যজু ৯/২২ - ধর্ম্মতত্ত্ব

ধর্ম্মতত্ত্ব

ধর্ম বিষয়ে জ্ঞান, ধর্ম গ্রন্থ কি , হিন্দু মুসলমান সম্প্রদায়, ইসলাম খ্রীষ্ট মত বিষয়ে তত্ত্ব ও সনাতন ধর্ম নিয়ে আলোচনা

धर्म मानव मात्र का एक है, मानवों के धर्म अलग अलग नहीं होते-Theology

সাম্প্রতিক প্রবন্ধ

Post Top Ad

স্বাগতম

01 February, 2022

যজু ৯/২২

 অস্মে বোঅস্ত্বিন্ত্রিয়মস্মে নৃম্ণমুত ক্রতুরস্মে বর্চাঃসি সন্ত বঃ।

নমো মাত্রে পৃথিব্যৈ নমো মাত্রে পৃথিব্যাইয়ং তে রাডয়ন্তাসি যমনো ধ্রুবোসি ধরুণঃ।

কৃষ্ণৈ ত্বা ক্ষেমায় ত্বা রয্যৈ ত্বা পোষায় ত্বা।। যজু০ ৯/২২

পদার্থ-হে মনুষ্য! সেই ঈশ্বর ( কৃষ্ণৈ) চাষের জন্য ( ত্বা) তোমাকে ( ক্ষেমায়) রক্ষার জন্য ( ত্বারয্যৈ) তোমার সম্পত্তির জন্য ( ত্বা পোষায়) তোমার পুষ্টির জন্য ( ত্বা) তোমাকে নিযুক্ত করেছেন। যা তুমি ( ধ্রুবঃ যন্তা অসি) দৃঢ় নিয়মের সাথে ভ্রমণকারী ( বরুণঃ যমনঃ অসিঃ) ধারণকারী উদ্যেগী ( তে) তোমার ( ইয়ম্ রাঠ) এই শোভাযুক্ত ( মাত্রে পৃথিবৈ) মান্য হেতু বিস্তারিত ভূমি থেকে ( নমঃ) অন্নাদদি প্রাপ্ত হও। এই ( মাত্রে) দেবী (পৃথিবৈ) পৃথিবীকে,অর্থাৎ ভূগর্ভ বিদ্যাকে জেনে তার এর থেকে ( নমঃ) অন্ন জলাদি পদার্থ প্রাপ্ত করে পরস্পরকে বলো ( অস্মৈ) আমাদের ( ইন্দ্রয়ম্) যে ইন্দ্রিয়গুলো আছে তা ( বঃ) তোমাদের জন্য হোক এবং যা ( অস্মৈ নৃম্ণম্) আমাদের যা কিছু ধন-সম্পদ সেগুলো ( বঃ) তোমাদের ভালোর জন্য হোক ( উত) এবং যা ( অস্মৈ) আমাদের বুদ্ধি এবং কর্ম আছে ( বঃ) তোমাদের ভালোর জন্য হোক। আমাদের ( বর্চাসি) পড়াশুনা এবং যা কিছু আছে সেগুলি ( বঃ) তোমাদের জন্য হোক। যেগুলো তোমাদের সেগুলো আমাদের এইভাবেই পরস্পর আচরণ করো। এই পরো মন্ত্রের অর্থ দেখার ফলে এটা স্পষ্ট যে এখানে পৃথিবীকে নমস্কার বা পূজা করার কোনো বিধান নেই বরং পৃথিবীতে উৎপন্ন বস্তুর ভোগ করার নির্দেশ বিদ্যমান। এই মন্ত্র থেকে মূর্তি এবং জড় উপাসনা সিদ্ধি হয় না।।

No comments:

Post a Comment

ধন্যবাদ

বৈশিষ্ট্যযুক্ত পোস্ট

অথর্ববেদ ২/১৩/৪

  ह्यश्मा॑न॒मा ति॒ष्ठाश्मा॑ भवतु ते त॒नूः। कृ॒ण्वन्तु॒ विश्वे॑ दे॒वा आयु॑ष्टे श॒रदः॑ श॒तम् ॥ ত্রহ্যশ্মানমা তিষ্ঠাশ্মা ভবতুতে তনূঃ। কৃণ্বন্তু...

Post Top Ad

ধন্যবাদ