ছান্দোগ্য ১/১/১ - ধর্ম্মতত্ত্ব

ধর্ম্মতত্ত্ব

ধর্ম বিষয়ে জ্ঞান, ধর্ম গ্রন্থ কি , হিন্দু মুসলমান সম্প্রদায়, ইসলাম খ্রীষ্ট মত বিষয়ে তত্ত্ব ও সনাতন ধর্ম নিয়ে আলোচনা

धर्म मानव मात्र का एक है, मानवों के धर्म अलग अलग नहीं होते-Theology

সাম্প্রতিক প্রবন্ধ

Post Top Ad

স্বাগতম

21 November, 2021

ছান্দোগ্য ১/১/১

 ওমিত্যেতদক্ষরমুদ্গীথমুপাসীত।

ওমিতি হূ্যদ্গয়তি তস্যোপব্যাখ্যানম্।।

ছান্দোগ্য-১/১/১
#অর্থ-এদত্ এই অক্ষর অবিনাশী উদ্গীথম্ উচ্চ স্বরে গাওয়া হয়। ওম্+ইতি ওম্কারকে উপাসীত উপাসনা করে। কারণ ওম + ইতি ওমকার উচ্চকণ্ঠে গাওয়া হয়।তস্য, উপ লেকচারাম যে "ওম"এর আরও ব্যাখ্যা করা হবে।
#ব্যাখ্যা-ওম্ এর মহিমা বেদাদি শাস্ত্রে গাওয়া হয়েছে। উপনিষদে তাঁর বিস্তারিত ব্যাখ্যান্ রয়েছে। ইহার অর্থ অনেক, তবে জপ ও উপাসনার ক্ষেত্রে ইহাকে "অব" রক্ষণে ধাতু থেকে উৎপন্ন মনে করলে এর অর্থ অনেক সময় সুরক্ষিত থাকে। উদ্গীথনামে উদ্গাতা দ্বারা সোম যজ্ঞে উচ্চ স্বরে গাওয়া হয়েছে। সেই সোম যজ্ঞ সাত প্রকারের হয়। (১) অগ্নিষ্টোম্, ( ২) অত্যগ্নিষ্টম,(৩) উক্ত,( ৪) ষোড়শী,( ৫) বাজপেয়,( ৬) অতীরাত্র এবং (৭) অপ্তোর্য়াম্। এই যজ্ঞগুলিতে প্রায় ১৬ ঋত্বিজ রয়েছে যেমন চার সামবেদী অবশ্য রয়েছে। সেসব সামবেদীতে মূখ্য উদ্গাথা আছে। ব্রতী উদ্গাথা সামবেদের ভাগ উদ্গীথ গায় সামবেদের একটি অংশ "ওম্" দিয়ে শুরু হয়।
( ভাষ্য-মহাত্মান্ নারায়ণ স্বামী)

No comments:

Post a Comment

ধন্যবাদ

বৈশিষ্ট্যযুক্ত পোস্ট

অথর্ববেদ ২/১৩/৪

  ह्यश्मा॑न॒मा ति॒ष्ठाश्मा॑ भवतु ते त॒नूः। कृ॒ण्वन्तु॒ विश्वे॑ दे॒वा आयु॑ष्टे श॒रदः॑ श॒तम् ॥ ত্রহ্যশ্মানমা তিষ্ঠাশ্মা ভবতুতে তনূঃ। কৃণ্বন্তু...

Post Top Ad

ধন্যবাদ