অনুমন্তা বিশসিতা নিহন্তা ক্রয় বিক্রয়ী।
সংস্কর্ত্তা চোপহর্ত্তা চ খাদকশ্চেতি ঘাতকান্।।
[মনুস্মৃতি অ০৫ শ্লোক ৫১]
-যে অনুমতি (হত্যার পরামর্শ) দেয়, যে মাংস কাটে, যে পশু হত্যা করে, যে পশুকে হত্যার জন্য লইয়া যায় ও বিক্রয় করে, যে মাংস রন্ধন করে, যে মাংস পরিবেশন করে ও যে মাংস ভক্ষণ করে সেই ৮ ব্যক্তিই ঘাতক হিংসক অর্থাৎ ইহারা সকলেই পাপী। পশু হত্যা বা অন্যের দ্বারা পশু হত্যা করান মহাপাপ কর্ম্ম। এই জন্য় দয়ালু পরমেশ্বর বেদে মাংস ভক্ষণ বা পশু হত্যার বিধি দান করেন নাই।।
No comments:
Post a Comment
ধন্যবাদ