গীতা ৪/৩২ - ধর্ম্মতত্ত্ব

ধর্ম্মতত্ত্ব

ধর্ম বিষয়ে জ্ঞান, ধর্ম গ্রন্থ কি , হিন্দু মুসলমান সম্প্রদায়, ইসলাম খ্রীষ্ট মত বিষয়ে তত্ত্ব ও সনাতন ধর্ম নিয়ে আলোচনা

धर्म मानव मात्र का एक है, मानवों के धर्म अलग अलग नहीं होते-Theology

সাম্প্রতিক প্রবন্ধ

Post Top Ad

স্বাগতম

12 August, 2022

গীতা ৪/৩২

                                    এবং বহুবিধা যজ্ঞা বিবতা ব্রহ্মণো মুখে। 

কর্মজান্ বিদ্ধি তান্ সর্বানেবং জ্ঞাত্বা বিমোক্ষ্যসে।।৩২।।

পদ০-েএবম্। বহুবিধাঃ। যজ্ঞাঃ। বিততাঃ। ব্রহ্মণাঃ। মুখো। কর্মজান্। বিদ্ধি।তান্। সর্বান্। এবম্ জ্ঞাত্বা। বিমোক্ষ্যসে।।

পদার্থ-( এবম্) এই প্রকার ( বহুবিধাঃ) বহু প্রকারের ( যজ্ঞাঃ) যজ্ঞ (:বিততা) বিস্তারপূর্বক ( ব্রহ্মণাঃ) বেদের ( মুখো) দ্বারা বিবৃতি করা হয় ( তান্সর্বান্) সেই সমস্ত যজ্ঞকে ( কর্মজান্,বিদ্ধি) কর্ম থেকে উৎপন্ন হয়েছে জানো ( জ্ঞাত্বা) এই প্রকার জেনে তুমি ( বিমোক্ষ্যসে) কর্মের বন্ধন থেকে মুক্তি লাভ করতে পারবে।।

ভাবার্থ-বিষয় এই যে যখন তুমি নিস্কাম কর্ম করবে যে সমস্ত যজ্ঞে মুখ্য তখন তোমার কর্ম বন্ধনের কারণ হবে না। ( ভাষ্য -মহামহোপাধ্যায় পণ্ডিত আর্যমুনি পরিব্রাজক)

অনুবাদঃ এই সমস্ত যজ্ঞই বৈদিক শাস্ত্রে অনুমোদিত হয়েছে এবং এই সমস্ত মুক্তি বিভিন্ন প্রকার কর্মজাত। সেগুলিকে যথাযথভাবে জানার মাধ্যমে তুমি মুক্তি লাভ করতে পারবে।অভয়চরণারবিন্দ 
গীতা ৪/৩২


No comments:

Post a Comment

ধন্যবাদ

বৈশিষ্ট্যযুক্ত পোস্ট

যজুর্বেদ অধ্যায় ১২

  ॥ ও৩ম্ ॥ অথ দ্বাদশাऽধ্যায়ারম্ভঃ ও৩ম্ বিশ্বা॑নি দেব সবিতর্দুরি॒তানি॒ পরা॑ সুব । য়দ্ভ॒দ্রং তন্ন॒ऽআ সু॑ব ॥ য়জুঃ৩০.৩ ॥ তত্রাদৌ বিদ্বদ্গুণানাহ ...

Post Top Ad

ধন্যবাদ