ও৩ম্ এ্যম্বকং য়জামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম্।
উর্বারুকমিব বন্ধনান্মৃত্যোর্মুক্ষীয় মামৃতাৎ ।।[ঋগ্বেদ ৭/৫৯ /১২]
•দেবতা_রুদ্র •ঋষি_বশিষ্ঠ
ভাবার্থঃ হে পরমাত্মা, তুমি সর্ব জগৎ ব্যাপ্ত করে "অম্বা" অর্থাৎ মায়ের হৃদয় নিয়ে বিরাজমান কর। আমার জন্য সুগন্ধিত,পুষ্টিকারক তথা বলবর্ধক ভোগ্য বস্তু প্রদান কর। আমি অত্যন্ত শ্রদ্ধা ও ভক্তি সহকারে তোমার আরাধনা করছি।"যজামহে" অর্থাৎ তোমার সাথে যুক্ত হতে চাই,যাহাতে, আমার মনে দিব্যগুণের স্ফূরণ হয়।
হে ঈশ্বর, আমি পূর্ণ আয়ু ও পূর্ণ ভোগ করেই যেন এই শরীররূপী বন্ধন হতে মুক্ত হতে পারি।উর্বারূক ফলের ন্যায় মৃত্যুর বন্ধন হতে মুক্ত কর আমায় কিন্তু অমৃত থেকে নয় অর্থাৎ আমি যেন তোমার অমৃতময়ী স্নেহ হতে বঞ্চিত না হই।
No comments:
Post a Comment
ধন্যবাদ