বৃহদারণ্যক উপনিষদ ২/৩/১ - ধর্ম্মতত্ত্ব

ধর্ম্মতত্ত্ব

ধর্ম বিষয়ে জ্ঞান, ধর্ম গ্রন্থ কি , হিন্দু মুসলমান সম্প্রদায়, ইসলাম খ্রীষ্ট মত বিষয়ে তত্ত্ব ও সনাতন ধর্ম নিয়ে আলোচনা

धर्म मानव मात्र का एक है, मानवों के धर्म अलग अलग नहीं होते-Theology

সাম্প্রতিক প্রবন্ধ

Post Top Ad

স্বাগতম

06 October, 2022

বৃহদারণ্যক উপনিষদ ২/৩/১

 দ্বে বাব ব্রহ্মণো রূপে মূর্ত্তঞ্চৈববামূর্ত্তঞ্চ মর্ত্যঞ্চা চামৃতঞ্চ স্থিতং চ য়চ্চ সচ্চ ত্যচ্চ।। বৃহ০-২/৩/১

অর্থ-( ব্রহ্মণঃ দ্বে বাব রূপে) পঞ্চ ভূতের উভয় রূপ। ( মূর্ত্তম্ চ অমূর্ত্তম্ চ) মূর্ত্ত-ব্যক্ত এবং ( অবক্ত) ( মর্ত্যম্ চ অমৃত্যম্ চ) মরণশীল এবং মরণশীল নয় ( স্থিতম্ চ য়ত্ চ) স্থির এবং চলনযুক্ত ( সত্ চ ত্যত্ চ) ব্যক্ত এবং অবক্ত।
ব্যাখ্যা-ব্রহ্ম শব্দ ঈশ্বর,বেদ,তত্ত্ব,তপ,ওম্,ব্রাহ্মণ মোক্ষ,প্রকৃতি,ব্রহ্মচর্য্য,সম্পত্তি,ভোজন, সত্য আদি অনেক অর্থ হয়। এখানে পঞ্চভূত সমূদায়ের জন্য প্রযুক্ত হয়েছে। স্বয়ং উপনিষদের পরের কণ্ডিকাতে প্রকাশ করা হয়েছে। পঞ্চভূত সমূদায়ের উভয় রূপ হয় এক মূর্ত্ত,দুই অমূর্ত্ত-দুইয়ের বিশেষণ এই প্রকার হয়-

( ১) মূর্ত্ত-মরণশীল,স্থির এবং ব্যক্ত অমূর্ত্ত-মরণশীল নয়, চলনশীল এবং অব্যক্ত।
( ভাষ্য-মহাত্মা নারায়ণ স্বামী)

বৃহদারণ্যক উপনিষদ ২/৩/১

অশ্মা চ মে মৃত্তিকা চ মে গিরয়শ্চ মে পর্বতাশ্চ মে সিকতাশ্চ মে বনস্পতয়শ্চ মে হিরণ্যং চ মেऽয়শ্চ মে শ্যামং চ মে লোহং চ মে সীসং চ মে ত্রপৃ চ মেয়জ্ঞেনকল্পন্তাম্।। যজু০ ১৮/১৩

পদার্থ-( মে) আমার ( অশ্মা) পাথর ( চ) এবং হীরাদি রত্ন ( মে) আমার ( মৃত্তিকা) উত্তম মৃত্তিকা ( চ) এবং সাধারণ মৃত্তিকা ( মে) আমার ( গিরয়ঃ) মেঘ ( চ) এবং অন্নাদি ( মে) আমার ( পর্বতাঃ) বড়,ছোট পর্বত ( চ) এবং পর্বতে হওয়া পদার্থ ( মে) আমার ( সিকতাঃ) বড় বালি ( চ) এবং ছোট ছোট বালি ( মে) আমার ( বনস্পতয়ঃ) বট আদি বৃক্ষ ( মে) আমার ( হিরণ্যম্) সর্বপ্রকারের ধন ( চ) তথা রূপাদি ( মে) আমার ( অয়ঃ) লোহা ( চ) এবং শস্ত্র ( মে) আমার ( শ্যামম্) নীলমণি আদি ( চ) এবং চন্দ্রকান্তমণি ( মে) আমার ( লোহম্) সুবর্ণ ( চ) তথা কান্তিসারাদি ( মে) আমার ( সীসম্) সীসা ( চ) এবং লাক্ষা ( মে) আমার ( ত্রপু) দন্তা ( চ) এবং পিতণাদি এই সমস্ত ( য়জ্ঞেন) সঙ্গ করার যোগ্য ব্যবহারের দ্বারা ( কল্পন্তাম্) সমর্থ হোক।।

ভাবার্থ-মনুষ্যগণ পৃথিবীস্থ উত্তম পরিক্ষা দ্বারা জেনে তা থেকে রত্ন এবং উত্তম উত্তম ধাতুগুলিকে পেয়ে সকলের হিতের জন্য উপযোগে আনিবে।।-( ভাষ্য-মহর্ষি দয়ানন্দ সরস্বতী)

No comments:

Post a Comment

ধন্যবাদ

বৈশিষ্ট্যযুক্ত পোস্ট

যজুর্বেদ অধ্যায় ১২

  ॥ ও৩ম্ ॥ অথ দ্বাদশাऽধ্যায়ারম্ভঃ ও৩ম্ বিশ্বা॑নি দেব সবিতর্দুরি॒তানি॒ পরা॑ সুব । য়দ্ভ॒দ্রং তন্ন॒ऽআ সু॑ব ॥ য়জুঃ৩০.৩ ॥ তত্রাদৌ বিদ্বদ্গুণানাহ ...

Post Top Ad

ধন্যবাদ