উগ্রশ্চ ভীমশ্চ ধ্বান্তশ্চ ধুনিশ্চ।
সাসহ্রাঁশ্চাভিযুগ্বা চ বিক্ষিপঃ স্বাহা।।
যজুর্বেদ-৩৯।৭
#পদার্থঃ-হে মনুষ্য! মরণকে প্রাপ্ত হওয়া জীব (স্বাহা) নিজের কর্ম দ্বারা ( উগ্রঃ) তীব্র স্বভাব যুক্ত ( চ) শান্ত ( ভীমঃ) ভয়কারী (চ) নির্ভয় ( ধ্বান্তঃ) অন্ধকার কে প্রাপ্ত ( চ) প্রকাশ কে প্রাপ্ত (ধুনিঃ) কম্পন ( চ) নিস্কাম্প ( সাসহ্রান্) শীঘ্র সহনশীল (চ) সহন রহিত ( অভিযুগ্বা) সমস্ত দিক দিয়ে নিয়মধারী ( চ) সবচেয়ে আলাদা আর ( বিক্ষিপঃ) বিক্ষেপ কে প্রাপ্ত হয়।
#ভাবার্থ-হে মনুষ্য! যে জীব পাপ আচরণ করে সে কঠোর,যে ধর্মাত্মা হয় সে শান্ত,যে ভয় দেয় সে ভীম শব্দ বাচ্য, যে ভয়কে প্রাপ্ত হয় সে ভীত শব্দ বাচ্য,যে অভয় দেয় সে নির্ভয়, যে অবিদ্যাযুক্ত হয় সে অন্ধকারে লুকিয়ে থাকে, যে বিদ্বান্ যোগী সে প্রকাশ যুক্ত। যে জিতেন্দ্রিয় নয় সে চঞ্চল,যে জিতেন্দিয় হয় সে চঞ্চলতা রহিত নিজের নিজের কর্মফলকে সহ্য করে ভোগ করে সংযুক্ত বিক্ষেপকে প্রাপ্ত হয়ে এই জগতে নিত্য ভ্রমণ করে এমন জানো।
No comments:
Post a Comment
ধন্যবাদ