কুরআন প্রথম দফায় নাযিল হয়েছিল লওহে মাহফূযে। অতঃপর সেখান থেকে রাসূল (ছাঃ)-এর নবুওতের দীর্ঘ ২৩ বছরে বিভিন্ন ঘটনা ও সমস্যার প্রেক্ষিতে থেমে থেমে নাযিল হয়। সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক ইত্যাদি সকল ক্ষেত্রে ধারাবাহিকভাবে নির্দেশনা আকারে পবিত্র কুরআনের আয়াত ও সূরা সমূহ নাযিল হয়েছে। প্রথম যে আয়াত নাযিল হয়েছিল তা মুফাসসিরদের ঐক্যমতে সূরা আলাক্বের প্রথম পাঁচ আয়াত এবং সর্বশেষ আয়াত অধিকাংশের মতে সূরা বাক্বারার ২৮১ নং আয়াত- وَاتَّقُوْا يَوْمًا تُرْجَعُوْنَ فِيْهِ إِلَى اللهِ ثُمَّ تُوَفَّى كُلُّ نَفْسٍ مَا كَسَبَتْ وَهُمْ لَا يُظْلَمُونَ পবিত্র কুরআনের মাছহাফে সূরাগুলির বর্তমান যে ধারাক্রম; তা মূলত কুরআন নাযিলের ধারাবাহিকতা অনুযায়ী সাজানো হয়নি, বরং অধিকাংশ ওলামাদের মতে, তা জিবরাঈল (আঃ) কর্তৃক অহী প্রাপ্ত হয়ে রাসূল (ছাঃ) সাজিয়েছিলেন (মান্না আল-কাত্তান, মাবাহিছ ফি উলূমিল কুরআন, পৃ: ১৩৭-১৩৮)। এ ধারাটি ২৩ বছর ধরে বিচ্ছিন্নভাবে নাযিলকৃত কুরআনের আয়াত ও সূরাসমূহকে যেমন সুবিন্যস্ত করেছে, তেমনি কুরআনের বিষয়বস্ত্ত ও আলোচনার ধারাবাহিকতাকে চমৎকারভাবে সুরক্ষা করেছে।
তবে কুরআন নাযিলের ধারাবাহিকতা জানারও বেশ কিছু উপকারিতা রয়েছে। এজন্য তাফসীর গ্রন্থসমূহে কুরআন নাযিলের ধারাবাহিকতা তথা কোন সূরার পর কোন সূরা নাযিল হয়েছে সে ইতিহাস পাওয়া যায়। মক্কায় এবং মদীনায় অহী নাযিলের ধরন-প্রকৃতি কেমন ছিল এবং ভিন্ন ভিন্ন বাস্তবতায় দ্বীনী বিধি-বিধানের প্রয়োগের যথার্থতা কি?- এ সম্পর্কে ধারণা লাভের জন্য এ বিষয়ক জ্ঞান খুব কাজে আসবে। তাই সাধারণ পাঠকদের জ্ঞাতার্থে নিম্নে এই ধারাবাহিকতা অনুযায়ী সূরাসমূহের ধারাক্রম উল্লেখ করা হল। যদিও এমনও সূরা রয়েছে যার কিছু অংশ মক্কায় এবং কিছু অংশ মদীনায় নাযিল হয়েছে, আবার কিছু কিছু ক্ষেত্রে মতভেদও রয়েছে।
কুরআনের সূরাসমূহের নাজিলের সময়ানুক্রম অনুসারে সূরার নাম উল্লেখ করা হল :
সময়ানুক্রম / ক্রনোলজিকেল অর্ডার | সূরার নাম | আয়াতের সংখ্যা | নাজিলের অবস্থান | বর্তমান কোরআনের ক্রম |
১ | সূরা আলাক(রক্তপিন্ড) | ১৯ | মক্কা | ৯৬ |
২ | সূরা কালাম (কলম) | ৫২ | মক্কা | ৬৮ |
৩ | সূরা মোজাম্মিল (বস্ত্র আচ্ছাদনকারী) | ২০ | মক্কা | ৭৩ |
৪ | সূরা আল মুখতাদির ( পোশাক পরিহিত) | ৫৬ | মক্কা | ৭৪ |
৫ | সূরা ফাতিহা (সূচনা) | ৭ | মক্কা | ১ |
৬ | সূরা লাহাব (জলন্ত অঙ্গার) | ৫ | মক্কা | ১১১ |
৭ | সূরা আত তাকবির (অন্ধকারাচ্ছন্ন) | ২৯ | মক্কা | ৮১ |
৮ | সূরা আল আলা (সর্ব উন্নত) | ১৯ | মক্কা | ৮৭ |
৯ | সূরা আল লাইল (রাত্রি) | ২১ | মক্কা | ৯২ |
১০ | সূরা আল ফজর (ভোরবেলা) | ৩০ | মক্কা | ৮৯ |
১১ | সূরা আদ-দুহা (পূর্বাহ্ণের সূর্য কিরণ) | ১১ | মক্কা | ৯৩ |
১২ | সূরা আল ইনশিরাহ(বক্ষ প্রশস্তকরন) | ৮ | মক্কা | ৯৪ |
১৩ | সূরা আল আছর (সময়) | ৩ | মক্কা | ১০৩ |
১৪ | সূরা আল আদিয়াত (অভিযান কারী) | ১১ | মক্কা | ১০০ |
১৫ | সূরা কাওসার (প্রাচুর্য) | ৩ | মক্কা | ১০৮ |
১৬ | সূরা আল তাকাসুর( প্রাচুর্যের প্রতিযোগিতা) | ৮ | মক্কা | ১০২ |
১৭ | সূরা আল মামুন (সাহায্য-সহায়তা) | ৭ | মক্কা | ১০৭ |
১৮ | সূরা আল কাফিরুন (অবিশ্বাসী গোষ্ঠী) | ৬ | মক্কা | ১০৯ |
১৯ | সূরা ফিল (হাতি) | ৫ | মক্কা | ১০৫ |
২০ | সূরা ফালাক (নিশি ভোর) | ৫ | মক্কা | ১১৩ |
২১ | সূরা আন নাস (মানবজাতি) | ৬ | মক্কা | ১১৪ |
২২ | সূরা ইখলাস (একত্ব) | ৪ | মক্কা | ১১২ |
২৩ | সূরা আন নাজম (তারা) | ৬২ | মক্কা | ৫৩ |
২৪ | সূরা আবাসা (তিনি ভ্রকুটি করলেন) | ৪২ | মক্কা | ৮০ |
২৫ | সূরা আল কদর (মহিমান্বিত) | ৫ | মক্কা | ৯৭ |
২৬ | সূরা আশ সামস (সূর্য) | ১৫ | মক্কা | ৯১ |
২৭ | সূরা আল বুরুজ (নক্ষত্র-পুঞ্জ) | ২২ | মক্কা | ৮৫ |
28 | সূরা আততিন (ডুমুর) | ৮ | মক্কা | ৯৫ |
২৯ | সূরা কুরাইশ (কুরাইশ গোত্র) | ৪ | মক্কা | ১০৬ |
৩০ | সূরা আল কারিয়া (মহাসংকট) | ১১ | মক্কা | ১০১ |
৩১ | সূরা আল কিয়ামা (পুনরুত্থান) | ৪০ | মক্কা | ৭৫ |
৩২ | সূরা আল হুমাজাহ (পরনিন্দাকারী) | ৯ | মক্কা | ১০৪ |
৩৩ | সূরা আল মুরসালাত (প্রেরিত পুরুষগন) | ৫০ | মক্কা | ৭৭ |
৩৪ | সূরা ক্বাফ ( আরবি বর্ণ ক্বাফ) | ৪৫ | মক্কা | ৫০ |
৩৫ | সূরা আল বালাদ (নগর) | ২০ | মক্কা | ৯০ |
৩৬ | সূরা আত তারিক ( রাতের আগুন্তুক) | ১৭ | মক্কা | ৮৬ |
৩৭ | সূরা আল কামার (চন্দ্র) | ৫৫ | মক্কা | ৫৪ |
৩৮ | সূরা ছোয়াদ ( আরবি বর্ণ ছোয়াদ ) | ৮৮ | মক্কা | ৩৮ |
৩৯ | সূরা আল আরাফ ( উচু স্থান সমূহ) | ২০৬ | মক্কা | ৭ |
৪০ | সূরা আল জ্বীন (জ্বীন সম্প্রদায়) | ২৮ | মক্কা | ৭২ |
৪১ | সূরা ইয়াসিন (ইয়াসিন) | ৮৩ | মক্কা | ৩৬ |
৪২ | সূরা আল ফোরকান (সত্যমিথ্যা পার্থক্য নির্ণয়কারি গ্রন্থ) | ৭৭ | মক্কা | ২৫ |
৪৩ | সূরা আলফাতির (আদি স্রষ্টা) | ৪৫ | মক্কা | ৩৫ |
৪৪ | সূরা মরিয়ম (ধোঁয়া) | ৯৮ | মক্কা | ১৯ |
৪৫ | সূরা ত্বোয়া হা (ত্বোয়া হা) | ১৩৫ | মক্কা | ২০ |
৪৬ | সূরা আল ওয়াকিয়া (নিশ্চিত ঘটনা) | ৯৬ | মক্কা | ৫৬ |
৪৭ | সূরা আশ শুয়ারা (কবিগন) | ২২৭ | মক্কা | ২৬ |
৪৮ | সূরা আন নামল (পিপীলিকা) | ৯৩ | মক্কা | ২৭ |
৪৯ | সূরা আল কাসাস (কাহিনী) | ৮৮ | মক্কা | ২৮ |
৫০ | সূরা আল ইশরা/ বনী ইসরাইল (বেহেশত/ ইসরাইলের বংশধর) | ১১১ | মক্কা | ১৭ |
৫১ | সূরা ইউনুস (নবী ইউনুস) | ১০৯ | মক্কা | ১০ |
৫২ | সূরা হুদ (নবী হুদ) | ১২৩ | মক্কা | ১১ |
৫৩ | সূরা ইউসুফ (নবী ইউসুফ) | ১১১ | মক্কা | ১২ |
৫৪ | সূরা আল হিজর (পাথুরে পাহাড়) | ৯৯ | মক্কা | ১৫ |
৫৫ | সূরা আল আনাম (গৃহপালিত পশু) | ১৬৫ | মক্কা | ৬ |
৫৬ | সূরা আস সাফফাত (সারিবদ্ধভাবে দাঁড়ানো) | ১৮২ | মক্কা | ৩৭ |
৫৭ | সূরা লোকমান (একজন জ্ঞানী ব্যক্তি) | ৩৪ | মক্কা | ৩১ |
৫৮ | সূরা সাবা (রানী সাবা) | ৫৪ | মক্কা | ৩৪ |
৫৯ | সূরা আয জুমার (দলবদ্ধ জনতা) | ৭৫ | মক্কা | ৩৯ |
৬০ | সূরা আল গাফির/ আল মু’মিন (বিশ্বাসী) | ৮৫ | মক্কা | ৪০ |
৬১ | সূরা আল ফুসিলাত/ হা মিম সেজদা (সুস্পষ্ট বিবরণ) | ৫৪ | মক্কা | ৪১ |
৬২ | সূরা আস শুরা (পরামর্শ) | ৫৩ | মক্কা | ৪২ |
৬৩ | সূরা আজ জুখরুপ (সোনাদানা) | ৮৯ | মক্কা | ৪৩ |
৬৪ | সূরা আদ দোখান (ধোঁয়া) | ৫৯ | মক্কা | ৪৪ |
৬৫ | সূরা আল জাসিয়াহ (নতজানু) | ৩৭ | মক্কা | ৪৫ |
৬৬ | সূরা আল আহকাফ (বালুর পাহাড়) | ৩৫ | মক্কা | ৪৬ |
৬৭ | সূরা আদ ধারিয়াত/ আয-যারিয়াত (বিক্ষেপকারী বাতাস) | ৬০ | মক্কা | ৫১ |
৬৮ | সূরা আল গাশিয়াহ (বিহবলকর ঘটনা) | ২৬ | মক্কা | ৮৮ |
৬৯ | সূরা আল কাফ (আরবি বর্ণ কাফ) | ১১০ | মক্কা | ১৮ |
৭০ | সূরা আন নাহল (মৌমাছি) | ১২৮ | মক্কা | ১৬ |
৭১ | সূরা নুহ (নবী নূহ) | ২৮ | মক্কা | ৭১ |
৭২ | সূরা ইব্রাহিম (নবী ইব্রাহিম) | ৫২ | মক্কা | ১৪ |
৭৩ | সূরা আল আম্বিয়া (নবীগণ) | ১১২ | মক্কা | ২১ |
৭৪ | সূরা আল মুমিনুন (মুমিনগণ) | ১১৮ | মক্কা | ২৩ |
৭৫ | সূরা আস সেজদা (সিজদাহ) | ৩০ | মক্কা | ৩২ |
৭৬ | সূরা আত তুর (পাহাড়) | ৪৯ | মক্কা | ৫২ |
৭৭ | সূরা আল মুলক (সার্বভৌম কর্তৃত্ত) | ৩০ | মক্কা | ৬৭ |
৭৮ | সূরা আল হাক্কা (নিশ্চিত সত্য) | ৫২ | মক্কা | ৬৯ |
৭৯ | সূরা আল মাআরিজ ( উন্নয়নের সোপান) | ৪৪ | মক্কা | ৭০ |
৮০ | সূরা আন নাবা (মহাসংবাদ) | ৪০ | মক্কা | ৭৮ |
৮১ | সূরা আন নাজিয়াত (প্রচেষ্টাকারী) | ৪৬ | মক্কা | ৭৯ |
৮২ | সূরা আল ইনফিতর (বিদীর্ণ করা) | ১৯ | মক্কা | ৮২ |
৮৩ | সূরা আল ইনশিকাক (খন্ড-বিখন্ডকরন) | ২৫ | মক্কা | ৮৪ |
৮৪ | সূরা আর রুম (রোমানজাতি) | ৬০ | মক্কা | ৩০ |
৮৫ | সূরা আনকাবুত (মাকড়সা) | ৬৯ | মক্কা | ২৯ |
৮৬ | সূরা আল মুতাফফিফিন (প্রতারণা করা) | ৩৬ | মক্কা | ৮৩ |
৮৭ | সূরা আল বাকারা (বকনা-বাছুর) | ২৮৬ | মদিনা | ২ |
৮৮ | সূরা আল আনফাল (গনিমতের মাল) | ৭৫ | মদিনা | ৮ |
৮৯ | সূরা আল ইমরান (ইমরানের পরিবার) | ২০০ | মদিনা | ৩ |
৯০ | সূরা আল আজহাব (জোট) | ৭৩ | মদিনা | ৩৩ |
৯১ | সূরা আল মুমতাহিনা (নারী যাকে পরীক্ষা করা হবে) | ১৩ | মদিনা | ৬০ |
৯২ | সূরা আন নিসা (নারী) | ১৭৬ | মদিনা | ৪ |
৯৩ | সূরা যিলযাল (ভুমিকম্প) | ৮ | মদিনা | ৯৯ |
৯৪ | সূরা আল হাদিদ (লোহা) | ২৯ | মদিনা | ৫৭ |
৯৫ | সূরা মোহাম্মদ ( নবী মোহাম্মদ) | ৩৮ | মদিনা | ৪৭ |
৯৬ | সূরা আর রাদ (বজ্রনাদ) | ৪৩ | মদিনা | ১৩ |
৯৭ | সূরা আল রাহমান (পরম করুনাময়) | ৭৮ | মদিনা | ৫৫ |
৯৮ | সূরা আল ইনসান/আদ দাহর (সময়) | ৩১ | মদিনা | ৭৬ |
৯৯ | সূরা তালাক (তালাক) | ১২ | মদিনা | ৬৫ |
১০০ | সূরা বাইনাহ (সুস্পষ্ট প্রমাণ) | ৮ | মদিনা | ৯৮ |
১০১ | সূরা আল হাশর (সমাবেশ) | ২৪ | মদিনা | ৫৯ |
১০২ | সূরা আন নুর (আলো) | ৬৪ | মদিনা | ২৪ |
১০৩ | সূরা আল হাজ্জ (হজ্ব) | ৭৮ | মদিনা | ২২ |
১০৪ | সূরা আলমুনাফিকুন (কপট বিশ্বাসীগন) | ১১ | মদিনা | ৬৩ |
১০৫ | সূরা আল মুযাদিলা (অনুযোগকারিনী) | ২২ | মদিনা | ৫৮ |
১০৬ | সূরা আল হুজুরাত (বাসগৃহ সমূহ) | ১৮ | মদিনা | ৪৯ |
১০৭ | সূরা আত তাহরিম (নিষিদ্ধ করন) | ১২ | মদিনা | ৬৬ |
১০৮ | সূরা আত তাঘাবুন (মোহ অপসারন) | ১৮ | মদিনা | ৬৪ |
১০৯ | সূরা আস সাফ (সারিবন্দী সৈন্যদল) | ১৪ | মদিনা | ৬১ |
১১০ | সূরা আল যুমুয়া (সম্মেলন/শুক্রবার) | ১১ | মদিনা | ৬২ |
১১১ | সূরা আল ফাথ (মক্কা বিজয়) | ২৯ | মদিনা | ৪৮ |
১১২ | সূরা আল মায়েদা (খাদ্য পরিবাশিত টেবিল) | ১২০ | মদিনা | ৫ |
১১৩ | সূরা আত তওবা (অনুশোচনা) | ১২৯ | মদিনা | ৯ |
১১৪ | সূরা আল নাছর (স্বর্গীয় সাহায্য) | ৩ | মদিনা | ১১০ |
বর্তমান কুরআনের সূরাসমূহের সিরিয়াল সূরাসমূহের নাজিলের সময়ানুক্রমে সাজানো নেই, বরং এলোমেলো অবস্থায় আছে। কুরআন বুঝার জন্য কুরআনের সূরাসমূহের নাজিলের সময়ানুক্রম জানা জরুরি।
References
- Allamah Abu ‘Abd Allah al-Zanjani – The History of the Quran – Al-Tawheed Vol. 4, No. 3; Vol. 5, No. 1, 2, & 3
- Quran Verses in Chronological Order – Qran.org, accessed May 13, 2011
- Kevin P. Edgecomb – Chronological Order of Quranic Surahs – Bombaxo, 2002
- Quran Chapters and their Chronological Sequence of Revelation – International Community of Submitters (ICS)
- Revelation Order – Tanzil Project, accessed May 13, 2011
No comments:
Post a Comment
ধন্যবাদ