পদার্থ-( সঃ হ) সেই প্রসিদ্ধ নারদ (উবাচ) বললেন যে ( ভগবঃ) হে ভগবান্! ( ঋগ্বেদম্) ঋগ্বেদ কে ( যজুর্বেদম্) যজুর্বেদ কে ( সামবেদম্) সামবেদ কে ( চতর্থম্) চতুর্থ (আথর্বণম্) অথর্ব্বেদ কে ( অধ্যেমি) জানি। (পঞ্চমম্) পঞ্চম্ (ইতিহাস পুরাণম্) ইতিহাস পুরাণ [প্রচীন ব্রাহ্মণ গ্রন্থ ] কে ( বেদানাম্+বেদম্) বেদের বেদ অর্থাৎ ব্যাকরণ কে ( পিত্রম্) পিতৃ-শুশ্রুষা বিজ্ঞান কে ( রাশিম্) গণিত কে (দৈবম্) উৎপাত বিদ্যা কে [উৎপাত-জ্ঞাপক শাস্ত্র] ( নিধিম্) নিধিবিদ্যা কে অর্থাৎ ভূগর্ভে অবস্থিত রত্নাদি-জ্ঞাপক শাস্ত্র কে (বাকোবাক্যম্) তর্কশাস্ত্র কে ( একায়নম্) নীতিবিদ্যা কে ( দেববিদ্যাম্) নিরুক্ত কে ( ব্রহ্মবিদ্যাম্) শিক্ষা, কল্প, ছন্দ আদিক বৈদিক বিদ্যাকে ( ভূতবিদ্যাম্) পশু,পক্ষী, সরীসৃপ আদিক প্রাণিবিদ্যা কে (ক্ষত্রবিদ্যাম্) ক্ষত্রীয়দের বিদ্যা কে অর্থাৎ ধনুর্বিদ্যা কে (নক্ষত্রবিদ্যাম্) অশ্বিনী ভরণী আদি নক্ষত্র সম্বন্ধিনী বিদ্যা কে (সর্পদেবজনবিদ্যাম্) সর্পবিদ্যা এবং নৃত্যগীতবাদ্য শিল্প আদি বিদ্যা কে (এতত্) এই সকল বিদ্যা কে ( ভগবঃ) হে ভগবন্ (অধ্যেমি) জানি।।
স হোবাচর্গ্বেদং ভগবোऽধ্যমি যজুর্বেদऽऽম্ সামবেদমাথর্বণং চতুর্থমিহাসপুরাণং পঞ্চমং বেদানাং পিত্র্যऽऽম্ রাশিং দৈবং নিধিং বাকোবাক্যমেকায়নং দেববিদ্যাং ভূতবিদ্যাং ক্ষবিদ্যাং নক্ষত্রবিদ্যাং সর্পদেবজনবিদ্যামেতদ্ ভগবোऽধ্যেমি।। ছান্দোগ্যোপনিষদ-৭/১/২
পদ০-সঃ। হ। উবাচ। ঋগ্বেদম্। ভগম্। অধ্যেমি। যজুর্বেদম্। সামবেদম্। আথর্বণম্। চতুর্য়ম্। ইতিহাসপুরাণম্। পঞ্চমম্। দেবানাম্। বেদম্। পিত্রয়ম্। রাশিম্। দৈবম্। নিধিম্। বাকোবাক্যয়ম্। একায়নম্। দেববিদ্যাম্। ব্রহ্মবিদ্যাম্। ভূতবিদ্যাম্। ক্ষত্রবিদ্যাম্। নক্ষত্রবিদ্যাম্। সর্পদেবজনবিদ্যাম্। এতত্। ভগবঃ। অধ্যেমি।।
No comments:
Post a Comment
ধন্যবাদ