সূর্য সম্বন্ধে বৈদিক বিজ্ঞান।।যাহা অাজ অবধি অাধুনিক বিজ্ঞান ভেবে পারেন নি।।
।। সূর্যের জ্বালানি এত কোথা থেকে অাসে। জ্বালানির কারন কি ভাবে ম্যাটারিয়ালের কনভার্ট হয়?? সূর্যের অভ্যান্তরে কি ঘটছে??? এসব প্রশ্নের জবাব ব্রাহ্মণ এবং বেদে বহু স্থানে দেওয়া হয়েছে।
সূর্যের পরিচয়ঃ।।
সূর্য গেলাকার অগ্নিপিন্ড। সূর্যের অভ্যান্তরে নিউক্লিয়াস অবস্থিত। বেদে নিউক্লিয়াসকে স্বর্গ শব্দে উদ্ধৃত করা হয়েছে কোথাও অহঃ শব্দ দ্বারা নিউক্লিয়াসকে বোঝানো হয়েছে। ঐতরেয় ব্রাহ্মণ এবং শতপথ ব্রাহ্মণ অনুসারে সূর্যের নিউক্লিয়াসের পরিমান এক অশ্বি অর্থাৎ ১.৫০.৫৪৫ কিলো রেডিয়েন্স। এই নিউক্লিয়াস বিভাই সূর্যের প্রকাশ বিভাগ। নিউক্লিয়াস হতে গামা রেট উৎপন্ন হয়ে নিউক্লিয়াসের বাইরে বেরিয়ে অাসে। নিউক্লিয়াস বাদে সূর্যের বাকি অংশ গামা রেটের অংশ। নিউক্লিয়াস হতে গামারেট পয়দা হয়ে সূর্য পৃষ্ট পর্যন্ত অাসতে একলাখ বর্ষ সময় লেগে যায়। ফোটনযুক্ত গামা রেট দ্বারা সূর্যের বিরাট অংশ গঠিত।
সূর্যের জ্বালানিঃ।।
।প্রাণই সূর্যের সমিধ। এই প্রাণ সূর্যের বাইরে হতে সূর্য অভ্যান্তরে প্রবেশ করে থাকে। বেদ অনুসারে সূর্যে কার্যরত প্রাণের নাম বৃষাকপি। বৃষাকপি শব্দের অর্থ অতি বলবান বায়ূ মিশ্রত বিদ্যুৎ। সূর্যের বাইরে এই প্রাণ অাবরনের অাধিক্য। বিদ্যুৎ ই সূর্যকে জ্বালিয়ে থাকে এবং
সূর্যের দুই মেরু উত্তর এবং দক্ষিণ। এই দুই মেরুকে বেদে দুই উরু বলা হয়েছে। সূর্যের দুই মেরু দ্বারা বৃষাকপি প্রাণরশ্মি সহ অন্যান্য ছন্দ,মরুত অাদি রশ্মি সূর্যের ভীতরে প্রবেশ করে এবং দুই মেরু পথের মধ্যে প্রাণরশ্মি এবং মরুত রশ্মির দ্বারা স্টিং পদ্ধিতে ম্যাটারিয়ালে কনভার্ট হয়ে যায়। হিলিয়াম,হাইড্রোজেন ইত্যাদি গ্যাসে রূপ নেয়। এবং গ্যাসের অনুর মধ্যে পরস্পর সংযোজন বিয়োজন প্রক্রিয়া দ্বারা ফোনট যুক্ত গামা রেট উৎপন্ন হয়।
১) ত্রিষ্টুভ প্রাণরশ্মি।
২) পংক্তি রশ্মি।
৩) বৃহতি ছন্দ রশ্মি।
মিলে সূর্যের ভীতর জ্বালানি উৎপন্ন করে চলছে এবং প্রকাশ ও উৎপন্ন করে চলছে।।
#সূর্য অভ্যান্তরের পুরো বিবরনের জন্য অতি বিস্তারিত অার্টিকেল লেখা প্রয়োজন কিন্তু এখানে তা বর্ণনা না করেই সংক্ষেপে বর্ণনা করলাম মাত্র। পৃথিবী হতে সূর্যের দুরুত্ব কত???এবং সূর্যের রেডিয়েন্স এবং সূর্যের নিউক্লিয়াসের পরিমান।
উত্তরঃ ১ঘোড়া ১০০০ দিনে যত দূর পর্যন্ত যেতে পারে তত দূর। অাবার ১ ঘোড়া এক দিনে যত দূর যায় তাহাকে এক অশ্বি বলে।
নিউক্লিয়াসকে সূর্যলোক বা অহনঃ বলা হয়। নিউক্লিয়া হতে। ১দিনে নিউক্লিয়াস হতে যে প্রকাশ চলে তাহার দূরুত্বই এক অশ্বিন।সেই অশ্বিণ দূর কে x ধর এবং সূর্যের দূরুত্ব এখান হতে ১৫ কোটি কিলোমিটার। এবং সূর্যের পুরোরেডিয়েন্স ৬.৯৬.০০০ কিমিঃ।। সূর্যের নিউক্লিয়াসের বাইরের ভাগ থেকে পৃথিবীর দূরুত্ব ১৫.০৬.৯৬.০০০-----x km.
এজন্য বলা হয়েছে যে,এক হাজার অশ্বিন ১০০০x।
সমীকরণ দেখ।
১৬.০৬.৯৬.০০০-----x।
x এর মান বের করে নিলে ১.৫০.৫৪৫ কিলোমিটার বের হবে।
সূর্যের রশ্মিকে অশ্ব বলা হয়। অর্থাৎ সায়ণ অাদি ভাষ্যকরদের মতে ঘোড়া। সেই অশ্ব দ্বারা এই চলমান দুরুত্ব এক অশ্বিন। এই রেডিয়েন্স সূর্যের দূরুত্ব থেকে পৃথিবী পর্যন্ত ১০০০ হয়। প্রায় সূর্যের ২২% নিউক্লিয়াস ভাগ।
Calculation :
Consider, 1 Ashwin = r
Therefore, 1000 Ashwin = 1000r
We have to find the Radius of the Sun's Core = ?
To calculate the Radius of the Sun's Core, we have to find the value of 1 Ashwin which is r
Since,
Radius of the Sun's Core = r = 1 Ashwin
Total distance from the Earth to the Sun's Core =
1000 Ashwin + 1 Ashwin = 1001 Ashwin = 1001r
Distance from the center of the Sun to the top surface of the Earth =
{ (The distance of the Sun from the Earth's upper surface) + (Average Radius of the Sun) } = { (1,50000000 km) + (6,96000 km) } = 15,0696000 km
Where, The distance of the Sun from the Earth's upper surface = 15,0000000 km and, Average Radius of the Sun = 6,96000 km
Now, the final equation is,
{ (The distance of the Sun from the Earth's upper surface) + ( Average Radius of the Sun) - (r) } = 1000r
Therefore,
{ (15,0000000 km + 6,96000 km) - (r) } = 1000r
Hence,
15,0696000 km - r = 1000r
15,0696000 km = 1000r + r
15,0696000 km = 1001r
Now,
1001r = 15,0696000 km
r = (15,0696000/1001) km
r = 1,50545 km
Therefore,
The exact Radius of Core of the Sun (Sun's center) = r = 1 Ashwin = 1,50545 km
No comments:
Post a Comment
ধন্যবাদ