মুমিনগন যেন অন্য মুমিনকে ছেড়ে কেন কাফেরকে বন্ধুরূপে গ্রহণ না করে। যারা এরূপ করবে আল্লার সাথে তাদের কোন সম্পর্ক থাকবে না। ৩:২৮
মুমিন ব্যতীত অন্য কাউকে বন্ধুরূপে গ্রহণ করো না, তারা তোমাদের অমঙ্গল সাধনে কোন ক্রটি করে না। ৩:১১৮
অবিশ্বাসীদের মধ্যে কাউকে বন্ধুরূপে গ্রহণ করো না, যে পর্যন্ত না তারা আল্লার পথে হিজরত করে চলে আসে। অতঃপর যদি তারা বিমুখ হয়, তবে তাদেরকে পাকড়াও কর এবং যেখানে পাও হত্যা কর। তাদের মধ্যে কাউকে বন্ধুরূপে গ্রহণ করো না এবং সাহায্যকারী বানিও না। ৪:৮৯
তোমরা ইহুদী ও খ্রীষ্টানদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করো না। তারা একে অপরের বন্ধু। তোমাদের মধ্যে যে তাদের সাথে বন্ধুত্ব করবে, সে তাদেরই অন্তর্ভুক্ত। আল্লা জালেমদেরকে পথ প্রদর্শন করেন না। ৫:৫১
ইহুদী-নাসারা এবং অন্যান্য কাফেরকে বন্ধু রূপে গ্রহণ করো না। ৫:৫৭
এই বন্ধু বানানো বিষয়টা নিয়ে আয়াতের অভাব নাই, তাই আগে পরের আয়াত দেইখা ত্যানা প্যাচানির কিছু নাই। আল্যাফাক ওরফে মহাউন্মাদ হারামজাদা কতবড় সাম্প্রদায়িক, তা এখান থেকেই টের পাওয়া যায়। হারামজাদা কোরানের কোথাও কয় নাই যে দুর্নীতিবাজ ঘুষখোর মিথ্যাবাদী চোর ডাকাত বদমাইশ আউল ফাউল হারামী লোকদের সাথে বন্ধুত্ব করিও না। পুরা সম্প্রদায় ধইরা ব্যান করছে।
বর্তমানে ইসলামের চোখে পৃথিবীর ৩/৪ ভাগের লোকেরও বেশি কাফের (কোরান নাজিলের সময় এই অনুপাতটা নিশ্চয়ই আরো বেশি ছিল) এবং কোরানের মতে এদের সবাই খারাপ তাই এদেরকে বন্ধু হিসাবে নেয়া যাবে না। বিধর্মীদের মধ্যে কি একটাও ভালো মানুষ নাই? শুধু তাদের ধর্ম ভিন্ন বা আল্যাফাকে বিশ্বাস নাই বলেই তারা খারাপ!?
আচ্ছা, কোরানের এই শিক্ষা নিয়ে যদি মুসলমানদের এইভাবে বিচার করা হয়, যেমন ধরেন-
বাংলা ভাই সন্ত্রাসী। বাংলা ভাই মুসলমান। অতএব, সব মুসলমান সন্ত্রাসী।
তারেক চোর। তারেক মুসলমান। অতএব, সব মুসলমান চোর।
শেখ হাসিনা দুর্নীতিবাজ। শেখ হাসিনা মুসলমান। অতএব, সব মুসলমান দুর্নীতিবাজ।
গোলাম আজম রাজাকার। গোলাম আজম মুসলমান। অতএব, সব মুসলমান রাজাকার।
আনিচুর রহমান লিটন ওরফে ফিঙ্গে লিটন সন্ত্রাসী। আনিচুর রহমান লিটন ওরফে ফিঙ্গে লিটন মুসলমান। অতএব, সব মুসলমান রাজাকার সন্ত্রাসী।
সেঞ্চুরী মানিক ধর্ষণকারী। সেঞ্চুরী মানিক মুসলমান। অতএব, সব মুসলমান ধর্ষণকারী।
ডট ডট ডট
…মুসলমান মাত্রই হা.....রামী।
এইবার আসেন আরেকটা আয়াত নাজিল করা যাক-
অতএব, হে বিধর্মী কাফেরগন, মুসলমান মাত্রই হারামীর বাচ্চা হারামী। ইহাদের সাথে বন্ধুত্ব করিও না। তাদেরকে পাকড়াও কর এবং যেখানে পাও হত্যা কর।
ইহা একটি কোরানিক শিক্ষা। বুমেরাং!
লিখেছেন: দাঁড়িপাল্লা ধমাধম
No comments:
Post a Comment
ধন্যবাদ