theology

সাম্প্রতিক প্রবন্ধ

Post Top Ad

স্বাগতম

21 July, 2021

অগ্নিহোত্র

 দৈনিক #অগ্নিহোত্র (সম্পূর্ণ)-হিন্দি অর্থ সহঃ                                    #অগ্নিহোত্রভিডিও

অথর্ববেদে ১২।৫।৫৬ বলা আছে-"যে মনুষ্য বৈদিক নিয়মের অবহেলনা করে অগ্নিহোত্র, বেদাধ্যায়ন ইত্যাদি কপট মন নিয়ে সম্পাদন করে, তার কোনো সম ইষ্ট-সিদ্ধি হয় না।"
ও৩ম্ ভূর্ভুবঃ স্বঃ ।
তৎসবিতুর্বরেণ্যং
ভর্গো দেবস্য ধীমহি ।
ধিয়ো য়ো নঃ প্রচোদয়াৎ ।।-ঋগ্বেদ- ৩।৬২।১০
ভাবার্থ :পরমাত্মা, প্রানস্বরূপ,দুঃখনাশক, আনন্দস্বরূপ। জগৎ উৎপাদক,দিব্যগুণ যুক্ত পরমাত্মার,সেই বরণীয় পাপনাশক শুদ্ধস্বরূপকে ধ্যান করি,যিনি,আমাকে নির্মল বুদ্ধির প্রেরণা দান করেন।
নিম্ন মন্ত্রের এক একটি মন্ত্র উচ্চারণ করিয়া দক্ষিণ হাতে জল লইয়া ক্রমশঃ তিনবার আচমন করিবে।
ও৩ম্ অমৃতোপস্তুরণমসি স্বাহা(১)
ও৩ম অমৃতাপিধানমসি স্বাহা (২)
ও৩ম্ সত্য়াং যশঃ শ্রীর্ময়ী শ্রীঃ শ্রয়তাং স্বাহা(৩)-তৈত্তিরীঃ ১০।৩২-৩৫
ভাবার্থঃ হে জল! তুমি অমঁত ও প্রাণীদের আধারভুত (১)
জে জল তুমি অমৃত ও রোগনাশক (২)
আমি যেন সত্য, যশ, বল, লক্ষ্মী ও শোভা লাভ করি (৩)
#অঙ্গস্পর্শঃ
বাম হস্তের তালুতে কিঞ্চিৎ জল রাখিয়া দক্ষিণ হস্তের মধ্যমা ও অনামিক অঙ্গুলি দ্বারা সে জল লইয়া নিম্নমন্ত্র পাঠ করিতে করিতে বিভিন্ন অঙ্গে স্পর্শ করিবে।
ও৩ম্ বাঙ্ম আস্যেহস্ত-এই মন্ত্রে মুখে,
ওতম্ নাসোর্মে প্রাণোহস্ত-এই মন্ত্রে দুই নাসারন্ধে,
ওতম্ অক্ষোর্মে চক্ষুরস্তু-এই মন্ত্রে দুই চক্ষুতে,
ও৩ম্ কর্ণয়োর্মে শ্রোত্রমস্তু-এই মন্ত্রে দুই কর্ণে,
ও৩ম্ বাহ্বোর্মে বলমস্তু-এই মন্ত্রে দুই বাহুতে,
ও৩ম্ ঊর্ব্বোর্ম ওজোস্তু- এই মন্ত্রে দুই উরুতে,
ও৩ম্ অরিষ্টানি মেহঙ্গানি তনুস্তন্বা মে সহ সস্তু- এই মন্ত্রে সর্বাঙ্গে জলস্পর্শ করিবে(পারস্কর গৃহ্য ১।৩।২৫)
ভাবার্থঃ আমার মুখে বাকশক্তি, নাসিকায় প্রাণবায়ু, চক্ষুতে দৃষ্টি শক্তি, কর্ণ শ্রবন শক্তি, বাহুতে বল, উরুতে ওজঃশক্তি প্রতিষ্ঠিত থাকুক। শরীরের সব অঙ্গ নীরোগ ও বলবান থাকুক।
#ঈশ্বরেরস্তুতি-প্রার্থনা-উপাসনা
ওতম্ বিশ্বানি দেব সবিতর্দুরিতানি পরাসুব।
যদভদ্রন্তন্ন আসুব।।
ওতম্ হিরণ্যগর্ভঃ সমবর্ত্ততাগ্রে ভূতস্য জাতঃ পতিরেক অসীৎ।
স দাধার পৃথিবীং দ্যামুতেমাং কস্মৈ দেবায় হবিষা বিধেম।।
ও৩ম্ য আত্মদা বলদা যস্য বিশ্বা উপাসতে প্রশিষং যস্য দেবাঃ।
যস্যচ্ছায়াহমৃতল যস্য মৃতুঃ কস্মৈ দেবায হবিষা বিধেম।।
ও৩ম্ যঃ প্রাণতো নিমিষতো মহিত্বৈক ইদ্রাজা জগতো বভূব।
য ঈশে আস্য দ্বিপদশ্চতুস্পদঃ কস্মৈ দেবায হবিষা বিধেমঃ।।
ও৩ম্ যেন দ্রৌরুগ্রা পৃথিবী চ দৃঢ়া যেন স্বঃ স্তুভিতং যেন নাকঃ।
যো অন্তরিক্ষে রজসো বিমানঃ কস্মৈ দেবায় হবিষা বিধেমঃ।।
ও৩ম্ প্রজাপতে ন ত্বদেতান্যন্যো বিশ্বা জাতানি পরি তা বভুব।
যৎকামাস্তে জুহুমস্তন্নো অস্তু বয়ং স্যাম পতযো রযীণাম্।।
ও৩ম্ স নো বন্ধুর্জনিতা স বিধাতা ধামানি বেদ ভুবনানি বিশ্বা।
যত্র দেবা অমৃতমানশানাস্ততীযে ধামান্নধ্যৈরযন্ত।।
ও৩ম্ অগ্নে নয় সুপথা রায়ে অস্মান্ বিশ্বানি দেব বয়ুনানি বিদ্বান্।
যুযোধ্যস্মজ্জুহুরাণমেনো ভূষিষ্ঠান্তে নম উক্তিং বিধেমঃ।।
#অগ্নিপ্রজ্বালন
আম্র,শাল পলাশাদি শুস্ক কাষ্ঠখন্ড যজ্ঞকুন্ডে ভালোবাবে সজ্জিত করিয়া তাহাতে কোন শুদ্ধ স্থান হইতে আনীত অগ্নিবা ঘৃত-প্রদীপ হইতে অগ্নি লইয়া প্রজ্বালন করিবে ও নিম্ন মন্ত্র পাঠ করিবে।
ও৩ম্ ভূর্ভুবঃ স্বঃ।। (গোভিল গৃহঃ ১।১।১১)
#অগ্ন্যাধানঃ
নিম্ন মন্ত্রে যজ্ঞকুন্ডে অগ্নি স্থাপন করিবে-
ও৩ম্ ভূর্ভবঃস্বঃ দ্যৌরিব ভূন্মা পৃথিবীব বরিন্মা।
তস্যাস্তে পৃষিবী দেবযজনি পৃষ্ঠেহগ্নিমন্নাদমন্নাদ্যায়াদধে।।
ও৩ম্ উদ্বুধ্যস্বাগ্নে প্রতিজাগৃহি ত্বমিষ্ঠাপূর্ত্তে সলসৃজেথা ময়ং চঃ।
অস্মিন্ৎ সধস্থে অধ্যুত্তরস্মিন্ বিশ্বেদেবা যজমানশ্চ সীদত।।
#সমিধাদানঃ
অষ্টাঙ্গুলি পরিমিত তিন খন্ড আম্র, শাল বা আন্য শুস্ককাষ্ঠ ঘৃতে ডুবাইয়া একে একে আহুতি দিবে ও এই মন্ত্র পাঠ করিবে। নিম্ন মন্ত্রে প্রথম সমিধা আহুতি দিবে-
ও৩ম্ অয়ন্ত ইধ্ম আত্মা জাতবেদস্তেনেধ্যস্ব বর্দ্ধস্ব চেদ্ধ বর্দ্ধয়
চাস্মান্ প্রজয়া পশুভির্ব্রহ্মবর্চসেনান্নাদ্যেন সমেধয় স্বাহা।
ইদমগ্নয়ে জাতবেদসে-ইদন্ন মনঃ।।(আশ্বালায়ন গৃহ্য ১।১০।১২)
নিম্নের দুই মন্ত্রে দ্বিতীয় ঘৃতসিক্ত কাষ্ঠখন্ড আহুতি দিবে-
ও৩ম সমিধাগ্নিং দুবস্যত ঘৃতৈর্বোধয়তাতিতিম্।
আস্মিন্ হব্যা জুহোতন স্বাহা। ইদমগ্নয়ে-ইদন্ন মমঃ।।
ও৩ম সুসমিদ্ধায় শোচিষে ঘৃতং তীব্রং জুহোতন।
অগ্নয়ে জাতবেদসে স্বাহা। ইদমগ্নয়ে-ইদন্ন মমঃ।।
ও৩ম্ তন্ত্বা সমিদ্ভিরঙ্গিরো ঘৃতেন বর্দ্ধয়ামতি বৃহচ্ছোচাযবিষ্ট্য স্বাহা। ইদমগ্নয়েহঙ্গিরসে-ইদন্ন মমঃ।।
#পঞ্চঘৃতাহুতিঃ
নিম্নমন্ত্র উচ্চারণ করিয়া পাঁচবার ঘৃতাহুতি দান করিবে-
ও৩ম্ অয়ন্ত ইধ্ম ত্মা জাতবেদস্তেনেধ্যম্ব বর্ধস্ব চেদ্ধ বর্ধয়।
চাস্মান্ প্রজয়া পশুভির্ব্রহ্মবর্চসে নান্ন্যাদ্যেন সমেধয় স্বাহা।
-ইদমগ্নয়ে জাতবেদসে-ইদন্ন মমঃ।।
ও৩ম্ অয়ন্ত ইধ্ম আত্মা জাতবেদস্তেনেধ্যস্ব বর্দ্ধস্ব চেদ্ধ বর্দ্ধয়
চাস্মান্ প্রজয়া পশুভির্ব্রহ্মবর্চসেনান্নাদ্যেন সমেধয় স্বাহা।
ইদমগ্নয়ে জাতবেদসে-ইদন্ন মনঃ।।
#জলসেচনঃ
নিম্ন মন্ত্র দ্বারা যজ্ঞকুন্ডের পূর্বদিক হইতে চতুর্দ্দিকে যথাক্রমে অঞ্জলি দ্বারা জল সিঞ্চন করিবে।
ও৩ম্ অদিতেহনুমন্যস্বঃ।-এই মন্ত্রে পূর্ব্বদিকে,
ও৩ম্ অনুমতেহনুমন্যস্বঃ।- পশ্চিম দিকে,
ও৩ম্ সরস্বত্যনুমন্যস্বঃ।-উত্তর দিকে
ও৩ম্ দেব সবিতঃ প্রসুব যজ্ঞং প্রসুব যজ্ঞপতিং ভগায় দিব্যো গন্ধর্বঃ কেতপূঃ কেতন্ন পুনাতু বাচস্পতির্বাচং ন স্বদতু।।
এই মন্ত্রে যজ্ঞ কুন্ডের চতুর্দিকে জল সিঞ্চন করিবে।
#ঘৃতাহুতিঃ
ও৩ম্ অগ্নয়ে স্বাহা। ইন্দমগ্নয়ে-ইদন্ন মমঃ।-উত্তরদিকে আগে আহুতি দিবে,
ও৩ম্ সোমায় স্বাহা।ইদং সোমায়-ইদন্ন মমঃ-দক্ষিণ ভাগে,
ও৩ম্ প্রজাপতয়ে স্বাহা। ইদং প্রজা পতয়ে - ইদন্ন মমঃ।-মধ্যভাগে
ও৩ম্ ইন্দ্রায় স্বাহা। ইদমিন্দ্রায়-ইদন্ন মমঃ-মধ্যভাগে
#আহুতিঃ
ও৩ম্ ভূরগ্নয়ে প্রণায় স্বাহা। ইদমগ্নয়ে প্রাণায়-ইদম মমঃ।।
ও৩ম্ ভুবর্বায়বেহপানায় স্বাহা। ইদং বায়বেহপানায়-ইদন্ন মমঃ।।
ও৩ম্ স্বরাদিত্যায় ব্যানায় স্বাহা। ইদং আদিত্যায় ব্যনায়- ইদন্ন মমঃ।।
ও৩ম্ ভূর্ভুবঃস্বরগ্নিবায্বাদিত্যেভ্যঃ প্রাণাপানব্যানেভ্যঃ স্বাহা।
ইদমগ্নিবায্বাদিত্যেভ্যঃ প্রাণাপান ব্যনেভ্যঃ-ইন্ন মমঃ।।
#সাধারন আহুতিঃ
ও৩ম্ আপো জ্যোতীরসোহম,তং ব্রহ্ম বূর্ভুবস্বরোং স্বাহা।
ও৩ম্ যাং মেধয়ল দেবগণাঃ পিতরশ্চোপাসতে।
তয়া মামদ্য মেধয়াহগ্নে মেধাবিনং কুরু স্বাহা।।(যজু ৩২।১৪)
ও৩ম্ বিশ্বানি দেব সবিতর্দুরিতানি পরাসুব।
যদ্ভদ্রং তন্ন আসুব স্বাহা।।(যজু ৩০।৩)
ও৩ম্ অগ্নে নয় সুপথা রায়ে অস্মান্ বিশ্বানি দেব বয়ুনানি বিদ্বান্।
যুযোধ্যস্মজ্জুহুরাণমেনো ভূয়িষ্ঠান্তে নম উক্তিং বিধেম স্বাহা। (যজুঃ৪০।১৬)
#শান্তিপাঠঃ
ও৩ম্ দ্যৌঃ শান্তিরন্তরিক্ষং শান্তিঃ পৃথিবী শান্তিরাপঃ শান্তিরোষধয়ঃ শান্তি।
বনস্পতয়ঃ শান্তি র্বিশ্বেদবাঃ শান্তি র্ব্রহ্ম শান্তিঃ
সর্বং শান্তিঃ শান্তিরেব শান্তিঃ সা মা শান্তিরেধি।।(যজুঃ৩৬।১৭)

द्यौः शान्ति॑र॒न्तरि॑क्ष॒ꣳ शान्तिः॑ पृथि॒वी शान्ति॒रापः॒ शान्ति॒रोषध॑यः॒ शान्तिः॑। वन॒स्पत॑यः॒ शान्ति॒र्विश्वे॑ दे॒वाः शान्ति॒र्ब्रह्म॒ शान्तिः॒ सर्व॒ꣳ शान्तिः॒ शान्ति॑रे॒व शान्तिः॒ सा मा॒ शान्ति॑रेधि॥


                                                                  ও৩ম্ শান্তিঃ শান্তিঃ শান্তিঃ

No comments:

Post a Comment

ধন্যবাদ

বৈশিষ্ট্যযুক্ত পোস্ট

অথর্ববেদ ২/১৩/৪

  ह्यश्मा॑न॒मा ति॒ष्ठाश्मा॑ भवतु ते त॒नूः। कृ॒ण्वन्तु॒ विश्वे॑ दे॒वा आयु॑ष्टे श॒रदः॑ श॒तम् ॥ ত্রহ্যশ্মানমা তিষ্ঠাশ্মা ভবতুতে তনূঃ। কৃণ্বন্তু...

Post Top Ad

ধন্যবাদ