মনুস্মৃতি ৮/৩৩৭ - ধর্ম্মতত্ত্ব

ধর্ম্মতত্ত্ব

ধর্ম বিষয়ে জ্ঞান, ধর্ম গ্রন্থ কি , হিন্দু মুসলমান সম্প্রদায়, ইসলাম খ্রীষ্ট মত বিষয়ে তত্ত্ব ও সনাতন ধর্ম নিয়ে আলোচনা

धर्म मानव मात्र का एक है, मानवों के धर्म अलग अलग नहीं होते-Theology

সাম্প্রতিক প্রবন্ধ

Post Top Ad

স্বাগতম

27 December, 2021

মনুস্মৃতি ৮/৩৩৭

 অষ্টাপাদ্যং তু শূদ্রস্য স্তেয়ে ভবতি কিল্বিষম্।

ষোড়শৈব তু বৈশ্যস্য দ্বাত্রিংশৎ ক্ষত্রিয়স্য চ।। ৮/৩৩৭
ব্রাহ্মণস্য চতুঃষষ্টিঃ পূর্ণং বাপি শতং ভবেৎ।
দ্বিগুণা বা চতুঃষষ্টিস্তদ্দোষগুণবিদ্ধি সঃ।। ৮/৩৩৮
পদার্থঃ- (তত দোষগুণবিৎ হি সঃ) যে সামান্য বিবেকি হয়ে (স্তেয়ে) চুরি করে (শূদ্রস্য তু অষ্টাপাদ্যম্) সেই শূদ্রকে চুরির জন্য আট গুণ (বৈশ্যস্য তু ষোড়শ + এব) বৈশ্যকে ষোল গুণ (ক্ষত্রিয়স্য দ্বাত্রিংশৎ) ক্ষত্রিয়কে বত্রিশ গুণ (ব্রাহ্মণস্য চতুঃ ষষ্টিঃ) ব্রাহ্মণকে চৌষট্টি গুণ (অপি বা শতম্) বা শত গুণ (বা) অথবা (দ্বিগুণা চতুঃ ষষ্টি) একশত আটাশ গুণ (কিলিবষং ভবতি) দণ্ড হওয়া উচিত।
অনুবাদঃ- যে সামান্য বিবেকি হয়ে চুরি করে সেই শূদ্রকে চুরির জন্য আট গুণ বৈশ্যকে ষোল গুণ ক্ষত্রিয়কে বত্রিশ গুণ ব্রাহ্মণকে চৌষট্টি গুণ বা শত গুণ অথবা একশত আটাশ গুণ দণ্ড হওয়া উচিত অর্থাৎ যে যতবেশি জ্ঞানী হয়ে চুরি করে সে তত অধিক দণ্ড প্রাপ্ত হবে।
মনুস্মৃতি ৮/৩৩৭


No comments:

Post a Comment

ধন্যবাদ

বৈশিষ্ট্যযুক্ত পোস্ট

যজুর্বেদ অধ্যায় ১২

  ॥ ও৩ম্ ॥ অথ দ্বাদশাऽধ্যায়ারম্ভঃ ও৩ম্ বিশ্বা॑নি দেব সবিতর্দুরি॒তানি॒ পরা॑ সুব । য়দ্ভ॒দ্রং তন্ন॒ऽআ সু॑ব ॥ য়জুঃ৩০.৩ ॥ তত্রাদৌ বিদ্বদ্গুণানাহ ...

Post Top Ad

ধন্যবাদ