শ্রুতিস্মৃত্যুদিতং ধর্মমনুকিষ্ঠন্হি মানবঃ।
ইহ কীর্তিমবাপ্নোতি প্রেত্য চানুত্তমং সুখম্।।
বিশুদ্ধ মনুস্মৃতি-২/৯
অর্থ-( শ্রুতি-স্মৃতি উদিতম্ ধর্মম্ অনুতিষ্ঠন্ হি) শ্রুতি এবং স্মৃতিতে বলা ধর্মের অনুষ্ঠান করেই ( মানবঃ) মনুষ্য ( ইহ) এই সংসারে ( কীর্তিম্ অব আপ্নোতি) কীর্তিকে প্রাপ্ত হয় ( প্রেত্য চ) এবং মৃত্যুর পর ( অন্ উত্তমম্ সুখম্) অপূর্ব সুখকে,এমন সুখকে যা থেকে উত্তম কোন সুখ হয় না,অর্থাৎ মোক্ষকে।।
সরালার্থ-শ্রুতি এবং স্মৃতিতে বলা ধর্মের অনুষ্ঠান করেই মনুষ্য এই সংসারে কীর্তিকে প্রাপ্ত হয় এবং মৃত্যুর পর অপূর্ব সুখকে, এমন সুখকে যা থেকে উত্তম কোন সুখ হয় না,অর্থাৎ মোক্ষকে।
( ভাষ্যকার-পণ্ডিত গঙ্গাপ্রসাদ উপাধ্যায়)
No comments:
Post a Comment
ধন্যবাদ