
সময়সূচক AM ও PM এর উত্তপত্তি ভারতবর্ষে হয়েছিলো। কিন্তু আমাদের বাল্যকাল হতে শেখানো হয়েছে যা AM এবং PM এর অর্থ হচ্ছেঃ

AMঃ এন্টি মেরিডিয়ান (Ante meridian)

PMঃ পোস্ট মেরিডিয়ান ( post meridian)
এটা কখনো পরিষ্কার ভাবে বলা হয়নি,কারণ এটি চুরি করা শব্দের লগুতম শব্দ ছিলো

।
অধ্যয়ন করার মাধ্যমে জ্ঞান হলো যে আমাদের প্রাচীন সংস্কৃত ভাষায় এই শব্দের সংশয় দূর করে দিয়েছে। এখন সব কিছু পরিষ্কার কিন্তু কিভাবে

দেখুনঃ

AM=আরোহনম্ মার্তণ্ডস্য Aarohanam Martandasya

PM= পতনম্ মার্তণ্ডস্য patanam Martandasya
----------------------------

সূর্য,যা কিনা আকাশীয় গণনার মূল,তাকেই গৌণ করে দিয়েছে। ইংরেজি এই শব্দ সংস্কৃতের সেই অর্থকে ইঙ্গিত করেনা যা বাস্তব অর্থ ছিলো।

আরোহনম্ মার্তণ্ডস্য (Arohanam Martandasaya) অর্থাৎ সূর্যের আরোহন (উঠা)

পতনম্ মার্তণ্ডস্য (Patanam Martandasaya) অর্থাৎ সূর্যের অস্ত যাওয়া।

দিনের ১২টা বাজার আগে পর্যন্ত সূর্য উপরের দিকে উঠতে থাকে

আরোহনম্ মার্তণ্ডস্য(AM)

বারোটার পরে সূর্য ধীরে ধীরে নিচের দিকে নামতে থাকে -


পতনম্ মার্তণ্ডস্য(PM)
No comments:
Post a Comment
ধন্যবাদ