বেদে অশ্লীলতা সমীক্ষা:মহীধরের বেদভাষ্য

আমাদের সনাতন ধর্মের মূল ভিত্তি হলো বেদ। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হল, কিছু বিদ্বান নিজেদের সাম্প্রদায়িক স্বার্থ চরিতার্থ করার উদ্দেশ্যে বেদের মন্ত্রের অত্যন্ত কদর্য ও বিকৃত ভাষ্য করেছেন।
এঁদের মধ্যে অন্যতম হলেন,মহীধর!!
ঈশ্বরীয় পবিত্র পুস্তক বেদের, মহীধর কৃত ভাষ্যের কদর্যতার নমুনা দেখুন-----

••যর্জুবেদ_অধ্যায়_23_মন্ত্র_19
••অনুবাদ--[মহিষী অর্থাৎ রাজা বা যজমানের প্রথম স্ত্রী, ঘোড়ার পাশে শুয়ে এই মন্ত্রটি বলবেন]
হে অশ্ব,আমি তোমার বীর্যকে গর্ভধারণের বিশেষ উপযোগী জানি,অতএব আমার গর্ভ-ধারণ-ক্ষম এই স্থানে বা যোনীতে বীর্যপাত কর!!!

••যর্জুবেদ_অধ্যায়_23_মন্ত্র_20
••অনুবাদ--[মহিষী বলছেন]
হে অশ্ব!!তোমার দুই পায়ের মাঝে আমার দুই পা স্থাপন করছি।
••[অধ্বুর্য নামক পুরোহিত বড় চাদর দিয়ে অশ্ব ও মহিষীকে ঢাকা দিয়ে বলছেন]
হে অশ্ব ও মহিষী!!তোমরা উভয়ে একসঙ্গে এই স্বর্গলোকে আচ্ছাদিত হও।
••[মহিষী তাঁর যোনীতে অশ্বলিঙ্গ প্রবেশ করিয়ে বলছেন]
বীর্যবান,ফলবর্ষিতা অশ্ব!
বীর্য প্রদান করুন!!

স স্ত্রীণাং জীবভোজনঃ।।
যর্জুবেদ_অধ্যায়_23_মন্ত্র_21
অনুবাদ--[মহিষীর স্বামী বা যজমান বলছেন]
হে ফলবর্ষিন্ অশ্ব!!!
মহিষী নিজের জননেন্দ্রিয় উপরে তুলেছেন।তুমি ওখানে লিঙ্গ চালনা কর!!!
স্ত্রী জাতির ইহাই প্রধান ভোগ ও জীবন।
•গ্ৰন্থসূত্র_যজুর্বেদ সংহিতা_
মহীধর ভাষ্য_অনুবাদক_আচার্য সত্যব্রত সামশ্রমী।
প্রকাশক_সংস্কৃত পুস্তক ভান্ডার,
38, বিধান সরণী,কলকাতা
পশ্চিমবঙ্গ,ভারত।
(এরপরে,যর্জুবেদের তেইশ অধ্যায়ের,22 থেকে 31 মন্ত্রের মহীধর অত্যন্ত অশ্লীল ভাষ্য করেছেন ও নিজের বিকৃত মানসিকতার পরিচয় দিয়েছেন!!)

মূর্খ বেদবিরোধী নাস্তিক বৈষ্ণবরা এইসব দেখিয়ে, প্রচার করেন যে,কলিযুগে বেদ অচল!!
যাঁরা মহর্ষি দয়ানন্দ সরস্বতী কৃত শুদ্ধ বেদ ভাষ্যের সমালোচনা করেন, তাঁদের উদ্দেশ্যে বলি, মহিধরের ভাষ্য আপনারা নিজের পরিবারের লোকের কাছে পাঠ করে শুনিয়ে বলতে পারবেন তো,বেদ হল পবিত্র ঈশ্বরীয় বাণী?!!!

অথবা, আসুন আমরা সবাই মহর্ষি দয়ানন্দ সরস্বতী কৃত শুদ্ধ বেদ ভাষ্য পাঠ করে, গর্বের সাথে মাথা উঁচু করে দাঁড়িয়ে চীৎকার করে বলি,আমরা আর্য ঋষিদের বংশধর।বেদ আমাদের প্রাণস্বরূপ।
সম্পাদনে
No comments:
Post a Comment
ধন্যবাদ